Saturday, August 23, 2025

ফের সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হল গুন্ডামির ভিডিয়ো। এবার কাটোয়ায় অভিযুক্ত নেতা গোপাল তিওয়ারির গুন্ডাগিরি প্রকাশ্যে এল। অভিযোগ, পাঁচিল দেওয়া নিয়ে বিবাদের জেরে এক মহিলাকে বাড়িতে ঢুকে বেধড়ক মারধর করেন তিনি। রেহাই পাননি মহিলার পরিবারের অন্যান্য সদস্যরাও। ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যাচ্ছে. গোপাল তিওয়ারি এক মহিলাকে বেধড়ক মারতে মারতে ঘর থেকে বার করে নিয়ে আসছেন। আসে পাশে থাকা পুরুষদেরও মারধর করছেন তিনি। পালটা সেই ব্যক্তিরাও হাত চালাচ্ছেন। যদিও এই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি বিশ্ব বাংলা সংবাদ।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, কালনা শহরের দেবনাথপাড়ায় একটি জমিতে পাঁচিল দেওয়াকে কেন্দ্র করে গোপাল তিওয়ারির সঙ্গে ওই পরিবারের বিবাদ চলছিল। সেজন্য দলবল নিয়ে সেই বাড়িতে যান গোপালবাবু। সেখানে পাঁচিল দিতে বাধা দেওয়ায় নারী – পুরুষ নির্বিশেষে মারধর করেন তিনি। গোপালবাবুর বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করেছে পরিবারটি। পাল্টা গোপালবাবুর দাবি, তাকে একটি জমিতে পাঁচিল দিতে বাধা দেওয়া হচ্ছে। এই নিয়ে বিবাদের জেরে তার স্ত্রীকে মারধর করেছে ওই পরিবারের সদস্যরা। তা নিয়ে কথা বলতে গেলে পরিবারের লোকেরা তাকে ডেকে ঘরে নিয়ে গিয়ে মারধর করেন । হামলার হাত থেকে বাঁচতে পালটা হাত চালাতে থাকেন তিনি। সেই ভিডিয়ো ভাইরাল করে তাঁর বিরুদ্ধে মারধরের অভিযোগ আনা হচ্ছে।

এমনকী, মারধরের জেরে তাঁর আঙুলে চোট লেগেছে বলেও দাবি করেন তিনি।ভিডিয়োকে হাতিয়ার করে তৃণমূলকে আক্রমণ করেছে বিজেপি। কালনার তৃণমূল বিধায়ক দেবপ্রসাদ বাগ বলেছেন, ‘মারামারি একটা হয়েছে। শুনলাম গোপাল জমিটা কিনেছে। কিন্তু সেখানে পাঁচিল দিতে বাধা দেওয়া হচ্ছে। পাঁচিল দিলে বারবার ভেঙে দেওয়া হচ্ছে। কী ঘটেছে পুলিশ তদন্ত করে দেখুক।’

 

Related articles

সঠিক পরিকল্পনাই ডায়মন্ডহারবারের সাফল্যের চাবিকাঠি, মনে করছেন আকাশ বন্দ্যোপাধ্যায়

মাত্র তিন বছরের ক্লাব। কিন্তু কী অসাধারণ সাফল্য। কলকাতা লিগ, আইলিগ থ্রি থেকে আইলিগ টু জিতে এবার আইলিগের...

অসংগঠিত শ্রমিক-ক্ষেত্রে পথ দেখাচ্ছে বাংলা: সাহায্য পেলেন ৭২০ শ্রমিক

একের পর এক নতুন প্রকল্প, অসংগঠিত শ্রমিকদের দাবিদাওয়া নিয়ে লাগাতার আলোচনা, তাঁদের পরিবারের প্রতি নজর রাখার ব্যাপারে তৎপর...

প্রাপ্য চায় বাংলা, উপহার না: মোদিকে জবাব তৃণমূলের

বাংলার মানুষ উপহার চায় না, প্রাপ্য চায়। উপহার দিয়ে বাংলার মানুষকে অপমান করবেন না। বাংলায় বরাদ্দ নিয়ে শুক্রবার...

অনুপ্রবেশ ঠেকাতে ব্যর্থ শাহ, শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা মোদির: কটাক্ষ তৃণমূলের

অনুপ্রবেশ ইস্যুকে বার বার জাগিয়ে তুলে কেন্দ্রের বিজেপি সরকার আদতে নিজেদের ভুল নিজেরাই চোখ আঙুল দিয়ে দেখিয়ে দেয়।...
Exit mobile version