তৃণমূল ছাত্র পরিষদ বা টিএমসিপির প্রতিষ্ঠা দিবসকে ঘিরে সাজ সাজ রব। ২৮ অগাস্ট দিনটিকে সাফল্যের সঙ্গে উদযাপন করতে প্রস্তুতি তুঙ্গে। হাতে সময় আর মাত্র ১ মাস। তাই রবিবার ২৮ জুলাই থেকেই সোশ্যাল মিডিয়ায় শুরু হয়ে গেল টিএমসিপির প্রচার কর্মসূচি। ‘বাকি মাত্র ১ মাস’, এই স্লোগানকে সামনে রেখে বিভিন্ন অ্যানিমেটেড ছবি দিয়ে শুরু হয়েছে টিএমসিপি-র প্রচার। সোশ্যাল মিডিয়ার বাইরেও শুরু আনুষ্ঠানিক ভাবে শুরু হয়েছে এই কর্মসূচি।
এরই পাশাপাশি, এবারই প্রথম ২৮ অগাস্টের জন্য তৈরি হচ্ছে টিএমসিপি-র পোস্টার। আগামী ১ অগাস্ট ময়দানে গান্ধি মূর্তির তলায় আনুষ্ঠানিক ভাবে প্রকাশিত হবে এই পোস্টার। এখন চলছে তারই শেষ পর্যায়ের প্রস্তুতি। ২৮ অগাস্টের প্রচারে এবার থাকছে গানও। সবমিলিয়ে প্রতিষ্ঠা দিবসকে সফল করতে কিছুই বাদ দিচ্ছেন না সংগঠনের নেতৃবন্দ। টিএমসিপির অন্দরে এখন তৎপরতা একেবারে তুঙ্গে।
আগামী ৩ অগাস্ট মালদায় হবে প্রথম প্রশিক্ষণ শিবির। সেখানে উত্তরবঙ্গের সমস্ত কলেজ থেকে ছাত্র-ছাত্রীরা উপস্থিত থাকবেন। এখনও পর্যন্ত ঠিক হয়েছে ৩টি প্রশিক্ষণ শিবির হবে। মালদা ছাড়াও আরও দুটি শিবির হবে পশ্চিম মেদিনীপুর ও বর্ধমানে। যে জেলায় প্রশিক্ষণ শিবির হবে সেই জেলা তো বটেই, আশপাশের জেলাগুলি থেকেও ছাত্র-ছাত্রীরা আসবেন এই প্রশিক্ষণ শিবিরে।