Monday, November 3, 2025

বিদেশে পড়তে গিয়ে গত ৫ বছরে ভারতীয় পড়ুয়াদের রেকর্ড মৃত্যু! কেন্দ্রীয় প্রতিমন্ত্রীর রিপোর্টে চাঞ্চল্য

Date:

বিদেশে (Foreign) পড়তে গিয়ে রেকর্ড মৃত্যু ভারতীয় পড়ুয়ার (Indian Student)! গত ৫ বছরে বিদেশে পড়তে গিয়ে মৃত্যু হয়েছে ৬৩৩ পড়ুয়ার। লোকসভায় (Loksabha) সম্প্রতি এমনই পরিসংখ্যান তুলে ধরেছেন বিদেশমন্ত্রকের প্রতিমন্ত্রী কীর্তিবর্ধন সিং (Kirti Bardhan Singh)। কিন্তু লাগাতার ছাত্র মৃত্যুর পিছনে কী কারণ রয়েছে তাও জানানো হয়েছে রিপোর্টে। সেখানে স্পষ্ট উল্লেখ, প্রাকৃতিক কারণ ছাড়াও এর পিছনে অনেক কারণ রয়েছে। তবে বিগত ৫ বছরে সবচেয়ে বেশি ভারতীয় পড়ুয়ার কানাডাতে মৃত্যু হয়েছে বলে খবর। সেখানে ১৭২ ভারতীয় ছাত্রের প্রাণহানির ঘটনা ঘটেছে। তবে বিদেশমন্ত্রকের প্রতিমন্ত্রীর এমন রিপোর্ট দেখে একাধিক প্রশ্ন সামনে আসছে। শুধু বিদেশেই কেন? কোটা-সহ দেশের বহু বিশ্ববিদ্যালয়েও ছাত্রমৃত্যুর সংখ্যা নেহাত কম নয়। বিরোধীদের প্রশ্ন, যেখানে দেশের শিক্ষাব্যবস্থার এই হাল, নিটে প্রশ্নফাঁসের মতো বিষয় সামনে এসেছে। সেখানে বিদেশমন্ত্রকের প্রতিমন্ত্রী কেন শুধুমাত্র বিদেশে পড়তে গিয়ে ভারতীয় পড়ুয়াদের মৃতের সংখ্যা তুলে ধরলেন?

রিপোর্টে দেখা যাচ্ছে কানাডার পর তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে আমেরিকা। এখানে ১০৮ ভারতীয় ছাত্রের মৃত্যু হয়েছে গত ৫ বছরে। অন্যদিকে ইংল্যান্ডে ৫৮, অস্ট্রেলিয়ায় ৫৭, রাশিয়ায় ৩৭, ইউক্রেনে ১৮, জার্মানিতে ২৪ এবং জর্জিয়া, কিরঘিজস্তান ও সাইপ্রাসে ১২ এবং চিনে ৮ জন ভারতীয় পড়ুয়ার মৃত্যু হয়েছে গত ৫ বছরে। কেন্দ্রীয় মন্ত্রীর দাবি, প্রাকৃতিক কারণ ছাড়াও মৃত ৬৩৩ পড়ুয়ার মধ্যে আততায়ী হামলায় মৃত্যু হয়েছে ১৯ জনের। কানাডাতে খুন হয়েছেন ৯ জন। আমেরিকায় আততায়ী হামলায় প্রাণ হারিয়েছেন ৬ জন।

পাশাপাশি রিপোর্টে উল্লেখ গত তিন বছরে ৪৮ ভারতীয় ছাত্রকে যুক্তরাষ্ট্র থেকে নির্বাসিত করা হয়েছে। তবে কী কারণে নির্বাসন সে সম্পর্কে কোনও নির্দিষ্ট রিপোর্ট সরকারের কাছে নেই। তবে সংসদে দাঁড়িয়ে কীর্তিবর্ধন বলেন, বিদেশের মাটিতে ভারতীয় পড়ুয়াদের মৃত্যুর ঘটনায় যথেষ্ট উদ্বিগ্ন ভারত সরকার। ইতিমধ্যে গত পাঁচ বছরে বিদেশে ভারতীয় ছাত্রমৃত্যুর ৬৩৩ টি ঘটনা রিপোর্ট করা হয়েছে। সাফ জানানো হয়েছে, প্রাকৃতিক কারণ ছাড়াও দুর্ঘটনা, চিকিৎসা, হামলা-সহ বিভিন্ন কারণে পড়ুয়াদের মৃত্যু হয়েছে।

Related articles

তিন জেলায় চলবে নজরদারি! এসআইআর পরিদর্শনে আসছে কমিশনের বিশেষ দল

ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনী (এসআইআর) প্রক্রিয়া চলাকালীন রাজ্যে আসছে নির্বাচন কমিশনের বিশেষ পরিদর্শক দল। কমিশন সূত্রে জানা...

এসআইআর চলাকালীন এলাকায় থাকতে হবে মন্ত্রীদের, কড়া নির্দেশ মুখ্যমন্ত্রীর

রাজ্যজুড়ে মঙ্গলবার থেকে শুরু হচ্ছে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনী প্রক্রিয়া (এসআইআর)। এই প্রক্রিয়ায় বাড়ি বাড়ি গিয়ে ভোটারদের...

বিশ্বকাপ জিতেই মোটা অঙ্কের আর্থিক পুরস্কার, আয়ে পলাশকে কতটা টেক্কা দিলেন স্মৃতি?

বিশ্বকাপ জিতেই বিয়ের পিঁড়িতে বসার সিদ্ধান্ত নিয়েছেন স্মৃতি মান্ধানা (Smriti Mandhana) । আগামী কয়েকদিনের মধ্যেই জীবনের দ্বিতীয় ইনিংস...

ঝাড়গ্রামে শিল্পের প্রসারে বড় পদক্ষেপ, জমি ফ্রি-হোল্ডে রূপান্তরের সিদ্ধান্ত রাজ্যের

শিল্পে বিনিয়োগের গতি বাড়াতে আরও এক গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিল রাজ্য সরকার। সোমবার নবান্নে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সভাপতিত্বে অনুষ্ঠিত...
Exit mobile version