Friday, January 30, 2026

বিজেপির বঙ্গভঙ্গে ষড়যন্ত্রের বিরুদ্ধে প্রতিবাদ! সোমবার বিধানসভায় প্রস্তাব আনছে তৃণমূল

Date:

Share post:

লোকসভার ভোটের পরেই বাংলায় ভাগের চক্রান্ত করছে বিজেপি। সোমবারই বিধানসভায় (Assembly) এই নিয়ে সরব হন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। মঙ্গলবার, পরিষদীয় মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায় (Sobhandeb Chatterjee) জানালেন, আগামী সোমবার বিধানসভায় প্রস্তাব আনবে তৃণমূল। এই নিয়ে ২ ঘণ্টার আলোচনা হবে।মঙ্গলবার, পরিষদীয় মন্ত্রী শোভনদেব (Sobhandeb Chatterjee) তাঁর বক্তব্য, ”বিজেপির (BJP) একাধিক নেতা বলছেন বাংলা ভাগ চাই। আবার একাধিক নেতা বলছেন, ভাগ নয়। যদি সত্যিই ভাগের বিরোধিতা করেন, তাহলে বিজেপি বিধায়করা আসুন সদনে। প্রস্তাবের বিরোধিতা করে আলোচনায় আসুন। আপনারা অনাস্থা আনতেই পারেন। কিন্তু তার একাধিক নিয়ম আছে।”

বাজেটে বাংলা তথা উত্তরবঙ্গকে বঞ্চনা নিয়ে সোমবার বিধানসভায় তীব্র ক্ষোভ প্রকাশ করে মমতা বলেন, “উত্তরবঙ্গ থেকে এত আসন পেল ওরা, তবু বাজেটে কিছু দিল না! এখন আবার বিভাজনের রাজনীতি করছে।“ মুখ্যমন্ত্রী সাফ জানান, বাংলাকে কোনও ভাবেই ভাগ করতে দেওয়া হবে না। বিজেপির এই ষড়যন্ত্রের বিরোধিতায় প্রয়োজনে রাস্তায় নেমে প্রতিবাদ করতে হবে বলেও জানান মমতা। বাংলা ভাগ নিয়ে রীতিমতো চ্যালেঞ্জ ছুড়ে মুখ্যমন্ত্রী বলেন, ”যারা এসব দাবি তুলবে, তারা বিধানসভায় দাঁড়িয়ে বলুক।” তীব্র কটাক্ষ করে তিনি বলেন, ”কাজ আমরা করি। আর ভোটের সময় বিজেপি শুধু বাংলা ভাগ করার কথা বলে! শুধু আদিবাসী, গোর্খা, রাজবংশীদের আলাদা করে দেয়। যারা বলে আমরা কাজ করিনি, তারা নিজেরা কী করেছে, সেটা আগে দেখান। বাংলা ভাগ তো হবেই না। এর বিরুদ্ধে যাঁরা আলোচনা করছেন, তাঁরা বিধানসভায় দাঁড়িয়ে বলুন। ভোটাভুটি হোক। গণতান্ত্রিক সিদ্ধান্ত কোন দিকে যায়, দেখে নিন। এটা নিয়ে যারা বলছেন তারা সন্ত্রাসের দল, ভাগাভাগির দল।”

বিধানসভার (Assembly) অধিবেশন চলবে ৫ অগাস্ট পর্যন্ত। তাই বিরোধীরা অনাস্থা পেশের সুযোগ পাবেন কি না, সেই নিয়ে সংশয় রয়েছে। তবে, বিজেপির চক্রান্ত আর তৃণমূলের নিন্দা প্রস্তাব নিয়ে যে আগামী সোমবার বিধানসভা উত্তাল হবে তা মনে করা হচ্ছে।






spot_img

Related articles

দুদিনের সফরে শহরে শাহ: ‘জিতবই’ বার্তা দলীয় কর্মীদের

বাংলায় নির্বাচন শুরুর ঘণ্টা বাজার আগেই রাজনৈতিক ডেইলি প্যাসেঞ্জারিতে বিজেপির শীর্ষ নেতৃত্বরা। প্রতি সপ্তাহে প্রধানমন্ত্রী, সভাপতি থেকে স্বরাষ্ট্রমন্ত্রীর...

কমিশনের জন্য পেশায় টান: হাই কোর্টের দ্বারস্থ LIC কর্মীরা, ব্যাখ্যা তলব আদালতের

রাজ্যের কর্মীদের পরে এবার কেন্দ্র সরকারের কর্মীরাও এসআইআর-এর অপরিকল্পিত পদক্ষেপ নিয়ে প্রশ্ন তুললেন। পর্যবেক্ষক পদে নিযুক্ত এলআইসি (LIC)...

রাজ্য পুলিশের নতুন ডিজি পীযূষ পাণ্ডে, রাজ্যজুড়ে পুলিশ আধিকারিকদের ব্যাপক রদবদল

নির্বাচনের আগে রাজ্য পুলিশের গুরুত্বপূর্ণ সব পদে রদবদলের ঘোষণা হল শুক্রবার। রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমারের অবসরগ্রহণের আগেই...

মাধ্যমিকের আগে অ্যাডমিট বিভ্রাট: কড়া পদক্ষেপ হাইকোর্টের

মাধ্যমিক পরীক্ষার আগে অ্যাডমিট কার্ড নিয়ে বিভ্রাট নতুন নয়। এবছরও তার ব্যতিক্রম হল না। ফের একবার কলকাতা হাই...