বারবার কেন রেল দুর্ঘটনা ঘটছে? মঙ্গলবার ঝাড়খণ্ডে ট্রেন দুর্ঘটনার পর বুধবার রাঙাপানিতে ফের দুর্ঘটনা। এই বিষয়ে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে সরব হয়েছে বিরোধীরা। রেল দুর্ঘটনা রুখতে কেন কবচ ব্যবস্থা দেশজুড়ে এখনও চালু হল না? এই প্রশ্ন তুলছে তারা। এবার এই নিয়ে তরজায় জড়াল তৃণমূল ও বিজেপি। সংসদে রেল দুর্ঘটনা নিয়ে কেন্দ্রকে কাঠগড়ায় তুলেছেন তৃণমূলের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়।সংসদে বুধবার সে প্রসঙ্গই তুললেন না রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব।
বরং একের পর এক রেল দুর্ঘটনার ঘটলেও ব্যর্থতার দায় স্বীকার করলেন না তিনি। সব এড়িয়ে গিয়ে ২৪ বছরের পরিসংখ্যান দিয়ে কেন্দ্রীয় রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব লোকসভায় বোঝানোর চেষ্টা করলেন, রেল দুর্ঘটনা বর্তমানে অনেক কমেছে। গত পাঁচ বছরে রেল দুর্ঘটনার বিবরণ এবং রেল ট্র্যাকে গবাদি পশুর কারণে দুর্ঘটনার বিবরণ সম্পর্কে তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় জানতে চেয়েছিলেন।