মানুর হাত ধরে ২০২৪ প্যারিস অলিম্পিক্সে পদক জয় ভারতের

ভারতিয় শুটার মানু ভাকেরকে নিয়ে পদকের প্রত্যাশা ছিল প্রথম থেকেই।

২০২৪ প্যারিস অলিম্পিক্সে ভারতের পদক জয় । এদিন মহিলাদের ১০ মিটার এয়ার পিস্তলে ব্রোঞ্জ পেলেন ভারতীয় শুটারব মানু ভাকের। এর সুবাদে প্যারিস অলিম্পিক্স থেকে ভারতকে প্রথম পদক দিলেন তিনি। মাত্র ০.১ পয়েন্টের জন্য রুপোর পদক হাতছাড়া হয় মানুর।

ভারতিয় শুটার মানু ভাকেরকে নিয়ে পদকের প্রত্যাশা ছিল প্রথম থেকেই। শনিবার কোয়ালিফিকেশন রাউন্ডে তৃতীয় হয়ে ফাইনালে উঠেছিলেন মানু। তবে ফাইনালে তেমন ধারাবাহিক পারফরম্যান্স দেখাতে পারেননি তিনি। শেষ করেন তৃতীয় স্থানে থেকেই। সাতটি শটে তিনি ১০-র কম স্কোর করেন ভারতীয় শুটার।

এদিকে মহিলাদের ১০ মিটার এয়ার পিস্তলে অলিম্পিক্সে রেকর্ড গড়ে সোনা জেতেন দক্ষিণ কোরিয়ার ও ইয়ে জিন। তাঁর স্কোর ২৪৩.২। রুপো জয় দক্ষিণ কোরিয়ারই কিম ইয়েজি। তাঁর স্কোর ২৪১.৩। মানু করেন ২২১.৭ স্কোরে।

আরও পড়ুন- প্যারিস অলিম্পিক্সে ১০ মিটার এয়ার রাইফেলের ফাইনালে রমিতা জিন্দাল


Previous articleবিবাহিত হয়েও তৃতীয় ব্যক্তির সঙ্গে লিভ ইন সম্পর্ক বেআইনি, মন্তব্য পঞ্জাব ও হরিয়ানা হাই কোর্টের
Next articleআনন্দপুরের ব্যবসায়ী খুনের ঘটনায় নয়া মোড়! কলকাতা পুলিশের জালে অভিযুক্ত জাকির