দিল্লির জলমগ্ন কোচিং সেন্টারে মৃত্যুর ঘটনায় গ্রেফতার ২, বেসমেন্টে ব্যবসা নিয়ে প্রশ্ন

দিল্লির রাজেন্দ্রনগরে কোচিং সেন্টারে (IAS Coaching centre, Rajendra Nagar) জল ঢুকে তিন IAS পড়ুয়ার মৃত্যুতে সেখানকার মালিক এবং কো-অর্ডিনেটরকে গ্রেফতার করল পুলিশ। শনিবার সন্ধ্যায় অত্যধিক বৃষ্টির কারণে রাজধানীর রাস্তায় জল জমে যায়। সেই সময় বেসমেন্টের ওই লাইব্রেরিতে অন্তত ৩০ জন ছাত্রছাত্রী পড়াশোনা করছিলেন। অন্যান্য দিন সন্ধ্যা ৭টার মধ্যে লাইব্রেরি বন্ধ হয়ে গেলেও শনিবার তা বন্ধ করা যায়নি। বাইরে বৃষ্টি বাড়তে থাকায় কিছুক্ষণ পর বেসমেন্টে হু হু করে জল ঢুকতে শুরু করে। একটি মাত্র দরজার কারণে অনেকেই বেরোতে পারেননি। খবর যায় দমকলে, দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় NDRF কর্মীরা। ততক্ষণে জলে ডুবে দুই মহিলা সহ তিন পড়ুয়ার মৃত্যু হয়েছে। এরপরই পার্কিংয়ের জায়গায় কোচিং সেন্টার নিয়ে প্রশ্ন উঠতে শুরু করে। তদন্তে পুলিশ।

কোচিং কর্তৃপক্ষ জানিয়েছে বেসমেন্টে লাইব্রেরির পাশাপাশি একটি ক্লাসরুমও ছিল। চলতি মাসেই দিল্লির দমকল দফতরের কাছ থেকে ছাড়পত্র পেয়েছিল ওই কোচিং সেন্টার। সেই সংক্রান্ত নথি অনুযায়ী সেন্টারে অগ্নিনির্বাপণ ব্যবস্থা রয়েছে। তবে বেসমেন্ট আবাসনের নিয়ম অনুযায়ী কোচিং সেন্টার চালানো হয়নি। প্রাথমিকভাবে মনে করা হচ্ছে নিকাশি ব্যবস্থার দিকে খুব বেশি লক্ষ্য না দেওয়ার কারণে এই দুর্ঘটনা। কেন সেন্টারে ঢোকার এবং বেরোনোর জন্য একটি মাত্র দরজা রাখা হয়েছিল তাও খতিয়ে দেখছে পুলিশ।


Previous articleআনন্দপুরের ব্যবসায়ী খুনের ঘটনায় নয়া মোড়! কলকাতা পুলিশের জালে অভিযুক্ত জাকির
Next articleলঙ্কানদের বিরুদ্ধে খেলতে নেমে বিরাট রেকর্ড স্পর্শ সূর্যের