Wednesday, May 7, 2025

জয় দিয়ে ডুরান্ড কাপের অভিযান শুরু করল মোহনবাগান সুপার জায়ান্ট। এদিন ডাউনটাউন হিরোজকে হারাল ১-০ গোলে। বাগানের হয়ে একমাত্র গোল সুহেল ভাটের। ম্যাচে গোলটি হয় দ্বিতীয়ার্ধে।

ম্যাচে এদিন শুরু থেকেই চলে আক্রমণ প্রতি আক্রমণের লড়াই। ম্যাচে এদিন বিদেশি হিসাবে টম অলড্রেডকে রেখে দল সাজিয়ে ছিলেন বাস্তব রায়। ডুরান্ডের প্রথম ম্যাচে বেশ কয়েক জন তরুণ ফুটবলার নামিয়েছিলেন বাগান কোচ। হোসে মোলিনা না আসায় তিনিই এই ম্যাচে কোচের দায়িত্বে ছিলেন। কলকাতা লিগে খেলা রাজ বাসফোর, অভিষেক সূর্যবংশী, টাইসন সিং, সুহেলদের দিয়ে দল সাজিয়েছিলেন তিনি। তবে ডুরান্ডের প্রথম ম্যাচে একেবারেই দাগ কাটতে ব্যর্থ হয় বাগান ব্রিগেড। বলা ভালো কলকাতা লিগের পারফরম্যান্স যেন এই ম্যাচেও ধরা পরল ডুরান্ডের প্রথম ম্যাচে। ডাউনটাউনের বিরুদ্ধে আক্রমণে গিয়েও, গোলের দরজা খুলতে ব্যর্থ হয় বাস্তব রায়ের দল। যার ফলে প্রথমার্ধে ম্যাচের ফলাফল থাকে গোলশূন্য ড্র ।

ম্যাচের দ্বিতীয়ার্ধে আক্রমণের ঝাঁঝ বাড়ায় বাগান ব্রিগেড। যার ফলে ম্যাচের ৭৩ মিনিটে ১-০ গোলে এগিয়ে যায় মোহনবাগান। বাগানের হয়ে গোলটি করেন সুহেল ভাট। মার্টিন্সের পাস ধরে বক্সে বল বাড়ান অভিষেক। ডান প্রান্ত ধরে উঠে আশিস পাস বাড়ান সুহেলের দিকে। বক্সের মধ্যে থেকে গোল করতে ভুল করেননি তিনি। এরপরই গোলরক্ষক ধীরজ সিংকে নামান বাগান কোচ। বাকি সময়ে কয়েকটি সুযোগ তৈরি করেছিল ডাউনটাউন। কিন্তু বাগানের রক্ষণ ভাঙতে পারেনি তারা। জিতে মাঠ ছাড়ে মোহনবাগান।

আরও পড়ুন- দূষিত নদী হিসেবে পরিচিত শ্যেন, দূষণ মুক্ত করে বর্ণাঢ্য অলিম্পিক্সের উদ্বোধনী


Related articles

মকড্রিলের আগেই শুরু প্রত্যাঘাত, মধ্যরাতে পাক অধিকৃত কাশ্মীরে ভারতের মিসাইল হানা

দেশজুড়ে মকড্রিল শুরুর কয়েক ঘণ্টা আগেই মঙ্গলবার মধ্যরাতে পাক অধিকৃত কাশ্মীরে (POK) মিসাইল হানা ভারতের। সেনার তরফে এক্স...

সচেতনতায় জোর! রাজ্য জুড়ে পালিত হল বিশ্ব হাঁপানি দিবস

মঙ্গলবার রাজ্যের বিভিন্ন প্রান্তে পালিত হল বিশ্ব হাঁপানি দিবস। প্রতি বছর মে মাসের প্রথম মঙ্গলবার এই দিনটি পালিত...

ভিনরাজ্যে হেনস্থা! বাংলার শ্রমিকদের সুরক্ষায় কেন্দ্রকে চিঠি মুখ্যসচিবের

ভিনরাজ্যে কাজ করতে গিয়ে বারবার হেনস্থার শিকার হচ্ছেন বাংলার পরিযায়ী শ্রমিকরা। বিষয়টি নিয়ে এবার সরাসরি কেন্দ্রীয় স্বরাষ্ট্রসচিব গোবিন্দ...

অসুস্থতায় বদলে গেল ট্রেন যাত্রা! জবলপুর যাওয়ার পথে নিখোঁজ কেন্দ্রীয় মন্ত্রী

শনিবার রাতে দিল্লি থেকে মধ্যপ্রদেশের জবলপুরগামী গন্ডোয়ানা এক্সপ্রেসে সফর করছিলেন কেন্দ্রীয় মন্ত্রী জুয়েল ওরাম। কিন্তু রবিবার দামোহ স্টেশনে...
Exit mobile version