মোদি ঘনিষ্ঠদের গুরুত্ব, অসম মনিপুর সিকিমে রাজ্যপাল বদল! বিজ্ঞপ্তি রাষ্ট্রপতি ভবনের

নীতি আয়োগের বৈঠক (Niti Aayog Meeting) শেষ হতে না হতেই রাজ্যপাল পরিবর্তনের সিদ্ধান্ত নিল রাষ্ট্রপতি ভবন (Rastrapati Bhawan)। তিন রাজ্যে রাজ্যপাল বদল, ছয় রাজ্যে নতুন রাজ্যপালের নাম ঘোষণা। শনিবার রাতেই জারি হল বিজ্ঞপ্তি। উত্তর-পূর্ব ভারতের অসম, মনিপুর এবং সিকিমে রাজ্যপাল অদল বদল করলেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু (Draupadi Murmu)। রাষ্ট্রপতি ভবনের বৈঠকে মমতা বন্দ্যোপাধ্যায় ছাড়া আর কোনও বিরোধীরা সেভাবে যোগদান করেননি। বৈঠকে বাংলার মুখ্যমন্ত্রীর কণ্ঠরোধের অভিযোগ উঠেছে। এরপরই তড়িঘড়ি বেশ কিছু রাজ্যে মোদি ঘনিষ্ঠদের রাজ্যপালের দায়িত্ব দেওয়ার মধ্যে রাজনৈতিক অভিসন্ধি দেখতে পাচ্ছেন বিশ্লেষকরা।

সিকিমের রাজ্যপাল লক্ষ্মণ প্রসাদ আচার্যকে অসমের দায়িত্ব দেওয়া হয়েছে পাশাপাশি এখন থেকে তিনি মণিপুরের রাজ্যপালের অতিরিক্ত দায়িত্বও সামলাবেন। সিকিমের নতুন রাজ্যপাল হলেন বর্ষীয়ান বিজেপি নেতা ওমপ্রকাশ মাথুর। গুলাবচাঁদ কাটারিয়া এতদিন অসমের দায়িত্ব সামলাচ্ছিলেন এবার তাকে পাঠানো হলো পাঞ্জাবে। একইসঙ্গে তাঁকে কেন্দ্রশাসিত অঞ্চল চণ্ডীগড়ের প্রশাসকের দায়িত্বও সামলাতে হবে বলে রাষ্ট্রপতি ভবন সূত্রে জানা গেছে।রমেশ বৈসকে সরিয়ে মহারাষ্ট্রের রাজ্যপাল হলেন সিপি রাধাকৃষ্ণান ( ইনি ঝাড়খণ্ডের রাজ্যপাল ছিলেন, পাশাপাশি তেলেঙ্গানার রাজ্যপালের অতিরিক্ত দায়িত্বও সামলাচ্ছিলেন)। ত্রিপুরার প্রাক্তন উপমুখ্যমন্ত্রী জিষ্ণুদেব বর্মাকে তেলেঙ্গানার রাজ্যপাল করা হয়েছে। ঝাড়খণ্ডের নতুন রাজ্যপাল প্রাক্তন কেন্দ্রীয় শ্রমমন্ত্রী সন্তোষকুমার গাঙ্গওয়ার।মহারাষ্ট্রের বর্ষীয়ান বিজেপি নেতা হরিভাউ কিষাণরাও বাগদেকে রাজস্থানের নতুন রাজ্যপাল হিসাবে নিয়োগ করা হয়েছে। কেন্দ্রশাসিত অঞ্চল পুদুচেরীর লেফ্‌টেন্যান্ট গভর্নর হিসাবে নিয়োগ করা হয়েছে নরেন্দ্র মোদি ঘনিষ্ঠ প্রাক্তন আইএএস (IAS) অফিসার কে কৈলাসনাথনকে। কর্নাটকের প্রাক্তন সাংসদ সিএইচ বিজয়শঙ্করকে মেঘালয়ের রাজ্যপাল হিসাবে নিয়োগ করেছেন রাষ্ট্রপতি। অসমের প্রাক্তন সাংসদ রেমন ডেকাকে ছত্তিশগড়ের দায়িত্ব দেওয়া হয়েছে। কর্নাটকের প্রাক্তন সাংসদ সিএইচ বিজয়শঙ্করকে মেঘালয়ের রাজ্যপাল হিসাবে নিয়োগ করেছেন দ্রৌপদী মুর্মু।