Thursday, December 18, 2025

কালনায় নেতার গু.ন্ডামির ভিডিয়ো প্রকাশ্যে, চাঞ্চল্য এলাকায়

Date:

Share post:

ফের সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হল গুন্ডামির ভিডিয়ো। এবার কাটোয়ায় অভিযুক্ত নেতা গোপাল তিওয়ারির গুন্ডাগিরি প্রকাশ্যে এল। অভিযোগ, পাঁচিল দেওয়া নিয়ে বিবাদের জেরে এক মহিলাকে বাড়িতে ঢুকে বেধড়ক মারধর করেন তিনি। রেহাই পাননি মহিলার পরিবারের অন্যান্য সদস্যরাও। ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যাচ্ছে. গোপাল তিওয়ারি এক মহিলাকে বেধড়ক মারতে মারতে ঘর থেকে বার করে নিয়ে আসছেন। আসে পাশে থাকা পুরুষদেরও মারধর করছেন তিনি। পালটা সেই ব্যক্তিরাও হাত চালাচ্ছেন। যদিও এই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি বিশ্ব বাংলা সংবাদ।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, কালনা শহরের দেবনাথপাড়ায় একটি জমিতে পাঁচিল দেওয়াকে কেন্দ্র করে গোপাল তিওয়ারির সঙ্গে ওই পরিবারের বিবাদ চলছিল। সেজন্য দলবল নিয়ে সেই বাড়িতে যান গোপালবাবু। সেখানে পাঁচিল দিতে বাধা দেওয়ায় নারী – পুরুষ নির্বিশেষে মারধর করেন তিনি। গোপালবাবুর বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করেছে পরিবারটি। পাল্টা গোপালবাবুর দাবি, তাকে একটি জমিতে পাঁচিল দিতে বাধা দেওয়া হচ্ছে। এই নিয়ে বিবাদের জেরে তার স্ত্রীকে মারধর করেছে ওই পরিবারের সদস্যরা। তা নিয়ে কথা বলতে গেলে পরিবারের লোকেরা তাকে ডেকে ঘরে নিয়ে গিয়ে মারধর করেন । হামলার হাত থেকে বাঁচতে পালটা হাত চালাতে থাকেন তিনি। সেই ভিডিয়ো ভাইরাল করে তাঁর বিরুদ্ধে মারধরের অভিযোগ আনা হচ্ছে।

এমনকী, মারধরের জেরে তাঁর আঙুলে চোট লেগেছে বলেও দাবি করেন তিনি।ভিডিয়োকে হাতিয়ার করে তৃণমূলকে আক্রমণ করেছে বিজেপি। কালনার তৃণমূল বিধায়ক দেবপ্রসাদ বাগ বলেছেন, ‘মারামারি একটা হয়েছে। শুনলাম গোপাল জমিটা কিনেছে। কিন্তু সেখানে পাঁচিল দিতে বাধা দেওয়া হচ্ছে। পাঁচিল দিলে বারবার ভেঙে দেওয়া হচ্ছে। কী ঘটেছে পুলিশ তদন্ত করে দেখুক।’

 

spot_img

Related articles

মাঝআকাশে টায়ার ফেটে কোচিতে জরুরি অবতরণ এয়ার ইন্ডিয়ার বিমানের

বৃহস্পতিবার মাঝআকাশে ফাটল এয়ার ইন্ডিয়ার একটি বিমানের টায়ার। যান্ত্রিক ত্রুটির কবলেও পড়ে বিমানটি। যাত্রী নিরাপত্তার কথা ভেবেই পাইলট...

মুস্তাফিজুরের পুরো মরশুম খেলা নিয়ে প্রশ্ন, পাথিরানাকে নেওয়াও ঝুঁকিপূ্র্ণ সিদ্ধান্ত!

মোটা অঙ্কের টাকা নিয়েই নিলামে নেমেছিল কেকেআর(KKR)। ফলে মিনি নিলামে পছন্দের ক্রিকেটারদের দলে নিতে দেদার হাতে খরচ করেছেন...

বাংলা সব ধর্মকে সম্মান করে: ক্রিসমাস ফেস্টিভ্যালের উদ্বোধন মঞ্চে বার্তা মুখ্যমন্ত্রীর, দিলেন ভালো থাকার টিপস্

বাংলা সব ধর্মকে সম্মান করে। তবু কেউ কেউ রাজ্যকে বদনাম করার চেষ্টা করেন। বৃহস্পতিবার কলকাতা ক্রিসমাস ফেস্টিভ্যালের উদ্বোধন...

২০১৬-র SSC-র গ্রুপ সি-ডির যোগ্য তালিকা প্রকাশে হাই কোর্টের রায় কেপ্ট ইন অ্যাবায়েন্সের নির্দেশ সুপ্রিম কোর্টের

স্কুল সার্ভিস কমিশন(এসএসসি)-র ২০১৬ নিয়োগ প্রক্রিয়ায় গ্রুপ সি ও গ্রুপ ডি-র যোগ্য প্রার্থী তালিকা প্রকাশ করার জন্য যে...