কলকাতার মুকুটে জুড়তে চলেছে নয়া পালক। এবার জিআই (GI )ট্যাগ পেতে চলেছে কলকাতা জুয়েলারি! MCCI বিশেষ অধিবেশনে জেমস অ্যান্ড জুয়েলারি সেক্টরের উন্নতির সুযোগ, চ্যালেঞ্জ এবং অগ্রগতি নিয়ে আলোচনা করতে গিয়ে এমন কথাই জানিয়েছেন MSME- এর জয়েন্ট ডিরেক্টর মৌ সেন। আলোচনা চক্রে উপস্থিত ছিলেন জেমস অ্যান্ড জুয়েলারি কাউন্সিল, MCCI এর চেয়ারম্যান সিদ্ধার্থ শবনসুখা।

মৌ সেন (Mou Sen) জানান রাজ্য সরকার মেদিনীপুর একটি গোল্ড হাব স্থাপন করার পরিকল্পনা করেছে। খুব দ্রুতই তা বাস্তবায়িত হবে। অধিবেশনে কলকাতা জুয়েলারির বিশেষ বৈশিষ্ট্য এবং এই শিল্পের প্রসার নিয়েও একাধিক আলোচনা হয়। এই গয়নার GI ট্যাগ পাওয়া নিয়ে আশাবাদী এমসিসিআই।