Saturday, August 23, 2025

কলকাতা-সহ রাজ্যের বিভিন্ন প্রান্তে বৃষ্টি! সপ্তাহান্তে কেমন থাকবে আবহাওয়া? বড় আপডেট আলিপুরের

Date:

Share post:

চলতি সপ্তাহে উত্তর থেকে দক্ষিণের সব জেলাতেই বিক্ষিপ্ত বৃষ্টির (Rain) পূর্বাভাস আলিপুর আবহাওয়া দফতরের (Alipore Weather Office)। সোমবার হাওয়া অফিস জানিয়েছে এদিন বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে কয়েকটি জেলাতে। তবে বুধ ও বৃহস্পতিবার দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বৃষ্টির সম্ভাবনা বাড়বে বলেই জানিয়েছে আলিপুর। অন্যদিকে শনিবার থেকে উত্তরবঙ্গে বৃষ্টি কমার পূর্বাভাস দেওয়া হয়েছে। সোমবারও কলকাতার আকাশ মূলত মেঘলা থাকবে। হালকা থেকে মাঝারি বৃষ্টির সামান্য সম্ভাবনা রয়েছে কলকাতাতে। কখনও আংশিক মেঘলা আকাশও হবে। তবে জলীয় বাষ্প থাকার কারণে আর্দ্রতা জনিত অস্বস্তি বাড়বে। সামান্য তাপমাত্রাও বাড়তে পারে। সোমবার সকালে শহরের সর্বনিম্ন তাপমাত্রা (Temperature) ছিল ২৮.২ ডিগ্রি। রবিবার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩২.৭ ডিগ্রি।
আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, সোমবার থেকেই দক্ষিণবঙ্গের বিভিন্ন প্রান্তে বিক্ষিপ্ত বৃষ্টি শুরু হবে। সপ্তাহের মাঝে বুধ ও বৃহস্পতিবার রাজ্যের বেশ কয়েকটি জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আগামী সাত দিন দক্ষিণবঙ্গে স্বাভাবিক বা স্বাভাবিকের থেকে বেশি বৃষ্টি হতে পারে বলে খবর। সোমবার বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা বেশি উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পুরুলিয়া, পূর্ব ও পশ্চিম বর্ধমান জেলাতে। অন্যদিকে, মঙ্গলবারও ওয়াইড স্প্রেইড রেইনের পূর্বাভাস রয়েছে। ভারী বৃষ্টি হতে পারে পূর্ব মেদিনীপুর ও দক্ষিণ ২৪ পরগনা জেলাতে। বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা বেশি থাকবে উত্তর ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম এবং পূর্ব ও পশ্চিম বর্ধমান বীরভূম জেলাতে।
অন্যদিকে বুধবার বৃষ্টির পরিমাণ বাড়বে। ওইদিন উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর জেলাতে ভারী বৃষ্টি হতে পারে। কলকাতা সহ দক্ষিণবঙ্গের সব জেলাতেই বজ্রবিদ্যুৎসহ হালকা মাঝারি বৃষ্টির পূর্বাভাস মিলেছে। এরপর বৃহস্পতিবার বৃষ্টির পরিমাণ আরও বাড়বে। সপ্তাহের মাঝে ভারী বৃষ্টির সম্ভাবনা উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম বর্ধমান, নদিয়া, মুর্শিদাবাদ ও বীরভূম জেলাতে। তবে শুধু দক্ষিণেই নয়, উত্তরেও সপ্তাহ জুড়ে ঝড়বৃষ্টি চলবে। বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে উপরের দিকের পাঁচ জেলাতে। বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্তভাবে দু-এক জায়গায় বৃষ্টি হতে পারে মালদা ও দুই দিনাজপুরে। শনিবার থেকে বৃষ্টির পরিমাণ কমবে উত্তরবঙ্গে। সোমবার ভারী বৃষ্টি হতে পারে কালিম্পং জলপাইগুড়ি জেলাতে। এছাড়াও বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হবে দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, মালদহ এবং উত্তর দিনাজপুরে।

spot_img

Related articles

প্রাপ্য চায় বাংলা, উপহার না: মোদিকে জবাব তৃণমূলের

বাংলার মানুষ উপহার চায় না, প্রাপ্য চায়। উপহার দিয়ে বাংলার মানুষকে অপমান করবেন না। বাংলায় বরাদ্দ নিয়ে শুক্রবার...

অনুপ্রবেশ ঠেকাতে ব্যর্থ শাহ, শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা মোদির: কটাক্ষ তৃণমূলের

অনুপ্রবেশ ইস্যুকে বার বার জাগিয়ে তুলে কেন্দ্রের বিজেপি সরকার আদতে নিজেদের ভুল নিজেরাই চোখ আঙুল দিয়ে দেখিয়ে দেয়।...

রাজ্যে শুরু SIR প্রস্তুতি: একাধিক পদক্ষেপ নির্বাচন কমিশনের

গোটা দেশেই এসআইআর লাগু হবে ঘোষণা করে দিয়েছিলেন মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার (Gyanesh Kumar)। বিহারে ৬৫ হাজার...

আস্থা কোথায়? প্রধানমন্ত্রীর সভার দিন বুঝিয়ে দিলেন দিলীপ, কটাক্ষ তৃণমূলের

দৃশ্য এক, বিজেপির নক্ষত্রখচিত মঞ্চ। মালা, উত্তরীয়তে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে (Narendra Modi) বরণ করছেন একের পর এক বঙ্গবিজেপির...