বেআইনি হোর্ডিং নিয়ে বিধাননগর পুরসভার রিপোর্ট তলব হাই কোর্টের

অভিযোগ উঠেছে, বিধাননগরে বেআইনি ভাবে যত্রতত্র হোর্ডিং লাগানো হচ্ছে। পুরসভার এই সংক্রান্ত যে নির্দেশিকা রয়েছে, তা মানা হচ্ছে না

কোনও নিয়মকানুনের বালাই নেই। যেখানে সেখানে লাগানো হচ্ছে হোর্ডিং। কোনও নিয়মের তোয়াক্কা করা হচ্ছে না। এমনই অভিযোগ বিধাননগরে। এবার খোদ হাই কোর্ট জানতে চাইল, বেআইনি হোর্ডিং সংক্রান্ত অভিযোগে কী পদক্ষেপ করেছে বিধাননগর পুরসভা। এই সংক্রান্ত রিপোর্টও তলব করা হয়েছে। এই বিষয়ে রাজ্য সরকারের কাছ থেকেও রিপোর্ট চাওয়া হয়েছে। দু’সপ্তাহের মধ্যে রিপোর্ট জমা দিতে হবে হাই কোর্টে।

বিধাননগর পুরসভা এলাকায় বেআইনি হোর্ডিং নিয়ে আদালতে জনস্বার্থ মামলা করেন আইনজীবী দিবায়ন বন্দ্যোপাধ্যায়। বৃহস্পতিবার হাই কোর্টের প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানম এবং বিচারপতি হিরণ্ময় ভট্টাচার্যের ডিভিশন বেঞ্চে সেই মামলাটি ওঠে। অভিযোগ উঠেছে, বিধাননগরে বেআইনি ভাবে যত্রতত্র হোর্ডিং লাগানো হচ্ছে। পুরসভার এই সংক্রান্ত যে নির্দেশিকা রয়েছে, তা মানা হচ্ছে না। অথচ বিভিন্ন হোর্ডিং থেকে বিপুল পরিমাণে রাজস্ব আসে পুরসভার কাছে। কয়েক হাজার কোটি টাকা আয় হয়। কিন্তু তা সত্ত্বেও বেআইনি হোর্ডিংয়ের বিষয়টি যথেষ্ট গুরুত্ব দিয়ে দেখছেন না পুর কর্তৃপক্ষ।

আদালতে অভিযোগ করা হয়, নিয়ম মেনে হোর্ডিং না লাগানোয় দুর্ঘটনার সম্ভাবনা বাড়ছে। বেআইনি হোর্ডিয়ের নির্দিষ্ট কোনও পরিকাঠামো থাকছে না।এই ধরনের কয়েকশো হোর্ডিংয়ে ছেয়ে গিয়েছে বিধাননগর। এমনকি, এই সংক্রান্ত বিষয়ে পুরসভার একটি বৈঠকে ১৩০টি বেআইনি হোর্ডিংয়ের কথা স্বীকারও করা হয়েছে বলে আদালতে জানান মামলাকারী। আদালতের পর্যবেক্ষণ, হোর্ডিংয়ের বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ। হোর্ডিং নিয়ে নির্দিষ্ট নির্দেশিকা থাকা উচিত। না হলে তা থেকে দুর্ঘটনার সম্ভাবনা থেকে যায়। বিধাননগর পুরসভার আদালতে জানিয়েছে, হোর্ডিং নিয়ে তাদের নির্দিষ্ট আইন এবং নির্দেশিকা রয়েছে। এই বিষয়ে অভিযোগ পেলে পুরসভা পদক্ষেপও করে। এর পরেই প্রধান বিচারপতি বিধাননগর পুরসভার হোর্ডিং সংক্রান্ত অভিযোগে মুম্বইয়ের বিলবোর্ডকাণ্ডের প্রসঙ্গ মনে করিয়ে দেন। প্রধান বিচারপতি বলেন, ‘‘বেআইনি ভাবে হোর্ডিং লাগানোর অভিযোগ উঠেছে। বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ। এই সংক্রান্ত বিষয়ে মহারাষ্ট্রের ঘটনার কথা মনে পড়ছে। পুরসভার বিষয়টি দেখা উচিত।’’

 

Previous articleHappy Birthday দিলীপদা! শুভেচ্ছা জানিয়ে শুভেন্দুর আগেই ফ্রেমে কুণাল
Next article‘প্রয়াত’ শঙ্কর চক্রবর্তী! ভুয়ো খবরে জেরবার অভিনেতা বলছেন “দিব্যি আছি”