Friday, January 30, 2026

ডার্বিতে খেলতে মরিয়া ম্যাকলারেন, আসন্ন মরশুমে নিজের পরিকল্পনা জানালেন বাগানের নতুন কোচ জোসে মোলিনা

Date:

Share post:

গতকাল মোহনবাগান দিবসের দিন নতুন মরশুমের অনুশীলন শুরু করেছে মোহনবাগানের সিনিয়র দল। নতুন কোচ জোসে মোলিনার তত্ত্বাবধানে অনুশীলনে নামে সবুজ-মেরুন ব্রিগেড। আর তার পরের দিন অর্থ্যাৎ আজ মঙ্গলবার আরপিএসজি হাউসে নতুন কোচ জোসে মোলিনা এবং অস্ট্রেলিয়ার ফুটবলের সুপারস্টার বিশ্বকাপার জেমি ম্যাকলারেনকে পরিচয় করিয়ে দিলেন মোহনবাগান সুপার জায়ান্টের কর্ণধার সঞ্জীব গোয়েঙ্কা। এদিন ২৯ নম্বর জার্সি নতুন বিদেশি ম্যাকলারেনের হাতে তুলেদেন কোচ মলিনা এবং কর্ণধার সঞ্জীব গোয়েঙ্কা। ২৯ নম্বর জার্সি পরে খেলবেন এই বিশ্বকাপার।

এদিন প্রথম সাংবাদিক সম্মেলনে বাগানের নতুন কোচ মোলিনা জানিয়ে দিলেন, , তাঁর কোচিং দর্শনই হল আগ্রাসী ফুটবলে ম্যাচে কর্তৃত্ব করা। পাশাপাশি মোহনবাগানের ক্লাবের দায়িত্ব নিয়ে চ্যালেঞ্জ নিতে প্রস্তুত তিনি। এই নিয়ে মোলিনা বললেন, ‘‘সব দেশে, সব ক্লাবেই চাপ থাকে। ১৫ বছর ধরে চাপ নিয়েই কাজ করছি। মোহনবাগান শুধু ভারতের নয়, এশিয়ার অন্যতম সেরা ক্লাব। সব টুর্নামেন্টে প্রতিটি ম্যাচ জেতাই লক্ষ্য থাকবে। আমাদের কাছে সব ম্যাচই গুরুত্বপূর্ণ। সমর্থকদের খুশি করতে চাই ম্যাচ জিতে। সব ম্যাচ জেতা হয়তো সম্ভব হবে না। কিন্তু আমরা পরিশ্রম করব সাফল্য পেতে। আমরা আক্রমণাত্মক দল হয়ে উঠতে চাই। এমন একটা দল হতে চাই যারা আগ্রাসী ফুটবল খেলে কর্তৃত্ব করবে। বাকিরা মোহনবাগানকে হারাতে চাইবে। আমরা তারজন্য প্রস্তুত থাকব।’’

এদিকে মধ্য প্রাচ্যের ক্লাবের প্রস্তাব ছিল বাগানের নতুন বিদেশি ম্যাকলারেনের কাছে। তবে তা ফিরিয়ে মোহনবাগানকে বেছে নিয়েছেন ম্যাকলারেন । কেন মোহনবাগানে ? তা নিয়ে , ম্যাকলারেন বললেন, ‘‘এখানে আমার বন্ধুরা আছে। দিমিত্রির সঙ্গে ব্রিসবেনে খেলেছি। জেসন কামিন্স জাতীয় দলে আমার সতীর্থ ছিল। ভারতের খাবার আমার পছন্দ। দিমিদের কাছ থেকে অনেক খবর পেতাম। পাঁচ বছর আগের মতোই আমি একইরকম ক্ষুধার্ত। কলকাতায় এসে যে অভ্যর্থনা, ভালবাসা পেয়েছি তাতে আমার ভিতরের আগুন আরও বেড়েছে। প্রত্যাশার চাপ উপভোগ করতে চাই।’’

ম্যাকলারেন আরও বলেন, ‘‘খুব ভাল দল আমাদের। এখানে অনেক ম্যাচ, ট্রফি জিততে চাই। ৬০ হাজার দর্শকের সামনে কলকতা ডার্বি খেলার জন্য মুখিয়ে আছি। কেরিয়ারে অনেক ডার্বি খেলেছি। আমি জানি এর গুরুত্ব। দিমি, জেসনের সঙ্গে ডার্বিতে গোল করার লক্ষ্য থাকবে। শুধু ডার্বি নয়, আমরা সেরাটা দেব সব ম্যাচেই গোল করতে এবং জিততে।’’

আরও পড়ুন- অলিম্পিক্সে আয়াল্যান্ডের বিরুদ্ধে ২-০ গোলে জয় ভারতের, জোড়া গোল হরমনপ্রীত সিং-এর


spot_img

Related articles

অঙ্কের ভয় কাটাতে নয়া উদ্যোগ, বসিরহাটে সীমান্তবর্তী স্কুলে চালু ‘ম্যাথমেটিক্স ল্যাবরেটরি’

অঙ্কের প্রতি ভয়কে দূর করতে নয়া পদক্ষেপ নিল বসিরহাটের সীমান্তবর্তী কাটিয়াহাট বিকেএপি ইনস্টিটিউশন। বসিরহাট মহকুমায় এই প্রথম কোনও...

ছুটির খাতায় নতুন কলাম: সরকারি দফতরেও ‘মেন্সট্রুয়েশন লিভ’ স্বীকৃত

অফিসের হাজিরা খাতায় এখন আর শুধু ক্যাজুয়াল বা সিক লিভ নয়, সসম্মানে জায়গা করে নিয়েছে 'মেন্সট্রুয়েশন লিভ' (Menstruation...

DGP নিয়োগ নিয়ে দায়ের করা সব মামলা প্রত্যাহার IPS রাজেশ কুমারের

পশ্চিমবঙ্গে DGP নিয়ে দায়ের করা সব মামলা প্রত্যাহার করলেন IPS রাজেশ কুমার। রাজ্য পুলিশের DG নিয়ে CAT-এর সমস্ত...

শেষ ম্যাচেও পুরো পয়েন্ট অধরা, গ্রুপ শীর্ষে থেকেই কোয়ার্টারে বাংলা

সন্তোষ ট্রফিতে(Santosh Trophy )অসমের বিরুদ্ধে গ্রুপ পর্বে নিজেদের শেষ ম্যাচে ১-১ গোলে ড্র করল বাংলা(Bengal)। প্রথমার্ধে আকাশ হেমরমের...