বিধ্বস্ত ওয়েনাড়ে ২ সাংসদের প্রতিনিধি দল পাঠাচ্ছেন বাংলার মুখ্যমন্ত্রী

ভূমিধসে মৃত্যু মিছিল কেরালার (Kerala) ওয়েনাড়ে। ২ সাংসদ-সুস্মিতা দেব ও সাকেত গোখলেকে অকুস্থলে পাঠাচ্ছেন বাংলার মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। বৃহস্পতিবার বিকেলে নিজের এক্স হ্যান্ডলে মমতা লেখেন, তৃণমূলের (TMC) রাজ্যসভার ২ সাংসদের দল বিধ্বস্ত এলাকা পরিদর্শনে যাবেন।নিজের এক্স হ্যান্ডেলে মুখ্যমন্ত্রী লেখেন,
“কেরালার ওয়েনাড ভূমিধসের খবরে আমরা খুবই উদ্বিগ্ন। এটা সত্যিই মারাত্মক বিপর্যয়।
মানবিক কারণে, আমরা ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনের জন্য আমাদের দুই সাংসদ – সাকেত গোখলে এবং সুস্মিতা দেবের একটি দল পাঠাচ্ছি। তাঁরা সেখানে দুই দিন থাকবেন এবং ক্ষতিগ্রস্ত পরিবারগুলিকে সর্বাত্মক সাহায্য-সহযোগিতা করবেন।
আমি মৃতদের পরিবারের প্রতি আমার সমবেদনা জানাই। ক্ষতিগ্রস্তদের সহনুভূতি জানাই।“

বিধ্বংসী ভূমিধসের ঘটনায় আগেই গভীর শোকপ্রকাশ করেছেন বাংলার মুখ্যমন্ত্রী (Mamata Banerjee)। ৩০ জুলাই ভারী বৃষ্টির জেরে ধস নামে ওয়েনাড়ে। এখনও পর্যন্ত ২৯০-এর মৃত্যু খবর মিলেছে। শতাধিক মানুষ নিখোঁজ। ক্ষতিগ্রস্ত অসংখ্য মানুষ। বৃহস্পতিবার, ওয়েনাড়ের বিধ্বস্ত এলাকা পরিদর্শন করেন লোকসভায় বিরোধী দলনেতা রাহুল গান্ধী এবং সর্বভারতীয় সাধারণ সম্পাদক প্রিয়ঙ্কা গান্ধী।