Tuesday, August 12, 2025

নিটের প্রশ্নফাঁসকাণ্ডে স্কুল প্রিন্সিপালদের সঙ্গে জড়িত ডাক্তারি পড়ুয়ারাও! চাঞ্চল্যকর দাবি সিবিআইয়ের

Date:

নিটকাণ্ডে (NEET) ফের প্রকাশ্যে এল চাঞ্চল্যকর তথ্য! আগেই তদন্তে নেমে পুড়ে যাওয়া কিছু প্রশ্নপত্র উদ্ধার করেছিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই (CBI)। তা থেকেই তারা জানতে পারল বেশকিছু তথ্য। সূত্রের খবর, এবার গ্রেফতার হতে পারেন হাজারিবাগের (Hazaribag) এক স্কুলের প্রিন্সিপালও (Principal)। কারণ সিবিআই-র দাবি এই প্রশ্ন চুরির সঙ্গে জড়িত রয়েছেন তিনি।

এদিকে সিবিআই নিটের প্রশ্নফাঁস সংক্রান্ত ইস্যুতে জানিয়েছে, গত ৫ মে ঝাড়খণ্ডের হাজারিবাগের ওয়েসিস স্কুল থেকে প্রশ্নফাঁস হয়েছিল। এই কাণ্ডের মূল পাণ্ডা পঙ্কজ কুমারের সঙ্গে যুক্ত ছিলেন ওই স্কুলের প্রিন্সিপাল, ভাইস-প্রিন্সিপালও। শুধু তাই নয়, প্রশ্ন চুরির পর তা পাঠিয়ে দেওয়া হত হাজারিবাগের একদল এমবিবিএস পড়ুয়ার কাছে। তারাই তা সমাধান করে দিত। এরপর একে একে সেগুলি টাকার বিনিময়ে বিক্রি করে দেওয়া হত পরীক্ষার্থীদের কাছে।

কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার দাবি, এই কাজের জন্য মূল অভিযুক্তের মতো দায়ী ওয়েসিস স্কুলের প্রিন্সিপাল এবং ভাইস প্রিন্সিপাল। ট্রাঙ্ক-ভর্তি প্রশ্নপত্র তাঁদের স্কুলের কন্ট্রোল রুমেই রাখা হয়েছিল। সেখান থেকেই তা চুরি করা হয় এবং চারদিকে ছড়িয়ে দেওয়া হয়‌। সূত্রের খবর, ৩৫ থেকে ৬০ লক্ষ টাকায় ফাঁস হওয়া প্রশ্নপত্র কিনেছিলেন পড়ুয়ারা! চুক্তি ছিল, ডাক্তারিতে সুযোগ পেলে দিতে হবে আরও ২০ লক্ষ টাকা করে। এভাবে ১২০ থেকে ১৫০ জন পরীক্ষার্থীর কাছে গিয়েছিল এই ফাঁস হওয়া প্রশ্নপত্র। বিহারের পড়ুয়াদের জন্য রেট বাঁধা ছিল ৩৫-৪৫ লাখ টাকায়, আর অন্যদের জন্য ৫৫-৬০ লাখ টাকা।


Related articles

বিজেপির ভাষা-সন্ত্রাস, প্রতিবাদে ‘বাংলার মাটি, বাংলার জল’-এ মুখরিত দিল্লি

বিজেপির বাংলা-বিদ্বেষ, ভাষা-সন্ত্রাসের বিরুদ্ধে সংসদ চত্বরে গর্জে উঠলেন তৃণমূল সাংসদরা। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ডাক দিয়েছেন ভাষা আন্দোলনের। সেই...

শ্রাবনের শেষ লগ্নে বিদায়ী বর্ষার দাপট! উত্তরবঙ্গে অতি ভারী বৃষ্টির সতর্কতা 

চলতি সপ্তাহে শেষ হচ্ছে শ্রাবণ। কিন্তু বৃষ্টির (Rain) ইনিংস থামার কোনও পূর্বাভাস নেই উত্তরবঙ্গে। বরং রয়েছে বিদায়ী বর্ষায়...

দেবকে টক্করের বার্তা শিবপ্রসাদের, ‘ধূমকেতু’ মুক্তির দিনই ‘রক্তবীজ ২’ টিজার প্রকাশ

১৪ অগাস্ট মুক্তি পাচ্ছে 'ধূমকেতু'। দেব-শুভশ্রীর (Dev- Shubhashree Ganguly) মাখো মাখো প্রেমের ছবি নিয়ে হাইপ তুঙ্গে। কৌশিক গঙ্গোপাধ্যায়ের...

সাহস থাকলে লোকসভা ভেঙে দিয়ে দেশ জুড়ে SIR করুক বিজেপি : অভিষেক

ভোটার তালিকায় গরমিল থাকলে ভেঙে দিন লোকসভা, আগে বিজেপি মন্ত্রীরা পদত্যাগ করুন তারপর বিরোধীরা করবে। এরপর সারা দেশে...
Exit mobile version