Monday, November 10, 2025

দশদিনে দশ ট্রেন বেলাইন, সংসদে বুলেট ট্রেনের ‘গল্প’ শোনালেন রেলমন্ত্রী

Date:

গোটা দেশে প্রতিদিন বেলাইন হচ্ছে রেল। টানা সাতদিন ধরে বিভিন্ন জায়গায় মালগাড়ি বেলাইন হওয়ার পরে মঙ্গলবার যাত্রীবাহী ট্রেন বেলাইন হয়। মৃত্যু হয় দুজনের। বারবার বিভিন্ন দুর্ঘটনার পরে দুর্ঘটনাস্থলে গিয়ে রিল বানানো রেলমন্ত্রীকে তারপর থেকে কোথাও দেখা যায়নি। এমনকি দেশের উদ্দেশেও কোনও বার্তা দেননি তিনি। বুধবার সংসদে ফের তাঁকে সরব হতে শোনা গেলেও দুর্ঘটনা নিয়ে একটি শব্দ খরচ করেননি পদত্যাগের দাবি ওঠা রেলমন্ত্রী। বুলেট ট্রেনের বাহাদুরির দাবি করতে থাকেন তিনি।

বুধবার রাঙাপানির মালগাড়ির বেলাইন হওয়া আরও একবার মনে করিয়ে দিয়েছে একমাস আগের কাঞ্চনজঙ্ঘার দুর্ঘটনা। একই জায়গায় একই লাইনে ফের মালগাড়ি বেলাইন হওয়ায় উদ্বেগ প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বিরোধীদের পক্ষ থেকে রেলমন্ত্রীর পদত্যাগেরও দাবি করা হয়। তবে বুধবার সংসদে রেলমন্ত্রী জানান ভারতীয় রেলের ইঞ্জিনিয়ারদের পারদর্শিতা অসামান্য। তাঁদের জন্যই দেশে বুলেট ট্রেনের সংখ্যা এত দ্রুত বিভিন্ন এলাকায় বাড়ছে।

সংসদে রেলমন্ত্রী দাবি করেন বুলেট ট্রেন তৈরির জন্য ৪০ মিটারের গার্ডার তোলার ক্রেন প্রয়োজন হয়। ভারতেই এখন সেই ক্রেন তৈরি সম্ভব হচ্ছে। তাঁর বক্তব্যে কোথাও আলোয়ার থেকে পাঁশকুড়া, আলমোড়া থেকে নেলোরে রেল বেলাইন হওয়া নিয়ে একটি শব্দ ছিল না এদিন। উল্টে দেশে কীভাবে বুলেট ট্রেন বাড়াবেন সেই পরিকল্পনার কথা শোনান তিনি। যেখানে প্রতিদিন ট্রেনে সফর করতেই প্রাণের ঝুঁকির ভয় পাচ্ছেন রেলযাত্রীরা, সেখানে পরিকাঠামো ছাড়াই বুলেট ট্রেন বাড়িয়ে আরও যাত্রীদের বিপদে ফেলার পথে রেলমন্ত্রী।

Related articles

ধর্মীয় বই কিনতে গিয়ে ২ কোটি টাকার প্রতারণার ফাঁদে কলকাতা ইসকন! গ্রেফতার ১ 

ধর্মীয় বই কেনার অর্ডার দিতে গিয়ে প্রায় ২ কোটি টাকার প্রতারণার শিকার হল কলকাতা ইসকন। অভিযোগ, অর্ডার অনুযায়ী...

বিশ্বকাপজয়ী মেয়ের সৌজন্যে হারানো পুলিশের চাকরি ফিরে পাচ্ছেন বাবা

কয়েকদিন আগেই আইসিসি একদিনের বিশ্বকাপ(ICC World Cup)  জিতেছে ভারতীয়  মহিলা দল। মেয়েদের সাফল্যে গর্বিত মা-বাবারা। তবে বিশ্বকাপজয়ী মেয়ের...

গ্যাস-সমস্যায় নিঃশ্বাসের পরীক্ষা: যুগান্তকারী আবিষ্কারে বিশ্বে স্বীকৃতি বাঁকুড়ার চিকিৎসকের

একটি সাধারণ সমস্যা, যাতে জর্জরিত বর্তমান যুবসমাজ থেকে শিশুরা পর্যন্ত। গ্যাস বা গ্যাসট্রাইটিসের মতো সমস্যা নির্ধারণ করার জন্য...

একাদশ-দ্বাদশ শ্রেণির শিক্ষক নিয়োগে বাড়তে পারে আসন সংখ্যা, জানালো এসএসসি 

রাজ্যের একাদশ ও দ্বাদশ শ্রেণির শিক্ষক নিয়োগের ফলাফল ইতিমধ্যেই প্রকাশ করেছে স্কুল সার্ভিস কমিশন (এসএসসি)। প্রকাশিত ফল অনুযায়ী,...
Exit mobile version