Thursday, August 21, 2025

কেজরিওয়ালের গ্রেফতারির প্রতিবাদ, দিল্লির আন্দোলনে যোগ তৃণমূলের

Date:

দিল্লির মুখ্যমন্ত্রীকে কেন্দ্র সরকারের স্বৈরাচারের শিকার হয়ে বন্দি থাকতে হচ্ছে জেলে। বারবার বিনা প্রমাণে তাঁরা জামিনের বিরোধিতা করে চলেছে কেন্দ্রীয় এজেন্সি। অন্যদিকে জেলের ভিতরে শারীরিক অবস্থা ক্রমশ খারাপ হচ্ছে আপ প্রধান কেজরিওয়ালের। প্রতিবাদে মঙ্গলবার থেকে যন্তরমন্তরে বিক্ষোভ দেখানো শুরু করে আপ। I.N.D.I.A. জোটের অন্যতম শরিক দল আপের সমর্থনে বিক্ষোভে অংশ নেয় জোট শরিক সব দল।

ইডি-র গ্রেফতারির বিরোধিতায় জামিন পেলেও সিবিআই হেফাজতে থাকা কেজরিওয়ালের জামিন আটকাতে সম্প্রতি চার্জশিট পেশ করেছে সিবিআই। তবে অরবিন্দ কেজরিওয়ালের বিরুদ্ধে তাতে কোনও স্পষ্ট বা নির্দিষ্ট প্রমাণ ও অভিযোগের কথা উল্লেখ করা হয়নি। তারপরেও প্রতিবার কোনও না কোনও আদালতে মামলা ওঠার আগে কোনও উপায়ে জামিনে বাধা দিচ্ছে কেন্দ্রীয় এজেন্সি। দিল্লিতে নীতি আয়োগের বৈঠকে যোগ দেওয়ার সময়ও কেজরিওয়ালের পরিবারের সঙ্গে দেখা করেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কেন্দ্রের স্বৈরাচারের বিরোধিতায় পরিবারের পাশে দাঁড়ানোর প্রতিশ্রুতিও দেন।

প্রতিবাদে মঙ্গলবার যন্তরমন্তরের সামনে বিক্ষোভ দেখান বিরোধী জোটের সাংসদরা। যোগ দেন তৃণমূলের তিন সাংসদের প্রতিনিধিদল। লোকসভা সাংসদ প্রতিমা মণ্ডলের পাশাপাশি রাজ্যসভার সাংসদ ডেরেক ও’ব্রায়েন ও সাগরিকা ঘোষ যোগ দেন বিক্ষোভ কর্মসূচিতে। সাগরিকা জানান, তৃণমূল আপের সঙ্গে ছিল, আছে, থাকবে। তৃণমূলের সঙ্গে আপের সম্পর্ক শুধু রাজনীতির সম্পর্ক না, বন্ধুত্বের সম্পর্ক। আফশোসের কথা দিল্লি দেশের রাজধানী। সেখানেই মুখ্যমন্ত্রীকে মিথ্যে মামলায় ফাঁসিয়ে, কোনও প্রমাণ ছাড়া, কোনও বিচারপ্রক্রিয়া ছাড়া মাসের পর মাস জেলে রেখেছে। দিল্লির সমস্যা নিয়ে কেন্দ্র আপের উপর দোষ চাপাচ্ছে, যেখানে কেন্দ্র সরকারই তাদের হাত বেঁধে রেখেছে।

Related articles

‘নোরা ফাতেহি’ হতে হবে! স্ত্রীকে জোর করে শরীরচর্চা করিয়ে গর্ভপাত শিক্ষকের

যোগীরাজ্যে স্কুলশিক্ষকের ফ্যান্টাসির চূড়ান্ত নমুনা! স্ত্রীকে হতে হবে রোগা ছিপছিপে চেহারার। আর সেই চেহারা বানাতে গিয়েই স্বামীর নির্মম...

গান-কবিতায় সংসদে সরব তৃণমূল! বয়কট রাজ্যসভার চা-চক্র

বৃহস্পতিবার অধিবেশনের শেষ দিনে সংসদ উত্তাল হল বাংলা গান, কবিতা, বিক্ষোভ, প্রতিবাদে। সংসদের অন্দরে যেমন কালাকানুন, এসআইআর, ভাষাসন্ত্রাসের...

নওশাদ-সহ আইএসএফ সমর্থকদের জামিন দিল ব্যাঙ্কশাল আদালত

ধর্মতলার কর্মসূচির নামে অশান্তি পাকানোর চেষ্টা। বুধবার গ্রেফতার করা হয় ভাঙড়ের বিধায়ক নওশাদ সিদ্দিকিকে (Naushad Siddiqui)। বৃহস্পতিবার নওশাদ-সহ...

নোবেল খুঁজতে ব্যর্থ CBI, রাজ্য পুলিশ উদ্ধার করল বুলার পদ্মশ্রী: পুলিশও পদক পাক চান সাঁতারু

হুগলির হিন্দমোটরে সাঁতারু বুলা চৌধুরীর বাড়ি থেকে চুরি যাওয়া পদক অবশেষে উদ্ধার করল রাজ্য পুলিশ। এর মধ্যে রয়েছে...
Exit mobile version