বাংলার প্রতি কেন্দ্রের ধারাবাহিক বঞ্চনা নিয়ে কথা বলা শুরু করেছিলেন। পাঁচ মিনিটের মধ্যে নীতি আয়োগের বৈঠকে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Bandopadhyay) মাইক বন্ধ করে দেওয়া হয়। প্রতিবাদে শনিবার মিটিং থেকে বয়কট করেন ক্ষুব্ধ মমতা। বৈঠক থেকে বেরিয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করে মুখ্যমন্ত্রী (Mamata Bandopadhyay) জানান, এটা শুধু বাংলার অপমান না, বিজেপি বিরোধী সব আঞ্চলিক দলের অপমান।
নীতি আয়োগের বৈঠকে নিজের অবস্থান স্পষ্ট করেছেন মুখ্যমন্ত্রী। বলেন, “আমি বলেছি আপনাদের কোনও রাজ্য সরকারের প্রতি বৈষম্য করা উচিত নয়। আমি কথা বলতে চেয়েছিলাম কিন্তু আমাকে মাত্র ৫ মিনিট কথা বলতে দেওয়া হয়েছিল। আমার আগে লোকেরা ১০-২০ মিনিট কথা বলেছিল। বিরোধীদল থেকে আমিই একমাত্র অংশগ্রহণ করছিলাম কিন্তু তবুও আমাকে কথা বলতে দেওয়া হয়নি। এটা অপমানজনক।“
এদিনের বৈঠকে প্ল্যানিং কমিশন ফিরিয়ে আনার দাবি জানান মমতা। তাঁর কথায়, নীতি আয়োগের সেই অর্থে নীতি লাগু করার আর্থিক ক্ষমতা নেই, যেটা যোজনা কমিশনের ছিল। ফলে নীতিমালা তৈরি হলেও তা কী করে লাগু করবে নীতি আয়োগ- প্রশ্ন মমতার।
এদিন, বৈঠক থেকে বেরিয়ে ক্ষোভে ফেটে পড়ে মমতা। তাঁর কথায়, এটা অপমানজনক। প্রধানমন্ত্রীকে বলেছি বৈষম্য করা উচিত নয়। আমাকে বাধা দেওয়ার সব আঞ্চলিক দলের অপমান। স্পষ্ট জানান, আর কোনওদিন বৈঠকে অংশ নেবেন না।
