Thursday, August 21, 2025

প্যারিস অলিম্পিক্সে হতাশ করলেন সাত্ত্বিকসাইরাজ-চিরাগ শেট্টি, কোয়ার্টার ফাইনালে হার ভারতের তারকা জুটির

Date:

২০২৪ প্যারিস অলিম্পিক্সে জেতা ম্যাচ হাতছাড়া করলেন ব্যাডমিন্টন তারকা জুটি সাত্ত্বিকসাইরাজ রানকিরেড্ডি এবং চিরাগ শেট্টি। এদিন অলিম্পিক্সে পুরুষদের ডাবলসের কোয়ার্টার ফাইনালে মালয়েশিয়ার জুটি অ্যারন চিয়া এবং সোহ উই ইকের কাছে হেরে গেলেন তাঁরা। ম্যাচের ফলাফল ২১-১৩, ১৪-২১, ১৬-২১ । এই হারের ফলে সেমিফাইনালে পৌঁছাতে ব্যর্থ হলেন তারা। আরও একটা পদকের আশা শেষ হল ভারতের।

ম্যাচে এদিন শুরুটা ভালোই করেন ভারতের ব্যাডমিন্টন তারকা জুটি সাত্ত্বিকসাইরাজ রানকিরেড্ডি এবং চিরাগ শেট্টি। প্রথম গেমে ২১-১৩ ব্যবধানে জেতেন তারা। তবে দ্বিতীয় গেমে দুরন্ত কামব্যাক করেন মালয়েশিয়া জুটি। দ্বিতীয় গেমে ১৪-২১ সাত্ত্বিক-চিরাগ হারান তারা। তৃতীয় গেমে ম্যাচে একটা সময় এগিয়ে থাকলেও শেষরক্ষা হয়নি ১৬-২১ হারেন ভারতীয় জুটি।

ব্যাডমিন্টনের পাশাপাশি হতাশ করেছে বক্সিংও। এদিন মহিলাদের ৫০ কেজি বিভাগে শেষ ষোলোর ম্যাচে হেরেছেন নিখাত জারিন। প্রি-কোয়ার্টার ফাইনালে চিনের উ ইয়ুকে হারাতে পারলে পদকের দিকে এক ধাপ এগিয়ে যেতেন নিখাত। কিন্তু তা হল না। তবে নিখাত না পারলেও, পদকের আশা বাঁচিয়ে রেখেছে নিশান্ত দেব। প্যারিস অলিম্পিক্সে পুরুষদের ৭১ কেজি বিভাগে কোয়ার্টার ফাইনালে উঠেছেন নিশান্ত। কোয়ার্টার ফাইনালের ম্যাচ জিততে পারলেই একটি পদক নিশ্চিত হয়ে যাবে।

এদিকে পুরুষদের ব্যাডমিন্টনের সিঙ্গলসে এইচএস প্রণয়কে উড়িয়ে দিলেন লক্ষ্য সেন। ম্যাচের ফলাফল ২১-১২ এবং ২১-৬।  এদিন প্রণয়কে হারিয়ে কোয়ার্টার ফাইনালে পৌঁছে গেলেন লক্ষ্য। দ্বিতীয় গেমের বেশিরভাগ সময় প্রণয়কে দেখে মনে হচ্ছিল যে তিনি কার্যত নিয়মরক্ষার জন্য খেলছেন।

আরও পড়ুন- অলিম্পিক্সে বেলজিয়ামের কাছে হার ভারতের, কোয়ার্টার ফাইনালে কি পৌঁছাবে হরমনপ্রীতরা ?

 


Related articles

যোগীরাজ্যের পাঠ্যপুস্তকে বাদ কেন রবীন্দ্রনাথকে? সাংসদ ঋতব্রতর প্রশ্নে অস্বস্তিতে কেন্দ্র

উত্তরপ্রদেশের দ্বাদশ শ্রেণির পাঠ্যপুস্তক থেকে রবীন্দ্রনাথ ঠাকুরকে কি বাদ দেওয়া হয়েছে? তৃণমূলের রাজ্যসভার সাংসদ ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের প্রশ্নে স্পষ্টতই...

প্রয়াত সিপিএম নেতা-প্রাক্তন মন্ত্রী দীনেশচন্দ্র ডাকুয়া

প্রয়াত সিপিএমের বর্ষীয়ান নেতা দীনেশচন্দ্র ডাকুয়া। বুধবার এনআরএস হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। বয়স হয়েছিল ৯৫ বছর।...

উপাচার্য নিয়োগের ইন্টারভিউয়ে ডাক মেলেনি! শীর্ষ আদালতে শান্তা দত্ত 

স্থায়ী উপাচার্য নিয়োগের ইন্টারভিউ পর্বে ডাক পাননি কলকাতা বিশ্ববিদ্যালয়ের অন্তর্বর্তী উপাচার্য শান্তা দত্ত। যোগ্য হয়েও তাঁকে সুযোগ দেওয়া...

১৫ দিনেই রেকর্ড সাফল্য! রাজ্যে সাড়া ফেলল ‘আমাদের পাড়া আমাদের সমাধান’ কর্মসূচি

মাত্র পনেরো দিনেই নজির গড়ল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নতুন কর্মসূচি, ‘আমাদের পাড়া আমাদের সমাধান’। রাজ্যের মানুষের হাতে উন্নয়নের...
Exit mobile version