Saturday, May 3, 2025

পরিচালক-টেকনিশিয়ান দ্বন্দ্ব: টলিপাড়ায় হচ্ছে না শুটিং! সমাধানে দফায় দফায় বৈঠক

Date:

পরিচালক রাহুল মুখোপাধ্যায়কে (Rahul Mukherjee) নিয়ে রীতিমতো উত্তপ্ত পরিস্থিতি টালিগঞ্জের (Tollygaunge) স্টুডিও পাড়ায়। পূর্বনির্ধারিত সিদ্ধান্ত অনুযায়ী সোমবার থেকেই অনির্দিষ্ট কর্মবিরতি শুরু পরিচালকদের। রবিবার রাতে বিজ্ঞপ্তি দিয়ে ডিরেক্টর্স অ্য়াসোসিয়েশন অফ ইস্টার্ন ইন্ডিয়া মোশান পিকচার্স এমন খবর জানিয়েছিল। আর সেই মতোই এদিন সকাল থেকেই রীতিমতো থমথমে টলিপাড়া। টেকনিশিয়ান স্টুডিও থেকে দাশানি স্টুডিও তথা গোটা সিনেমাপাড়ায় আজ অদ্ভুত নিস্তব্ধতা। লাইট, ক্যামেরার পাশাপাশি একেবারে শুনশান অবস্থা। তবে গিল্ড সাফ জানিয়েছে, আজ সোমবার থেকে যত দিন পর্যন্ত না পরিচালকদের সমস্যার সমাধান হচ্ছে তত দিন পর্যন্ত বাংলা ভাষার সমস্ত শুটিং ফ্লোরে সদস্যদের অনুপস্থিত থাকতে অনুরোধ করা হয়েছে।

অন্যদিকে সোমবার ফেডারেশনের তরফে জারি করা বিবৃতিতে লেখা হয়েছে, প্রত্যেক সদস্যদের জানানো হচ্ছে যে আজ কিছু প্রযোজক, পরিচালক ও শিল্পী সংঘবদ্ধ হয়ে ফেডারেশনকে শেষ করে দিতে, আমাদের সকলের রুজি রুটিকে বিপন্ন করতে এবং গুপী শুটিংকে স্বীকৃতি দিতে- তারা গভীর ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে। এই ষড়যন্ত্রের প্রতিবাদে ও মিথ্যা বদনাম দেওয়ার প্রতিবাদে এবং আমাদের অস্তিস্ত্ব ও পেটের অন্ন যোগানোর কর্মস্থলকে শেষ রক্তবিন্দু দিয়ে বাঁচিয়ে রাখার জন্য, বিকেল ৪টেয় টেকনিশিয়ান স্টুডিওতে সকলকে আসার অনুরোধ করা হচ্ছে। অন্যদিকে ইতিমধ্যেই বৈঠকে বসেছেন পরিচালকরাও।

রবিবার পরিচালক সংগঠনের বিবৃতিতে বলা হয়েছে, অধিকাংশ পরিচালক সদস্যদের আবেগ ও মতামতকে গুরুত্ব এবং মান্যতা দিয়েই ফ্লোর বয়কটের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই মর্মে সোশাল মিডিয়াতেও একটি প্রতিবেদন শেয়ার করা হয়েছে। উল্লেখ্য, রবিবার সকাল থেকেই ডিরেক্টর্স গিল্ডের সদস্যরা বিষয়টি নিয়ে দফায় দফায় আলোচনায় বসেন। সেখানেই সিদ্ধান্ত নেওয়া হয় পরিচালকদের সঙ্গে আলোচনা করে স্থির হয়, কলাকুশলীরা রাহুলকে নির্দিষ্ট ছবির পরিচালক হিসেবে মেনে না নিলে, তাঁর সঙ্গে শুটিং করতে রাজি না হলে ২৯ জুলাই অর্থাৎ সোমবার থেকে অসহযোগিতায় যেতে বাধ্য হচ্ছেন। মীমাংসা না হওয়া পর্যন্ত এই অবস্থান থেকে তাঁরা নড়বেন না।

তবে গত কয়েকদিনে একাধিকবার বৈঠকেও মেলেনি কোনও সমাধানসূত্র। তবে সকলেই আশাবাদী খুব শীঘ্রই এই সমস্যার সমাধান হবে। সোমবার থেকে শুরু হওয়া এই আন্দোলনে কতটা সমাধান সূত্র বের হয়, এখন সেটাই দেখার। তবে টলিপাড়ার প্রযোজক পরিচালক থেকে সকলেই আশাবাদী, শীঘ্রই সমস্ত জটিলতা কেটে গিয়ে আবারও নতুন উদ্যোগে শুরু হবে কাজ।

Related articles

পাকিস্তান থেকে পণ্য আমদানিতে না ভারতের, ঢুকবে না পাক পতাকার জাহাজ

জলে মারার পরিকল্পনা বাস্তবায়িত হয়েছে। অপেক্ষা ছিল পাকিস্তানি পণ্যের উপর নিষেধাজ্ঞারও। এবার স্থলপথ ও জলপথে পাকিস্তান থেকে কোনও...

উইকেন্ডে সামান্য কমলো হলমার্ক সোনার দাম! 

শনিবারে সোনার দামে (Gold Price today) বড়সড় পরিবর্তন না হলেও হলমার্ক সোনার দাম ৯০ হাজারের নীচে পৌঁছেছে বলে...

হাই মাদ্রাসা-আলিম-ফাজিল পরীক্ষায় পাশের হার ৯০.৩২ শতাংশ

পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের মাধ্যমিক পরীক্ষার ফল ঘোষণার পরের দিনে হাই মাদ্রাসা বোর্ডের (High Madrasah Examination 2025 results) ফলাফল...

ডবল ইঞ্জিন রাজ্যেই প্রশাসনিক ব্যর্থতা! গোয়ায় পদপিষ্টের ঘটনায় তোপ অভিষেকের

বারবার বিজেপির ডবল ইঞ্জিন রাজ্যগুলিতেই প্রশাসনিক ব্যর্থতার কারণে মৃত্যু মিছিল। অথচ বাংলায় কিছু হলেই সেই দিল্লির বিজেপি নেতারা...
Exit mobile version