Thursday, November 6, 2025

বোতলবন্দি কেনা জল খেয়ে অসুস্থ , চিকিৎসকের প্রেসক্রিপশন নিয়ে হাই কোর্টে ভুক্তভোগী

Date:

বোতলবন্দি কেনা জল খেয়ে অসুস্থ হয়ে পড়েছেন। পেটের গোলমালে শয্যাশায়ী অবস্থা। চিকিৎসকের পরামর্শে সাত দিন বাড়ির বাইরে বের হননি। চিকিৎসকের প্রেসক্রিপশন নিয়ে আদালতের দ্বারস্থ হয়েছেন হাওড়ার এক বাসিন্দা। পানীয় জলের ব্যবসায়ীর বিরুদ্ধে পদক্ষেপ করার আর্জি জানিয়ে কলকাতা হাই কোর্টে জনস্বার্থ মামলা দায়ের করেছেন তিনি। বিষয়টি নিয়ে তদন্ত করারও দাবি জানিয়েছেন তিনি।। প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানম এবং বিচারপতি হিরণ্ময় ভট্টাচার্যের ডিভিশন বেঞ্চে মামলা গৃহীত হয়েছে। চলতি সপ্তাহে শুনানির সম্ভাবনা রয়েছে।

জানা গিয়েছে, হাওড়ার গিরিশ ঘোষ ব্যানার্জী লেনের এক পানীয় জলের ব্যবসায়ীর থেকে ২০ লিটারের জলের জার কেনেন ওই এলাকার বাসিন্দা রঞ্জিতকুমার পান্ডে। তার অভিযোগ, ওই জল খেয়ে তিনি অসুস্থ হয়েছেন। চিকিৎসা করাতে হয়েছে। ওই এলাকার অনেকের মধ্যে একই সমস্যা দেখা গিয়েছে। গুণগত ভাবে ওই পানীয় জলের মান অত্যন্ত খারাপ। আদালতে তার দাবি, তিনি জেনেছেন ওই পানীয় জলের ব্যবসায়ী বেআইনি ভাবে ব্যবসা করছেন। তার কোনও বৈধ লাইসেন্স নেই। তা সত্ত্বেও ২০ লিটাররের জারে জল ভরে একটি গাড়িতে করে পানীয় জল সরবরাহ করেন। বিষয়টি নিয়ে তিনি হাওড়া পুরসভা, পুলিশের কাছে অভিযোগ জানিয়েছিলেন। কিন্তু তাতে কোনও কাজ হয়নি। তাই হাই কোর্টে জনস্বার্থ মামলা দায়ের করার সিদ্ধান্ত নেন। হাই কোর্টের কাছে তাঁর আর্জি, আপাতত ওই জল সরবরাহ করা বন্ধ করা হোক। ওই ব্যবসায়ীর বিরুদ্ধে উপযুক্ত ব্যবস্থা নেওয়ারও দাবি জানিয়েছেন তিনি।

 

Related articles

তারাসুন্দরীর মঞ্চে ম্যাজিক দেখালেন গার্গী

কুণাল ঘোষ বাংলার নাট্যমঞ্চে ইতিহাসের পাতাকে পুনরুজ্জীবিত করেই এক নতুন ইতিহাস লেখা হল। লিখলেন অভিনেত্রী গার্গী রায়চৌধুরী (Gargi Raychowdhuri),...

হাসপাতালে স্থিতিশীল জিতু, বুধের রাতেই হঠাৎ অসুস্থ সৌমিতৃষা!

শারীরিক অসুস্থতার কারণে হাসপাতালে ভর্তি অভিনেতা জিতু কামাল (Actor Jeetu Kamal)আপাতত স্থিতিশীল। ৫ নভেম্বর ধান্যকুড়িয়ায় শ্রাবন্তী চট্টোপাধ্যায়ের (Srabanti...

বিধানসভা নির্বাচনের প্রথম দফায় আজ বিহারে ১২১ কেন্দ্রে ভোটগ্রহণ

আজ থেকে শুরু হল বিহার বিধানসভা নির্বাচন। বৃহস্পতিবার প্রথম দফার ভোটগ্রহণ (Bihar Election 2026 First Phase)।এই পর্বে মোট...

KIFF: সিনেপার্বণের সূচনায় আজ শহরে নক্ষত্র সমাবেশ, বিকেলে ফিল্মোৎসবের উদ্বোধনে মুখ্যমন্ত্রী

রুপোলি সিনেমা শহরে দিল পা, বছর ঘুরে আবার এল কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব (31st Kolkata International Film Festival...
Exit mobile version