Wednesday, November 12, 2025

রেলট্র্যাকে মৃত্যু মিছিল থামবে কবে? হাওড়া-সিএসএমটি এক্সপ্রেস দুর্ঘটনায় ট্যুইট মমতার

Date:

প্রতি সপ্তাহে দুঃস্বপ্নের সিরিজ ভারতীয় রেলে (Indian Railways)। রেল ট্র্যাকে মৃত্যু মিছিল থামবে কবে? মুম্বইগামী হাওড়া-সিএসএমটি এক্সপ্রেসের ( (12810 Howrah-CSMT Mail) দুর্ঘটনায়, ভারতীয় রেলের উদাসীনতা নিয়ে সোশ্যাল মিডিয়ায় তোপ দাগলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। মঙ্গলের সকালে হাওড়া থেকে মুম্বইগামী ট্রেনে লাইনচ্যুত হয়েছে অন্তত ১৮টি বগি। চলছে উদ্ধার কাজ। মৃত এবং আহতদের সংখ্যা লাফিয়ে বাড়ার আশঙ্কা। ইতিমধ্যেই পরিস্থিতির দিকে নজর রাখছে পশ্চিমবঙ্গ সরকার (Government of West Bengal)। বাংলা থেকে রাজ্য পুলিশের একটি বিশেষ টিম দুর্ঘটনাস্থলের দিকে রওনা দিয়েছে। গত দু’মাসে এই নিয়ে তিনটি রেল দুর্ঘটনা। পরপর ট্রেন দুর্ঘটনায় রেলের নিরাপত্তা নিয়ে বড় প্রশ্ন উঠতে শুরু করেছে। কেন্দ্রকে নিশানা করে মমতা বন্দ্যোপাধ্যায় এদিন সোশ্যাল মিডিয়ায় লেখেন, ‘এ কেমন সরকার? প্রায় প্রতি সপ্তাহে দুঃস্বপ্নের এই সিরিজ, রেললাইনে মৃত্যুর এই অবিরাম মিছিল, আর কতদিন আমরা এটা সহ্য করব? ভারত সরকারের উদাসীনতার কি শেষ থাকবে না?!’ এর পাশাপাশি মৃত এবং আহতদের পরিবারকে সমবেদনা জানিয়ে পাশে থাকার বার্তা দিয়েছেন বাংলার মুখ্যমন্ত্রী।

রেল সূত্রে খবর এখনও পর্যন্ত দুর্ঘটনার কারণ স্পষ্ট নয়। প্রাথমিক অনুমান চক্রধরপুরের কাছে অন্য একটি ট্র্যাকে থাকা মালগাড়ি লাইনচ্যুত হয়ে মুম্বইগামী ট্রেনের সামনে চলে এলে দুর্ঘটনাটি ঘটে। ইতিমধ্যেই ঝাড়খণ্ডের প্রশাসনিক কর্তাদের সঙ্গে কথা বলেছেন রাজ্যের মুখ্যসচিব। হাওড়া-সহ একাধিক জায়গায় হেল্পলাইন নম্বর চালু করা হয়েছে। দুর্ঘটনার জেরে হাওড়া থেকে একাধিক ট্রেন বাতিল করা হয়েছে। উচ্চ পর্যায়ের তদন্তের আশ্বাস রেল কর্তৃপক্ষের। ঝাড়খণ্ডের দিকে রওনা দিয়েছেন দক্ষিণ-পূর্ব রেলের সিনিয়র আধিকারিকরা।


Related articles

আবারও আন্তর্জাতিক মঞ্চে সিস্টার নিবেদিতা ইউনিভার্সিটি, চিনে ‘ব্রিকস স্কিলস কম্পিটিশন’-এ ভারতের প্রতিনিধিত্ব করবে ছাত্রছাত্রীরা

ফের ইতিহাস গড়ল সিস্টার নিবেদিতা ইউনিভার্সিটি (এসএনইউ)। গত বছরের পর আবারও এই প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা নির্বাচিত হয়েছে চিনে অনুষ্ঠিত...

বিজেপিকে সুবিধা করে দিতেই BLA নিয়োগে নয়া নির্দেশিকা ! কমিশনকে তোপ তৃণমূলের

জাতীয় নির্বাচন কমিশনের নতুন নির্দেশিকা ঘিরে উত্তাল রাজনৈতিক মহল। বুথ লেভেল এজেন্ট (BLA) নিয়োগের নিয়ম পরিবর্তন করে এক...

বোধি ভবনের বার্ষিক উৎসব, সংবর্ধিত অভিনেত্রী মাধবী মুখোপাধ্যায়

দক্ষিণ কলকাতার অন্যতম সেরা CBSE বিদ্যালয় বোধি ভবন কলেজিয়েট স্কুলে মঙ্গলবার অনুষ্ঠিত হল বার্ষিক অনুষ্ঠান। এই উপলক্ষে উত্তম...

সঙ্গীত পরিচালকের ভূমিকায় সৃজিত?

১৫ বছর টলিউডে রাজত্ব করেছেন। ঝুলিতে রয়েছে দুর্দান্ত সব ছবি। কিন্তু এবার সঙ্গীত পরিচালকের ভূমিকায় কাজ করতে চলেছেন...
Exit mobile version