Saturday, November 8, 2025

ডার্বিতে খেলতে মরিয়া ম্যাকলারেন, আসন্ন মরশুমে নিজের পরিকল্পনা জানালেন বাগানের নতুন কোচ জোসে মোলিনা

Date:

গতকাল মোহনবাগান দিবসের দিন নতুন মরশুমের অনুশীলন শুরু করেছে মোহনবাগানের সিনিয়র দল। নতুন কোচ জোসে মোলিনার তত্ত্বাবধানে অনুশীলনে নামে সবুজ-মেরুন ব্রিগেড। আর তার পরের দিন অর্থ্যাৎ আজ মঙ্গলবার আরপিএসজি হাউসে নতুন কোচ জোসে মোলিনা এবং অস্ট্রেলিয়ার ফুটবলের সুপারস্টার বিশ্বকাপার জেমি ম্যাকলারেনকে পরিচয় করিয়ে দিলেন মোহনবাগান সুপার জায়ান্টের কর্ণধার সঞ্জীব গোয়েঙ্কা। এদিন ২৯ নম্বর জার্সি নতুন বিদেশি ম্যাকলারেনের হাতে তুলেদেন কোচ মলিনা এবং কর্ণধার সঞ্জীব গোয়েঙ্কা। ২৯ নম্বর জার্সি পরে খেলবেন এই বিশ্বকাপার।

এদিন প্রথম সাংবাদিক সম্মেলনে বাগানের নতুন কোচ মোলিনা জানিয়ে দিলেন, , তাঁর কোচিং দর্শনই হল আগ্রাসী ফুটবলে ম্যাচে কর্তৃত্ব করা। পাশাপাশি মোহনবাগানের ক্লাবের দায়িত্ব নিয়ে চ্যালেঞ্জ নিতে প্রস্তুত তিনি। এই নিয়ে মোলিনা বললেন, ‘‘সব দেশে, সব ক্লাবেই চাপ থাকে। ১৫ বছর ধরে চাপ নিয়েই কাজ করছি। মোহনবাগান শুধু ভারতের নয়, এশিয়ার অন্যতম সেরা ক্লাব। সব টুর্নামেন্টে প্রতিটি ম্যাচ জেতাই লক্ষ্য থাকবে। আমাদের কাছে সব ম্যাচই গুরুত্বপূর্ণ। সমর্থকদের খুশি করতে চাই ম্যাচ জিতে। সব ম্যাচ জেতা হয়তো সম্ভব হবে না। কিন্তু আমরা পরিশ্রম করব সাফল্য পেতে। আমরা আক্রমণাত্মক দল হয়ে উঠতে চাই। এমন একটা দল হতে চাই যারা আগ্রাসী ফুটবল খেলে কর্তৃত্ব করবে। বাকিরা মোহনবাগানকে হারাতে চাইবে। আমরা তারজন্য প্রস্তুত থাকব।’’

এদিকে মধ্য প্রাচ্যের ক্লাবের প্রস্তাব ছিল বাগানের নতুন বিদেশি ম্যাকলারেনের কাছে। তবে তা ফিরিয়ে মোহনবাগানকে বেছে নিয়েছেন ম্যাকলারেন । কেন মোহনবাগানে ? তা নিয়ে , ম্যাকলারেন বললেন, ‘‘এখানে আমার বন্ধুরা আছে। দিমিত্রির সঙ্গে ব্রিসবেনে খেলেছি। জেসন কামিন্স জাতীয় দলে আমার সতীর্থ ছিল। ভারতের খাবার আমার পছন্দ। দিমিদের কাছ থেকে অনেক খবর পেতাম। পাঁচ বছর আগের মতোই আমি একইরকম ক্ষুধার্ত। কলকাতায় এসে যে অভ্যর্থনা, ভালবাসা পেয়েছি তাতে আমার ভিতরের আগুন আরও বেড়েছে। প্রত্যাশার চাপ উপভোগ করতে চাই।’’

ম্যাকলারেন আরও বলেন, ‘‘খুব ভাল দল আমাদের। এখানে অনেক ম্যাচ, ট্রফি জিততে চাই। ৬০ হাজার দর্শকের সামনে কলকতা ডার্বি খেলার জন্য মুখিয়ে আছি। কেরিয়ারে অনেক ডার্বি খেলেছি। আমি জানি এর গুরুত্ব। দিমি, জেসনের সঙ্গে ডার্বিতে গোল করার লক্ষ্য থাকবে। শুধু ডার্বি নয়, আমরা সেরাটা দেব সব ম্যাচেই গোল করতে এবং জিততে।’’

আরও পড়ুন- অলিম্পিক্সে আয়াল্যান্ডের বিরুদ্ধে ২-০ গোলে জয় ভারতের, জোড়া গোল হরমনপ্রীত সিং-এর


Related articles

ঝুলনের চোখে বাংলার সেরা ক্রিকেটার রিচা, মহিলা ক্রিকেটের প্রশংসায় পঞ্চমুখ সৌরভ

বাংলার বিশ্বকাপ জয়ী একমাত্র ক্রিকেট তারকা রিচা ঘোষের (Richa Ghosh) সম্বর্ধনা অনুষ্ঠানে শনিবার ইডেন গার্ডেন্সে বিশেষ অনুষ্ঠানের আয়োজন...

সৌরভ ছাড়া অন্য কারও ICC সভাপতি থাকার কথা নয়: বললেন ‘ঠোঁটকাটা’ মমতা

ছিল বিশ্বজয়ী ক্রিকেটার রিচা ঘোষের (Richa Ghosh) সংবর্ধনা অনুষ্ঠান। শনিবার ইডেনে সেই অনুষ্ঠানে বোমা ফাটালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের...

বঙ্গ রাজনীতিতে নতুন দল! চেয়ারম্যান হিসাবে নিজের নাম ঘোষণা হুমায়ুন কবীরের

বারবার দল বিরোধী কথাবার্তা। দলের পদক্ষেপ নিয়ে প্রকাশ্যে সমালোচনা। এবার মুখোশ খুলল হুমায়ুন কবীরের। তিনি এবার নিজেই দল...

আপনি কি মোটা বা সুগারের রোগী? বাতিল হতে পারে আপনার মার্কিন ভিসা

বিদেশের নাগরিকদের ভিসা দেওয়ার ক্ষেত্রে নতুন নিয়ম লাগু করল আমেরিকা। দেশের সম্পদ রক্ষা করার নামে এবার একাধিক শারীরিক...
Exit mobile version