Thursday, August 21, 2025

অলিম্পিক্সে ৫০ মিটার থ্রি পজিশনে পদক জয়ের দোড়গোড়ায় স্বপ্নিল কুসালে

Date:

প্যারিস অলিম্পিক্সে ৫০ মিটার থ্রি পজিশনের ফাইনালে স্বপ্নিল কুসালে। যোগ্যতা অর্জন পর্বে সপ্তম স্থানে শেষ করলেন তিনি। ঐশ্বর্য প্রতাপ সিং তোমর অবশ্য পারলেন না। তিনি শেষ করলেন ১১ নম্বরে।স্বপ্নিল শুরু থেকেই ফর্মে ছিলেন। নিলিংয়ে দু’টি সিরিজেই ৯৯ করে স্কোর করেন তিনি। একটি করে শট বাদ দিয়েই প্রত্যেকটিতে ১০ স্কোর করেছিলেন। এই ধারাবাহিকতা স্বপ্নিল ধরে রেখেছিলেন শেষ পর্যন্ত। নিলিংয়ের পর প্রোনে তিনি ৯৮ এবং ৯৯ স্কোর করেন। স্ট্যান্ডিংয়ে একটু পিছিয়ে পড়েন। ৯৮ এবং ৯৭ স্কোর করেন। মোট ৫৯০ স্কোর করেন তিনি।

প্রসঙ্গত, সপ্তম স্থানে শেষ করা স্বপ্নিলের মতো অষ্টম এবং নবম স্থানে থাকা দুই প্রতিযোগীও ৫৯০ স্কোর করেছিলেন। কিন্তু স্বপ্নিল ৩৮টি বুলস আই মারেন। তাতেই বাকিদের থেকে পিছনে ফেলে এগিয়ে যান তিনি। পৌঁছে যান ফাইনালে। স্বপ্নিলের থেকে এক পয়েন্ট কম স্কোর করেন ঐশ্বর্য। কিন্তু তাতেই অনেকটা তফাত হয়ে যায়। ৩৩টি বুলস আই মেরেও ফাইনালে ওঠা হল না তাঁর।ছেলেদের ৫০ মিটার থ্রি পজিশনের ফাইনাল হবে বৃহস্পতিবার। আরও এক বার পদক জয়ের আশা জিইয়ে রাখল ভারত। শুটিং থেকে ইতিমধ্যেই দু’টি পদক জিতেছে। মনু ভাকের এবং সরবজ্যোৎ সিং পদক এনে দিয়েছেন। এ বার সুযোগ স্বপ্নিলের সামনে।

Related articles

যোগীরাজ্যের পাঠ্যপুস্তকে বাদ কেন রবীন্দ্রনাথকে? সাংসদ ঋতব্রতর প্রশ্নে অস্বস্তিতে কেন্দ্র

উত্তরপ্রদেশের দ্বাদশ শ্রেণির পাঠ্যপুস্তক থেকে রবীন্দ্রনাথ ঠাকুরকে কি বাদ দেওয়া হয়েছে? তৃণমূলের রাজ্যসভার সাংসদ ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের প্রশ্নে স্পষ্টতই...

প্রয়াত সিপিএম নেতা-প্রাক্তন মন্ত্রী দীনেশচন্দ্র ডাকুয়া

প্রয়াত সিপিএমের বর্ষীয়ান নেতা দীনেশচন্দ্র ডাকুয়া। বুধবার এনআরএস হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। বয়স হয়েছিল ৯৫ বছর।...

উপাচার্য নিয়োগের ইন্টারভিউয়ে ডাক মেলেনি! শীর্ষ আদালতে শান্তা দত্ত 

স্থায়ী উপাচার্য নিয়োগের ইন্টারভিউ পর্বে ডাক পাননি কলকাতা বিশ্ববিদ্যালয়ের অন্তর্বর্তী উপাচার্য শান্তা দত্ত। যোগ্য হয়েও তাঁকে সুযোগ দেওয়া...

১৫ দিনেই রেকর্ড সাফল্য! রাজ্যে সাড়া ফেলল ‘আমাদের পাড়া আমাদের সমাধান’ কর্মসূচি

মাত্র পনেরো দিনেই নজির গড়ল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নতুন কর্মসূচি, ‘আমাদের পাড়া আমাদের সমাধান’। রাজ্যের মানুষের হাতে উন্নয়নের...
Exit mobile version