Thursday, August 21, 2025

ম্যারাথন তল্লাশির পরই সিজিওতে তলব! রেশন বন্টন মামলায় একযোগে ৩ জনকে হাজিরার নির্দেশ ইডির

Date:

রেশন বন্টন মামলার (Ration) তদন্তে এবার জ্যোতিপ্রিয় মল্লিক ঘনিষ্ঠ বারিক বিশ্বাসকে (Barik Bishwas) তলব করল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডি (Enforcement Directorate)। তবে বারিক একা নয় জিজ্ঞাসাবাদের জন্য ডেকে পাঠানো হয়েছে ধৃত বাকিবুর রহমানের আত্মীয় মুকুল রহমান এবং আনিসুর রহমানকেও। ইডি সূত্রে খবর চলতি সপ্তাহেই তাঁদের সিজিও কমপ্লেক্সে (CGO complex) হাজিরার নির্দেশ দেওয়া হয়েছে।

মঙ্গলবার সকাল থেকেই রেশন বন্টন মামলার তদন্তে রাজ্যের বিভিন্ন প্রান্তে তল্লাশি অভিযান শুরু করেছিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকরা। বারিকের রাজারহাটের ফ্ল্যাটে তল্লাশির পাশাপাশি উত্তর ও দক্ষিণ ২৪ পরগনার একাধিক চালকল ও দেগঙ্গায় বাকিবুরের আত্মীয় মুকুলের বাড়ি এবং চালকলে হানা দেন তদন্তকারীরা। তবে বারিকের ফ্ল্যাটে মঙ্গলবার ৯ ঘণ্টার বেশি সময় ধরে তল্লাশি চালিয়ে প্রায় ২০ লক্ষ টাকা উদ্ধার করে নিয়ে যান ইডি আধিকারিকরা।

তবে এদিন ইডির দল যখন বারিকের বাড়ি এবং চালকলে তল্লাশি চালাচ্ছিল, তখন তদন্তকারীদের অন্য দল পৌঁছে যায় দেগঙ্গায়। বাকিবুরের আত্মীয় মুকুলের বাড়ি এবং চালকলে তল্লাশি চালায় তারা। প্রায় ২১ ঘণ্টা তল্লাশি অভিযান শেষে বাড়ি থেকে দু’টি মোবাইল তদন্তের কারণে বাজেয়াপ্ত করা হয়। এছাড়া বেশ কিছু নথিপত্র-সহ ১৩ লক্ষ টাকাও বাজেয়াপ্ত করে তারা। তারপরই এবার তিনজনকে সিজিও কমপ্লেক্সে ডেকে পাঠাল ইডি।


Related articles

যোগীরাজ্যের পাঠ্যপুস্তকে বাদ কেন রবীন্দ্রনাথকে? সাংসদ ঋতব্রতর প্রশ্নে অস্বস্তিতে কেন্দ্র

উত্তরপ্রদেশের দ্বাদশ শ্রেণির পাঠ্যপুস্তক থেকে রবীন্দ্রনাথ ঠাকুরকে কি বাদ দেওয়া হয়েছে? তৃণমূলের রাজ্যসভার সাংসদ ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের প্রশ্নে স্পষ্টতই...

প্রয়াত সিপিএম নেতা-প্রাক্তন মন্ত্রী দীনেশচন্দ্র ডাকুয়া

প্রয়াত সিপিএমের বর্ষীয়ান নেতা দীনেশচন্দ্র ডাকুয়া। বুধবার এনআরএস হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। বয়স হয়েছিল ৯৫ বছর।...

উপাচার্য নিয়োগের ইন্টারভিউয়ে ডাক মেলেনি! শীর্ষ আদালতে শান্তা দত্ত 

স্থায়ী উপাচার্য নিয়োগের ইন্টারভিউ পর্বে ডাক পাননি কলকাতা বিশ্ববিদ্যালয়ের অন্তর্বর্তী উপাচার্য শান্তা দত্ত। যোগ্য হয়েও তাঁকে সুযোগ দেওয়া...

১৫ দিনেই রেকর্ড সাফল্য! রাজ্যে সাড়া ফেলল ‘আমাদের পাড়া আমাদের সমাধান’ কর্মসূচি

মাত্র পনেরো দিনেই নজির গড়ল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নতুন কর্মসূচি, ‘আমাদের পাড়া আমাদের সমাধান’। রাজ্যের মানুষের হাতে উন্নয়নের...
Exit mobile version