Thursday, December 18, 2025

ভোটে হেরে রাষ্ট্রপতিকে চিঠি! মোদির ব্লু আইড বয় অধীরের রিপোর্ট চাইল তৃণমূল

Date:

Share post:

লোকসভা নির্বাচনে তৃতীয় স্থানে প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরি। একদিকে যখন গোটা দেশের বিরোধী রাজনৈতিক দলগুলি একজোট হয়ে বিজেপির বিরোধীতা ও কেন্দ্রের নড়বড়ে সরকারকে ছুঁড়ে ফেলে দেওয়ার চেষ্টা করছে, তখন কার্যত সেই বিজেপির সুরে সুর মিলিয়ে রাজ্যের তৃণমূল সরকারের বিরোধিতা করে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীকে চিঠি লিখলেন অধীর। আদতে তাঁর বক্তব্য যে বাংলার মানুষের চিন্তাধারার সঙ্গে আদৌ মেলে না, নির্বাচনের ফলাফলে তার প্রমাণ মিলেছে বলে দাবি তৃণমূলের। সেই সঙ্গে কেন অধীরের সভাপতিত্বে বাংলায় কংগ্রেসের এই দুর্দশা, জবাব চাইল তৃণমূল।

রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীকে অধীর চৌধুরি যে চিঠি লেখেন তাতে একেবারে রাজ্য বিজেপির মতো লোকসভা নির্বাচনে সন্ত্রাস ও সন্দেশখালির উল্লেখ করা হয়। সেই সঙ্গে দাবি করা হয় বাংলায় জরুরি অবস্থা জারির মতো পরিস্থিতি রয়েছে। এভাবে বিজেপির বক্তব্যের প্রতিফলন বাংলার কংগ্রেস সভাপতির কথায় উঠে আসার কটাক্ষ করা হয়েছে তৃণমূলের পক্ষ থেকে। প্রাক্তন সাংসদ কুণাল ঘোষের এই প্রসঙ্গে বলেন, “অধীর চিরকাল বিজেপির সঙ্গে হাত মিলিয়ে চলেছেন। ওনার সভাপতিত্বে দলটা লাটে উঠেছে। দলের মধ্যে কতটা কোণঠাসা হয়ে থাকলে ওনার প্রচারে দলের কোনও কেন্দ্রীয় নেতা আসেননি।”

অধীরের অহেতুক তৃণমূল বিরোধীতার জন্যই নিজের কেন্দ্রেও তৃতীয় স্থানে তিনি। কুণাল ঘোষ দাবি করেন, “অন্ধ তৃণমূল বিরোধিতা। বাংলার মানুষের মতামত থেকে শিক্ষা নিতে শিখুন। বাংলার রাজনীতির সঙ্গে আপনার কর্ম পদ্ধতির কোনও সম্পর্ক নেই। তাই মানুষ প্রত্যাখ্যান করেছেন।” যে প্রধানমন্ত্রীকে চিঠি লিখে অভিযোগ জানানোর প্রসঙ্গে কুণাল বলেন, “চিঠি লিখুন বা যাই বলুন, বাংলার রাজনীতিতে তার কোনও প্রাসঙ্গিকতা নেই। আপনি নরেন্দ্র মোদির ব্লু আইড বয়। তৃণমূলকে হারিয়ে দিতেই পারতেন। কিন্তু বাংলার মানুষ আপনাকে প্রত্যাখ্যান করেছেন।”

সেই সঙ্গে তিনি যেভাবে বাংলার কংগ্রেসকে শূন্যে নিয়ে গিয়েছেন তার ব্যাখ্যা চেয়ে কুণাল ঘোষের দাবি, “কংগ্রেস সভাপতিকে চিঠি লিখুন কোন কৃতিত্বে অধীর সভাপতি থাকাকালীন বাংলার কংগ্রেস বিধানসভায় শূন্য। লোকসভায় প্রায় শূন্য। নিজে তৃতীয় হয়েছেন। কী করে হলেন এর রিপোর্ট লিখে দিন।”

spot_img

Related articles

নিউটাউনের ঝুপড়িতে অগ্নিকাণ্ডের ঘটনায় তদন্তের নির্দেশ মুখ্যমন্ত্রীর

উত্তর ২৪ পরগনার নিউটাউনে বিধ্বংসী অগ্নিকাণ্ডের ঘটনায় তদন্তের নির্দেশ দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। বুধবার সন্ধ্যার পর...

বিজনেস অ্যান্ড ইন্ডাস্ট্রি কনক্লেভ: বিনিয়োগের বার্তা নিয়ে শিল্পপতিদের সামনে মুখ্যমন্ত্রী

রাজ্যে শিল্প ও বিনিয়োগের সম্ভাবনাকে আরও বিস্তৃত করতে বৃহস্পতিবার অনুষ্ঠিত হতে চলেছে ‘বিজনেস অ্যান্ড ইন্ডাস্ট্রি কনক্লেভ’। ধনধান্য প্রেক্ষাগৃহে...

২২ জানুয়ারি থেকে শুরু ৪৯তম আন্তর্জাতিক কলকাতা বইমেলা, ভার্চুয়ালেও মিলবে মেলার স্বাদ

আর দেড় মাসের অপেক্ষা। আগামী ২২ জানুয়ারি থেকে শুরু হতে চলেছে ৪৯তম আন্তর্জাতিক কলকাতা বইমেলা। বইপ্রেমীদের জন্য এ...

যুবভারতীর বিশৃঙ্খলা-কাণ্ডে শোকজের জবাব জমা তিন শীর্ষ কর্তার

যুবভারতী ক্রীড়াঙ্গনে মেসির অনুষ্ঠান ঘিরে সৃষ্ট বিশৃঙ্খলার ঘটনায় শোকজের জবাব জমা দিলেন রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমার, ক্রীড়া...