সালিশি সভা ডেকে মহিলাকে (Woman) মারধরের অভিযোগে গত শুক্রবারই গ্রেফতার (Arrest) করা হয়েছিল সোনারপুরকাণ্ডে (Sonarpur) মূল অভিযুক্ত জামাল সর্দারকে (Jamal Sardar)। সপ্তাহ ঘুরতেই শুক্রবার সাতসকালেই ফের জামালের বাড়িতে অভিযান পুলিশের। এদিন সকাল ৬ টা নাগাদ জামালকে সঙ্গে নিয়েই তাঁর বাড়িতে পৌঁছায় সোনারপুর থানার পুলিশ। প্রায় দেড় ঘণ্টা ধরে গোটা বাড়ি জুড়ে চলে তল্লাশি।
তবে সূত্রের খবর, ওই চেম্বারের ভিতর থেকে কিছু পাওয়া যায়নি। এরপর জামালের বাড়ি থেকে আধার কার্ড-সহ বেশি কিছু নথিপত্র সংগ্রহ করেছেন পুলিশকর্মীরা। যদিও পুলিশের তরফে এখনও পর্যন্ত শুক্রবার সকালের অভিযানের বিষয়ে কিছুই জানানো হয়নি। তবে পুলিশ সূত্রে খবর, জামালের বাড়িতে তল্লাশির জন্য বারুইপুর মহকুমা আদালতে আবেদন জানিয়েছিল পুলিশ। সেই আবেদন মঞ্জুর করে আদালত। তার প্রেক্ষিতেই শুক্রবার সকালে জামালের বাড়িতে পৌঁছয় পুলিশ এবং বেশকিছুক্ষণ তল্লাশির পর সেখান থেকে বেরিয়ে যায় বলে খবর।
