Tuesday, November 11, 2025

জীবনের সবেতেই রয়েছে ছন্দ। তবুও নাচ-গান-কবিতা নাটকে নিজেদের চলার পথে নাচের ছন্দকে নিয়ে ২৮ বছর অতিক্রম করল ‘নৃতাল ছন্দ ডান্স সেন্টার’। তাদের এই ২৮ বছর উপলক্ষে এক বার্ষিক অনুষ্ঠান হল উত্তর কলকাতার পাইকপাড়ার মোহিত মৈত্র মঞ্চে। নৃত্য শিল্পী ও জি বাংলার বিখ্যাত কোরিওগ্রাফার সৌরভ চন্দের পরিচালনায় নৃতাল ছন্দ ডান্স সেন্টার আজ সকলের কাছে পরিচিত একটি নাম।

এই বাৎসরিক ‘আঠাশে-এ-আঠাশ’ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অভিনেত্রী ও বিশিষ্ট নৃত্য শিল্পী ইন্দ্রাণী দত্ত, মালবিকা সেন, সোনালী চৌধুরী, ব্রততী চৌধুরী, কোহিনুর সেন বরাট-সহ আরও অনেক গুনীজনেরা। অনুষ্ঠানের উদ্বোধন করেন রাজ্যের দমকল মন্ত্রী  সুজিত বসু এবং বিধায়ক মদন মিত্র।

আসলে  নৃতাল ছন্দ ২৮ জুলাই তার ২৮ বছর অতিক্রম করল। এই সাংস্কৃতিক অনুষ্ঠানে অভিনেত্রী সোনালী চৌধুরীও অতিথি হিসাবে নৃত্য পরিবেশন করেন। সংস্থার পরিচালক সৌরভ চন্দ বলেন, “এই দিনটি আমার কাছে বিশেষ ভাবে উল্লেখযোগ্য এবং আমার নৃত্য একাডেমি, নৃতাল ছন্দের জন্য একটি বিশেষ দিন। আমরা আজ ২৮তম বছরে পদার্পণ করেছি। এই দীর্ঘ সফরে হাজার হাজার শিক্ষার্থীর সাথে নিজেকে যুক্ত রাখতে পেরেছি এবং অনেক কিছু শেখার অভিজ্ঞতা হয়েছে। আজ আমরা একাডেমির জন্য নতুন লোগোও প্রকাশ করেছি। শিল্প মানুষের জীবনকে অনেকটা বদলে দিতে পারে। আমরা সেই  কাজেই ব্রতী । আমাদের লক্ষ্য ছাত্র-ছাত্রীদের নৃত্য শিখিয়ে অসংখ্য সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা এবং তাদের জীবন পরিবর্তন করা।”

নৃতালের বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠানের সূচনা হয় শিক্ষার্থীদের রবীন্দ্রসঙ্গীতের সঙ্গে নৃত্য পরিবেশনের মধ্য দিয়ে।  তারপর “মীরা বাঈ” নৃত্যনাট্য দর্শক ও অতিথিদের মুগ্ধ করেছে। একের পর এক জনপ্রিয় হিন্দি, বাংলা আধুনিক গান এবং পাশ্চাত্য গানে মনো মুগ্ধকর নৃত্য পরিবেশন করে এই ডান্স একাডেমির ছাত্রছাত্রীরা। এছাড়া শাস্ত্রীয় নৃত্য এবং ফ্রিস্টাইল সহ বিভিন্ন ঘরানার নৃত্য পরিবেশন করে তারা। এছাড়া “দেবী চৌধুরানী” নৃত্য নাটক পরিবেশন করেন অভিনেত্রী সোনালী চৌধুরী।

এই সন্ধ্যার আরেকটি প্রধান আকর্ষণ ছিল কোরিওগ্রাফার সৌরভ চন্দের নির্দেশনায় বারোজন অবসরপ্রাপ্ত প্রবীণ নাগরিকের নৃত্য পরিবেশনা। এই সব প্রবীন শিল্পীদের বয়স ৬৫ বছরের বেশি এবং অবসরপ্রাপ্ত চাকরিজীবী। সৌরভ চন্দ নাচের মধ্য দিয়ে তাদের মধ্যে একটি প্রাণবন্ত চেতনা জাগিয়েছিলেন এবং তাদের জীবনের প্রকৃত অর্থ খুঁজে পেতে সাহায্য করেছিলেন। এর পর
জয়-হো গান-এর নৃত্য আবৃত্তির মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি হয়।

 

Related articles

ধর্মেন্দ্রর অবস্থার অবনতি, রাতেই হাসপাতালে ছুটলেন শাহরুখ-সলমন

বর্ষীয়ান বলিউড অভিনেতা ধর্মেন্দ্রর (Dharmendra) শারীরিক অবস্থার অবনতি। রাতেই ব্রিচ ক্যান্ডি হাসপাতালে গেলেন শাহরুখ-সলমানরা (Shahrukh Khan - Salman...

সলমনই হামলার মাস্টারমাইন্ড? দিল্লি বিস্ফোরণে গ্রেফতার ব্যবহৃত গাড়ির মালিক

সাদা রঙের একটি হুন্ডাই আই–২০ গাড়ি ধীরে ধীরে এসে ট্রাফিক সিগন্যালের সামনে থামতেই মুহূর্তের মধ্যে ঘটে বিস্ফোরণ। সোমবার...

দিল্লি বিস্ফোরণের জের: কলকাতার সব থানাকে সতর্ক করেছে লালবাজার, গুরুত্বপূর্ণ মোড়ে চলছে নাকা চেকিং

দিল্লির লালকেল্লার কাছে মেট্রো স্টেশনের এক নম্বর গেটের সামনে ভয়াবহ বিস্ফোরণের জেরে দেশের রাজধানীর পাশাপাশি হাই অ্যালার্ট (High...

দিল্লির বিস্ফোরণের ঘটনায় শোকপ্রকাশ প্রধানমন্ত্রীর! ঘটনাস্থলে স্বরাষ্ট্রমন্ত্রী, গ্রেফতার গাড়ির মালিক

দিল্লির বিস্ফোরণের ঘটনায় গ্রেফতার ১। বিষ্ফোরণ হওয়া গাড়ির মালিককে গ্রেফতার করল পুলিশ। প্রসঙ্গত, শনিবার সন্ধ্যায় লালকেল্লা মেট্রো স্টেশনের...
Exit mobile version