Wednesday, August 27, 2025

লিখিত আশ্বাসেই উঠল অবরোধ! ৫ ঘণ্টা পর স্বাভাবিক ডায়মন্ড হারবার শাখার ট্রেন চলাচল

Date:

পাঁচ ঘণ্টা পর রেল (Rail) আধিকারিকদের থেকে আশ্বাস পেয়ে অবশেষে অবরোধ উঠল ডায়মন্ড হারবার (Diamond Harbour) স্টেশন থেকে। তবে পরিস্থিতি এখনই পুরোপুরি স্বাভাবিক হয়নি। তবে শেষ পাওয়া খবর শিয়ালদহ স্টেশন থেকে ইতিমধ্যে একটি ডায়মন্ড হারবার লোকাল ছেড়েছে‌। বুধবার ভোরে প্রতিদিন ভোরে ট্রেন দেরিতে চলার অভিযোগ তুলে লাইনে বসে বিক্ষোভ দেখাতে শুরু করেন নিত্যযাত্রীরা। ঘটনার জেরে বুধবার সকাল থেকেই শিয়ালদহ (Sealdah) দক্ষিণ শাখার ট্রেন চলাচল বন্ধ হয়ে পড়ে। ভোর থেকেই বাতিল হয় একের পর এক ডায়মন্ড হারবার লোকাল। যার ফলে দিনের ব্যস্ত সময়ে ভোগান্তির শিকার হন যাত্রীরা।

বিক্ষোভকারীদের দাবি, প্রতিদিন ট্রেন নির্ধারিত সময়ের থেকে দেরিতে চলে। তবে ট্রেন দেরিতে চলার কারণ হিসাবে রেলগেটের সমস্যাকেই কাঠগড়ায় তুলেছে পূর্ব রেল। বিক্ষোভকারীরা জানিয়েছেন, স্টেশন কর্তৃপক্ষকে বারবার অসুবিধার কথা জানিয়েও কোনও লাভ হয়নি। তাই বুধবার অবরোধের সিদ্ধান্ত নিয়েছেন তাঁরা। শুধু ডায়মন্ড হারবার নয় ওই শাখার নেত্রা এবং মগরাহাট স্টেশনেও অবরোধ করছেন যাত্রীরা। এদিন খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছন রেল আধিকারিকেরা, সঙ্গে ছিল জিআরপিএফও। বিক্ষুব্ধ যাত্রীদের বোঝানোর চেষ্টা করেন তাঁরা। ঘটনাস্থলে আসে ডায়মন্ড হারবার থানার পুলিশও। দফায় দফায় অবরোধকারীদের সঙ্গে কথা বলে তারা। যদিও বিক্ষোভকারীদের স্পষ্ট বক্তব্য, দাবি না মানলে অবরোধ তোলার কোনও প্রশ্নই নেই। লিখিত আশ্বাস পেলেই অবরোধ তুলবেন তাঁরা।

তবে এদিন অনেক বোঝানোর পর সকাল সাড়ে ১০টা নাগাদ অবরোধ তোলেন যাত্রীরা। রেল সূত্রে খবর, সময় মতো রেলগেট বন্ধ করা যায় না। সেই কারণে অনেক রেলগেটের আগেই ট্রেন দাঁড়িয়ে পড়ে। পরিষেবা ব্যাঘাত ঘটে।


Related articles

একনজরে আজ পেট্রোল-ডিজেলের দাম 

২৭ অগাস্ট (বুধবার), ২০২৫কলকাতায় লিটার প্রতি পেট্রোলের দাম ১০৫.৪১ টাকা, ডিজেলের দাম লিটার প্রতি ৯২.০২ টাকা দিল্লিতে...

জম্মুতে প্রাকৃতিক বিপর্যয়ে মৃত্যুতে শোকপ্রকাশ মমতার, কেন্দ্রকে প্রশ্ন ওমরের

প্রবল প্রাকৃতিক দুর্যোগের শিকার ভূস্বর্গ। প্রকৃতির রোশ থেকে রক্ষা পাননি তীর্থযাত্রীরাও। মাতা বৈষ্ণোদেবী মন্দিরের পথে তীর্থযাত্রীদের মৃত্যুর ঘটনায়...

গণেশ চতুর্থীর বিকেলে ঝড়-বৃষ্টির সতর্কতা হাওয়া অফিসের! 

ভাদ্রের রোদে বাড়ছে গরম। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেশি থাকায় দুপুর ১২ টার পর তাপমাত্রা ৩২ ডিগ্রির আশেপাশে...

জীবন যুদ্ধে লড়াই ক্যানসারের সঙ্গে, কেমন আছেন বিশ্বকাপজয়ী ক্লার্ক?

ক্রিকেটের ২২ গজে অবিস্মরীণ ইনিংস উপহার দিয়েছেন। অস্ট্রেলিয়া(Australia) দলের বহু স্মরণীয় জয়ের নায়ক তিনি। এমনকি ঘরের মাঠে অস্ট্রেলিয়াকে...
Exit mobile version