Wednesday, November 5, 2025

মোদির সফরের আগেই রাশিয়া-ইউক্রেন যুদ্ধে মৃত ভারতীয় যুবক! দেহ ফেরৎ চাইল পরিবার

Date:

জুলাই মাসের শুরুতেই জমকালো রাশিয়া সফর করেছিলেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। প্রতিশ্রুতি দিয়েছিলেন রাশিয়ার সঙ্গে আলোচনার মাধ্যমে ভুল পথে রাশিয়া-ইউক্রেন যুদ্ধে যে ভারতীয় যুবকদের আটকে রাখা হয়েছে, তাঁদের মুক্ত করে ভারতে ফেরৎ আনবেন। মাত্র ২০ দিনের মধ্যে সেই ইউক্রেন-রাশিয়া যুদ্ধে ফের মৃত্যু হল এক ভারতীয় যুবকের। এখনও পর্যন্ত মোদির সফরের পরে কোনও ভারতীয়কেই ফিরিয়ে দেয়নি রাশিয়া। অথচ এরই মধ্যে আবার ইউক্রেন সফরের পরিকল্পনা করে ফেলেছেন দেশের প্রধানমন্ত্রী।

একদিকে যখন প্রচার সর্বস্ব প্রধানমন্ত্রী বিশ্বে নিজের ঢেঁড়া পেটাতে ব্যস্ত, তখন দেশের বেকার যুব সম্প্রদায় কাজের সন্ধানে ভুল পথে চালিত হচ্ছে। ঠিক যেভাবে হরিয়ানার কৈথলের বাসিন্দা রবি ভালো উপার্যনের আশায় পাড়ি দিয়েছিলেন রাশিয়া। সেখানেও ছিল সেই এজেন্টের প্রভাব। জানুয়ারিতে আরও বেশ কিছু যুবকের মতো রবিও গিয়েছিল রাশিয়া। তারপর থেকে রবি যে অভিজ্ঞতা পরিবারের সঙ্গে ভাগ করে নিয়েছেন তা শুনলেও হাড়হিম হয়ে যাবে।

বন্দুকের নলের সামনে রেখে রবিকে রাশিয়ার সেনাবাহিনীতে যোগ দিতে বাধ্য করা হয় বলে জানান রবির দাদা অজয়। পরিবারের সঙ্গে শেষবার ১২ মার্চ করা বলেছিলেন রবি। প্রথমে ৬ মার্চ রবিকে যুদ্ধক্ষেত্রে পাঠানো হয়। এরপর ফের ১২ মার্চ পাঠানো হয়। আর এই দ্বিতীয়বার যুদ্ধে গিয়ে আর ফিরে আসেননি তিনি। ২৩ জুলাই রাশিয়া থেকে জানানো হয় রবির মৃত্যু সংবাদ।

যে ছেলের বিদেশে গিয়ে কাজ করে পরিবারের হাতে টাকা তুলে দেওয়ার কথা ছিল, তাঁর পরিবার তাঁকে শেষবার চোখের দেখাও দেখতে পেলেন না। এখন পরিবার চাইছে কোনওভাবে যেন তাঁদের ঘরের ছেলের দেহ ফিরে আসে তাঁদের কাছে। কিন্তু সেখানেও সনাক্তকরণ নিয়ে তৈরি হয়েছে সমস্যা। পরিবারের ডিএনএ পাঠানো হয়েছে যুদ্ধে ক্ষতবিক্ষত রবির দেহ সনাক্ত করার জন্য। নরেন্দ্র মোদির ইউক্রেন সফর সম্ভাব্য ২৩ অগস্ট। তার আগে ঘরের ছেলের দেহ ফেরৎ চাইছেন প্রয়াত রবির পরিবার।

Related articles

ভূস্বর্গে ফের সেনা-জঙ্গি গুলির লড়াই শুরু

ফের জম্মু-কাশ্মীরে (Jammu and Kashmir) জঙ্গিদের সঙ্গে ভারতীয় সেনাবাহিনীর গুলির লড়াই শুরু হল। সেনাবাহিনী কাশ্মীরের কিশতওয়ারের ছত্রু এলাকায়...

রাস পূর্ণিমায় রাজ্যবাসীকে শুভেচ্ছা মুখ্যমন্ত্রীর

রাস পূর্ণিমা (Raas Purnima 2025) উপলক্ষে রাজ্যবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। বুধবার সকালে তিনি...

বুধবার ভোরে তীব্র ভূমিকম্পে কেঁপে উঠল ইন্দোনেশিয়া

ফের ভূমিকম্প ইন্দোনেশিয়ায় (Earthquake in Indonesia)। বুধবার রিখটার স্কেলে এই কম্পনের মাত্রা ছিল ৬.২। ইন্দোনেশিয়ার জিও-ফিজিক্স এজেন্সি BMKG...

নিম্নচাপের সম্ভাবনার মাঝেই রাজ্যে হিমেল পরশ, উত্তরে ঝকঝকে আকাশ দক্ষিণে বৃষ্টির পূর্বাভাস 

ভোররাতে ঘন কুয়াশা দক্ষিণবঙ্গের জেলায় জেলায়। সকাল থেকে হালকা হিমেল পরশ । অফিসিয়ালি শীত (Winter) আগমনের ঘোষণা হয়নি...
Exit mobile version