জয় দিয়ে ডুরান্ড কাপের অভিযান শুরু ইস্টবেঙ্গলের, ভারতীয় বায়ুসেনাকে হারালো ৩-১ গোলে

ছবি : দেবস্মিত মুখোপাধ্যায়

জয় দিয়ে ডুরান্ড কাপের অভিযান শুরু করল ইস্টবেঙ্গল এফসি। এদিন ১ গোলে পিছিয়ে থেকেও ভারতীয় বায়ুসেনাকে হারালো ৩-১ গোলে। লাল-হলুদের গোল তিনটি করেন ডেভিড, দিমিত্রিয়স দিয়ামানতাকোস এবং ক্রেসপো। ইস্টবেঙ্গলের হয়ে নজর কাড়েন মাদিহ তালাল। ম্যাচের সেরাও হন তিনি।

ম্যাচে এদিন প্রথম থেকেই চলে আক্রমন প্রতি আক্রমণের লড়াই। তবে ম্যাচের শুরুতে এগিয়ে যায় ভারতীয় বায়ুসেনা। ম্যাচের ১৯ মিনিটে এগিয়ে যায় ইন্ডিয়ান এয়ার ফোর্স। ভারতীয় বায়ুসেনাকে গোল করে এগিয়ে দেন সোমানন্দ সিং। ডান দিক থেকে ক্রস ভাসিয়েছিলেন সৌরভ সাধুখাঁ। প্রথম পোস্টে ছিলেন সোমানন্দ সিং। চকিতে হেড করে বল জালে জড়িয়ে দেন তিনি। এরপর আক্রমণে ঝাঁঝ বাড়ায় কার্লোস কুয়াদ্রাতের দল। যার ফলে ম্যাচের ৪৩ মিনিটে সমতা ফেরায় লাল-হলুদ। মাদিহ তালালের দুর্দান্ত পাস থেকে ইস্টবেঙ্গলের হয়ে ১-১ করেন ডেভিড । প্রথমার্ধে ম্যাচের ফলাফল থাকে ১-১।

দ্বিতীয়ার্ধে আক্রমণে ঝাঁঝ বাড়ায় ইস্টবেঙ্গল। দ্বিতীয়ার্ধের শুরুতে দিয়ামানতাকোসকে নামান কুয়াদ্রাত। মাঠে নেমেই গোলের মুখ খোলেন দিয়ামানতাকোস। ম্যাচের ৬১ মিনিটে গোল করফেন তিনি। হেডে গোল করেন গ্রিসের ফুটবলার। এরপর ম্যাচের ৬৮ মিনিটে ফের গোলের মুখ খোলে ইস্টবেঙ্গল। লাল-হলুদকে ৩-১ গোল করে এগিয়ে দেন ক্রেসপো। এরপর ফের আক্রমণে ঝাঁপায় লাল-হলুদ। তবে গোলের ব্যবধান বাড়াতে পারেনি কুয়াদ্রাতের দল।

আরও পড়ুন- নাদালকে উড়িয়ে অলিম্পিক্সের তৃতীয় রাউন্ডে জোকোভিচ