২০২৪ প্যারিস অলিম্পিক্সে জয়ে ফিরল ভারতীয় হকি দল। শেষম্যাচে আর্জেন্তিনার বিরুদ্ধে ড্র করার পর, এদিন আয়াল্যান্ডের বিরুদ্ধে দুরন্ত জয় পেল টিম ইন্ডিয়া।। ভারতের হয়ে জোড়া গল হরমনপ্রীত সিং-এর। এই জয়ের সুবাদে অলিম্পিক্স হকির কোয়ার্টার ফাইনালে যাওয়ার ক্ষেত্রে আরও একধাপ এগিয়ে থাকল টিম ইন্ডিয়া।
ম্যাচে এদিন প্রথম থেকেই দাপট দেখায় ভারতীয় হকি দল। ম্যাচের ১১ মিনিটে পেনাল্টি থেকে গোল করে দলকে এগিয়ে দেন অধিনায়ক হরমনপ্রীত সিং। এরপর দ্বিতীয় কোয়ার্টারের শুরুতে পেনাল্টি কর্নার থেকে দ্বিতীয় গোলটি করেন ভারত অধিনায়ক। চলতি প্যারিস অলিম্পিকে তিনটি ম্যাচ খেলে চারটি গোল করা হয়ে গেল হরমনপ্রীতের। অনবদ্য গোলকিপিং করে দলের জয়কে সহজ করেন গোলরক্ষক শ্রীজেশ।
এই ম্যাচের পর ভারত অধিনায়ক হরমনপ্রীত বলেন, ‘‘বেশ কিছু জায়গায় উন্নতির সুযোগ রয়েছে আমাদের। ভুলভ্রান্তি আরও কমাতে হবে। আরও কঠিন ম্যাচ রয়েছে আমাদের সামনে। তবে আমরা আত্মবিশ্বাসী।’’ ১ আগস্ট ভারতের প্রতিপক্ষ গত বারের সোনাজয়ী বেলজিয়াম। ২ আগাস্ট ভারতের সামনে অস্ট্রেলিয়া।
আরও পড়ুন- কলকাতা লিগে দুরন্ত জয় বাগানের, টালিগঞ্জকে হারালো ৫-১ গোলে