Friday, January 9, 2026

বিজেপির বঙ্গভঙ্গে ষড়যন্ত্রের বিরুদ্ধে প্রতিবাদ! সোমবার বিধানসভায় প্রস্তাব আনছে তৃণমূল

Date:

Share post:

লোকসভার ভোটের পরেই বাংলায় ভাগের চক্রান্ত করছে বিজেপি। সোমবারই বিধানসভায় (Assembly) এই নিয়ে সরব হন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। মঙ্গলবার, পরিষদীয় মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায় (Sobhandeb Chatterjee) জানালেন, আগামী সোমবার বিধানসভায় প্রস্তাব আনবে তৃণমূল। এই নিয়ে ২ ঘণ্টার আলোচনা হবে।মঙ্গলবার, পরিষদীয় মন্ত্রী শোভনদেব (Sobhandeb Chatterjee) তাঁর বক্তব্য, ”বিজেপির (BJP) একাধিক নেতা বলছেন বাংলা ভাগ চাই। আবার একাধিক নেতা বলছেন, ভাগ নয়। যদি সত্যিই ভাগের বিরোধিতা করেন, তাহলে বিজেপি বিধায়করা আসুন সদনে। প্রস্তাবের বিরোধিতা করে আলোচনায় আসুন। আপনারা অনাস্থা আনতেই পারেন। কিন্তু তার একাধিক নিয়ম আছে।”

বাজেটে বাংলা তথা উত্তরবঙ্গকে বঞ্চনা নিয়ে সোমবার বিধানসভায় তীব্র ক্ষোভ প্রকাশ করে মমতা বলেন, “উত্তরবঙ্গ থেকে এত আসন পেল ওরা, তবু বাজেটে কিছু দিল না! এখন আবার বিভাজনের রাজনীতি করছে।“ মুখ্যমন্ত্রী সাফ জানান, বাংলাকে কোনও ভাবেই ভাগ করতে দেওয়া হবে না। বিজেপির এই ষড়যন্ত্রের বিরোধিতায় প্রয়োজনে রাস্তায় নেমে প্রতিবাদ করতে হবে বলেও জানান মমতা। বাংলা ভাগ নিয়ে রীতিমতো চ্যালেঞ্জ ছুড়ে মুখ্যমন্ত্রী বলেন, ”যারা এসব দাবি তুলবে, তারা বিধানসভায় দাঁড়িয়ে বলুক।” তীব্র কটাক্ষ করে তিনি বলেন, ”কাজ আমরা করি। আর ভোটের সময় বিজেপি শুধু বাংলা ভাগ করার কথা বলে! শুধু আদিবাসী, গোর্খা, রাজবংশীদের আলাদা করে দেয়। যারা বলে আমরা কাজ করিনি, তারা নিজেরা কী করেছে, সেটা আগে দেখান। বাংলা ভাগ তো হবেই না। এর বিরুদ্ধে যাঁরা আলোচনা করছেন, তাঁরা বিধানসভায় দাঁড়িয়ে বলুন। ভোটাভুটি হোক। গণতান্ত্রিক সিদ্ধান্ত কোন দিকে যায়, দেখে নিন। এটা নিয়ে যারা বলছেন তারা সন্ত্রাসের দল, ভাগাভাগির দল।”

বিধানসভার (Assembly) অধিবেশন চলবে ৫ অগাস্ট পর্যন্ত। তাই বিরোধীরা অনাস্থা পেশের সুযোগ পাবেন কি না, সেই নিয়ে সংশয় রয়েছে। তবে, বিজেপির চক্রান্ত আর তৃণমূলের নিন্দা প্রস্তাব নিয়ে যে আগামী সোমবার বিধানসভা উত্তাল হবে তা মনে করা হচ্ছে।






spot_img

Related articles

সামান্য বাড়ল কলকাতার তাপমাত্রা, দক্ষিণবঙ্গের জেলায় জেলায় জাঁকিয়ে শীত

শুক্রবার সকালে সামান্য বাড়ল কলকাতার তাপমাত্রা (Kolkata Temperature)। আলিপুর হাওয়া অফিস (Alipore Weather Department) জানিয়েছে ১০- ১১ ডিগ্রি...

লজ্জা! এটাই বিজেপি নতুন ভারতের রূপ! সর্বশক্তি দিয়ে তোমাদের হারাবে তৃণমূল, গর্জন অভিষেকের

স্বৈরাচারের নির্লজ্জ সীমায় পৌঁছে গিয়েছে বিজেপি। অগণতান্ত্রিক, অসাংবিধানিক পথে গণতন্ত্রের কণ্ঠরোধ করছে। স্বৈরাচারী বিজেপি গণতন্ত্রের শেষটুকু উপড়ে ফেলে...

আজ মতুয়াগড়ে অভিষেক, রানাঘাটের রণসংকল্প সভার পর পুজো দেবেন ঠাকুরবাড়িতে 

'আবার জিতবে বাংলা' কর্মসূচিতে রাজ্যজুড়ে রণসংকল্প সভা করছেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। বৃহস্পতিবার...

খুনের হুমকি পেলেন রাজ্যপাল বোস! বাড়ল লোকভবনের নিরাপত্তা

পশ্চিমবঙ্গের রাজ্যপাল সিভি আনন্দ বোসকে (CV Anand Bose)খুনের হুমকি! বৃহস্পতিবার গভীর রাতে লোকভবনের মেল আইডিতে একটি মেসেজ আসে...