Sunday, January 11, 2026

মোদির সফরের আগেই রাশিয়া-ইউক্রেন যুদ্ধে মৃত ভারতীয় যুবক! দেহ ফেরৎ চাইল পরিবার

Date:

Share post:

জুলাই মাসের শুরুতেই জমকালো রাশিয়া সফর করেছিলেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। প্রতিশ্রুতি দিয়েছিলেন রাশিয়ার সঙ্গে আলোচনার মাধ্যমে ভুল পথে রাশিয়া-ইউক্রেন যুদ্ধে যে ভারতীয় যুবকদের আটকে রাখা হয়েছে, তাঁদের মুক্ত করে ভারতে ফেরৎ আনবেন। মাত্র ২০ দিনের মধ্যে সেই ইউক্রেন-রাশিয়া যুদ্ধে ফের মৃত্যু হল এক ভারতীয় যুবকের। এখনও পর্যন্ত মোদির সফরের পরে কোনও ভারতীয়কেই ফিরিয়ে দেয়নি রাশিয়া। অথচ এরই মধ্যে আবার ইউক্রেন সফরের পরিকল্পনা করে ফেলেছেন দেশের প্রধানমন্ত্রী।

একদিকে যখন প্রচার সর্বস্ব প্রধানমন্ত্রী বিশ্বে নিজের ঢেঁড়া পেটাতে ব্যস্ত, তখন দেশের বেকার যুব সম্প্রদায় কাজের সন্ধানে ভুল পথে চালিত হচ্ছে। ঠিক যেভাবে হরিয়ানার কৈথলের বাসিন্দা রবি ভালো উপার্যনের আশায় পাড়ি দিয়েছিলেন রাশিয়া। সেখানেও ছিল সেই এজেন্টের প্রভাব। জানুয়ারিতে আরও বেশ কিছু যুবকের মতো রবিও গিয়েছিল রাশিয়া। তারপর থেকে রবি যে অভিজ্ঞতা পরিবারের সঙ্গে ভাগ করে নিয়েছেন তা শুনলেও হাড়হিম হয়ে যাবে।

বন্দুকের নলের সামনে রেখে রবিকে রাশিয়ার সেনাবাহিনীতে যোগ দিতে বাধ্য করা হয় বলে জানান রবির দাদা অজয়। পরিবারের সঙ্গে শেষবার ১২ মার্চ করা বলেছিলেন রবি। প্রথমে ৬ মার্চ রবিকে যুদ্ধক্ষেত্রে পাঠানো হয়। এরপর ফের ১২ মার্চ পাঠানো হয়। আর এই দ্বিতীয়বার যুদ্ধে গিয়ে আর ফিরে আসেননি তিনি। ২৩ জুলাই রাশিয়া থেকে জানানো হয় রবির মৃত্যু সংবাদ।

যে ছেলের বিদেশে গিয়ে কাজ করে পরিবারের হাতে টাকা তুলে দেওয়ার কথা ছিল, তাঁর পরিবার তাঁকে শেষবার চোখের দেখাও দেখতে পেলেন না। এখন পরিবার চাইছে কোনওভাবে যেন তাঁদের ঘরের ছেলের দেহ ফিরে আসে তাঁদের কাছে। কিন্তু সেখানেও সনাক্তকরণ নিয়ে তৈরি হয়েছে সমস্যা। পরিবারের ডিএনএ পাঠানো হয়েছে যুদ্ধে ক্ষতবিক্ষত রবির দেহ সনাক্ত করার জন্য। নরেন্দ্র মোদির ইউক্রেন সফর সম্ভাব্য ২৩ অগস্ট। তার আগে ঘরের ছেলের দেহ ফেরৎ চাইছেন প্রয়াত রবির পরিবার।

spot_img

Related articles

দুই মলাটে অলোকের আত্মজীবনী, উদ্বোধনী অনুষ্ঠানে চাঁদের হাঁট

প্রকাশিত হল  প্রাক্তন ফুটবলার আলোক মুখোপাধ্যায়ের(Alok Mukherjee) আত্মজীবনী 'লাল কার্ডের বাইরে'।   রবিবার কলকাতার ক্রীড়া সাংবাদিক ক্লাবে এই বই...

বহিরাগত এনে তৃণমূল সমর্থকদের মার! উত্তপ্ত ভাঙড়

ফের বহিরাগত তাণ্ডব ভাঙড়ে(Bhangar Violence)। নির্বাচনের আগে বহিরাগতদের এলাকায় ঢুকিয়ে এলাকার শান্তি শৃঙ্খলা নষ্টের চেষ্টা প্রতিবারই করে একদল...

ইডিকে দিয়ে ওয়াটার গেট-২.০ কেলেঙ্কারি! পদত্যাগ করবেন মোদি-শাহ, প্রশ্ন তৃণমূলের

এ তো মোদি-শাহের ওয়াটার গেট কেলেঙ্কারি। ওয়াটার গেট কেলেঙ্কারি ২.০। ১৭ জুন, ১৯৭২-এর পর ৮ জানুয়ারি, ২০২৬। এবার...

উন্নত ভারত তরুণ নেতাদের বার্তালাপ: উন্নত ভারতের জন্য যুব নেতৃত্বের উন্মোচন

ডঃ মনসুখ মাণ্ডভিয়া ভারতের উন্নয়নের ভবিষ্যৎ নির্ধারিত হবে আজকের তরুণদের চিন্তা, কল্পনা ও নেতৃত্বের মধ্য দিয়ে। কীভাবে দেশ দ্রুত...