Saturday, November 8, 2025

এ যেন বলিউডের ‘ভিকি ডোনার’। সিনেমার গল্প সরাসরি উঠে এসেছে বাস্তবে। যদিও ভারতীয় নয় এ কাহিনী এক রাশিয়ানের। এখন বিয়ে হয়নি, মাত্র ৩৯ বছর বয়সেই ব্যবসায়িক জগতে তুমুল সাফল্য। কিন্তু তার পাশাপাশি শতাধিক সন্তানের বাবা হওয়ার কৃতিত্ব রয়েছে টেলিগ্রামের সিইও পাভেল দুরভের। সম্প্রতি নিজেই ফাঁস করেছেন গোপন কথা। যা নিয়ে রীতিমতো চর্চা শুরু সোশ্যাল মিডিয়ায়।

টেলিগ্রামে নিজের ৫.৭ মিলিয়ন সাবক্রাইবারের সঙ্গে নিজের জীবনের ব্যক্তিগত কথা শেয়ার করতে গিয়ে পাভেল জানান, তিনি অবিবাহিত হলেও এখনই নাকি ১০০ সন্তানের বাবা! শুধু তাই নয় যাতে তাঁর সন্তানরা পরস্পরকে খুঁজে বের করতে পারেন সেই কথা মাথায় রেখে নিজের DNA প্রকাশ্যে আনার চিন্তাভাবনা করছেন টেলিগ্রামের CEO। কিন্তু কী ভাবে শতাধিক সন্তানের জনক হলেন তিনি? বায়োলজিক্যাল বাবা হওয়ার নেপথ্য কাহিনী প্রসঙ্গে পাভেল বলেন, প্রায় ১৫ বছর আগে তার বন্ধুর কাছ থেকে এক অদ্ভুত প্রস্তাব পেয়েছিলেন। ফার্টিলিটির সমস্যার জন্য ওই বন্ধু ও তাঁর স্ত্রী সন্তানের জন্ম দিতে পারছিলেন না। সেইসময় তাঁকে একটি ক্লিনিকে গিয়ে শুক্রাণু দান করার কথা বলা হয়। প্রথমবার শুক্রাণু দান করতে গিয়ে দুরভ জানতে পারেন, উচ্চমানের শুক্রাণু খুবই কম পাওয়া যায়। যারা শারীরিক সমস্যার কারণে বাবা-মা হতে পারেন না তাদের জন্য এভাবেই সন্তান সুখ লাভের ব্যবস্থা করার সুযোগ হাতছাড়া করতে চাননি তিনি। টেলিগ্রামের সিইও জানিয়েছেন তাঁর দেওয়া স্পার্ম থেকে ২০২৪ সাল পর্যন্ত ১২টি দেশের একশোর বেশি দম্পতির সন্তান হয়েছে। এখনও একটা IVF ক্লিনিকে তাঁর শুক্রাণু রাখা রয়েছে বলে দাবি করেছেন তিনি। টেলিগ্রামের সিইও-র এই পোস্ট এখনও পর্যন্ত ১.৮ মিলিয়ম মানুষ দেখেছেন বলে খবর।


Related articles

আজ সোনা রুপোর দাম কত, জেনে নিন এক ঝলকে

৮ নভেম্বর (শনিবার) ২০২৫ ১ গ্রাম ১০ গ্রাম পাকা সোনার বাট ১২০৭৫ ₹ ১২০৭৫০ ₹ খুচরো পাকা সোনা ১২১৩৫...

একনজরে আজ পেট্রোল-ডিজেলের দাম 

৮ নভেম্বর (শনিবার), ২০২৫ কলকাতায় লিটার প্রতি পেট্রোলের দাম ১০৫.৪১ টাকা, ডিজেলের দাম লিটার প্রতি ৯২.০২ টাকা দিল্লিতে...

একলাফে বাড়ল বিহারের ভোট: ফায়দা কার? আশা দেখছে উভয়পক্ষ!

বিহারের বিধানসভা নির্বাচনের প্রথম দফা চমকে দিয়েছে নির্বাচন কমিশনকে। প্রথম দফার নির্বাচনে ভোটদানের হার এক লাফে এতটা বেড়েছে,...

এশিয়া মাস্টার্স অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপে দেশের জন্য সোনা জয় বাংলার মহিলা সিভিক ভলেন্টিয়ারের

আন্তর্জাতিক স্তরে দেশের নাম উজ্জ্বল করলেন বাংলার মহিলা সিভিক ভলেন্টিয়ার। ২২টি দেশকে টেক্কা দিয়ে আন্তর্জাতিক স্তরের জ্যাভলিন থ্রো...
Exit mobile version