Monday, November 10, 2025

অলিম্পিক্সে ৫০ মিটার থ্রি পজিশনে পদক জয়ের দোড়গোড়ায় স্বপ্নিল কুসালে

Date:

প্যারিস অলিম্পিক্সে ৫০ মিটার থ্রি পজিশনের ফাইনালে স্বপ্নিল কুসালে। যোগ্যতা অর্জন পর্বে সপ্তম স্থানে শেষ করলেন তিনি। ঐশ্বর্য প্রতাপ সিং তোমর অবশ্য পারলেন না। তিনি শেষ করলেন ১১ নম্বরে।স্বপ্নিল শুরু থেকেই ফর্মে ছিলেন। নিলিংয়ে দু’টি সিরিজেই ৯৯ করে স্কোর করেন তিনি। একটি করে শট বাদ দিয়েই প্রত্যেকটিতে ১০ স্কোর করেছিলেন। এই ধারাবাহিকতা স্বপ্নিল ধরে রেখেছিলেন শেষ পর্যন্ত। নিলিংয়ের পর প্রোনে তিনি ৯৮ এবং ৯৯ স্কোর করেন। স্ট্যান্ডিংয়ে একটু পিছিয়ে পড়েন। ৯৮ এবং ৯৭ স্কোর করেন। মোট ৫৯০ স্কোর করেন তিনি।

প্রসঙ্গত, সপ্তম স্থানে শেষ করা স্বপ্নিলের মতো অষ্টম এবং নবম স্থানে থাকা দুই প্রতিযোগীও ৫৯০ স্কোর করেছিলেন। কিন্তু স্বপ্নিল ৩৮টি বুলস আই মারেন। তাতেই বাকিদের থেকে পিছনে ফেলে এগিয়ে যান তিনি। পৌঁছে যান ফাইনালে। স্বপ্নিলের থেকে এক পয়েন্ট কম স্কোর করেন ঐশ্বর্য। কিন্তু তাতেই অনেকটা তফাত হয়ে যায়। ৩৩টি বুলস আই মেরেও ফাইনালে ওঠা হল না তাঁর।ছেলেদের ৫০ মিটার থ্রি পজিশনের ফাইনাল হবে বৃহস্পতিবার। আরও এক বার পদক জয়ের আশা জিইয়ে রাখল ভারত। শুটিং থেকে ইতিমধ্যেই দু’টি পদক জিতেছে। মনু ভাকের এবং সরবজ্যোৎ সিং পদক এনে দিয়েছেন। এ বার সুযোগ স্বপ্নিলের সামনে।

Related articles

নন্দীগ্রাম দিবসে শ্রদ্ধাজ্ঞাপন: শহিদ স্মরণ মুখ্যমন্ত্রী, অভিষেকের

আজ নন্দীগ্রাম দিবসে। এদিন নন্দীগ্রাম-সহ পৃথিবীর সকল শহিদদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করলেন মুখ্যমন্ত্রী তথা দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata...

এবার নদিয়া, এসআইআর আতঙ্কে অসুস্থ হয়ে মৃত্যু বৃদ্ধের

তালিকায় নাম আছে, না নেই। গত ৪ নভেম্বর থেকে গোটা বাংলার মানুষ সেই আতঙ্কেই ভুগছেন। কী হবে ভবিষ্যৎ?...

পাঁচদিন তাপমাত্রা ২০-র নিচে, নভেম্বরেই জাঁকিয়ে শীত!

আপাতত বৃষ্টির সম্ভাবনা নেই বাংলায়। ফলে ধীরে ধীরে বাতাসের জলীয় বাষ্প কমে গিয়েছে। আর তার জেরে রাজ্যে শীতের...

নিঃশ্বাস নিতে চেয়ে গ্রেফতার শিশুরাও! দিল্লিতে নজিরবিহীন ধরপাকড় অমিত শাহর পুলিশের

প্রতিদিন ক্রমশ অবনতি হচ্ছে রাজধানীর পরিবেশের। দূষণের জেরে নিঃশ্বাস নেওয়া ক্রমশ কঠিন হয়ে দাঁড়াচ্ছে। চোখের সমস্যা, শ্বাসের সমস্যায়...
Exit mobile version