Thursday, August 28, 2025

বাম ভোট রামে, নির্বাচনী বিপর্যয়ের পর্যালোচনায় “বিভীষণ” চিহ্নিত করছে সিপিএম!

Date:

২০১১ সালে রাজ্যে রাজনৈতিক পালাবদল থেকে একের পর এক নির্বাচনে বিপর্যয় সঙ্গী হয়েছে সিপিএমের (CPIM)। ধীরে ধীরে প্রধান বিরোধী দলের তকমাও হারিয়েছে বামেরা। রক্তক্ষরণ হতে হতে রাজ্যে সিপিএম এখন শূন্য। চব্বিশের লোকসভা নির্বাচনেও ভরাডুবি। শুধু হার বললে ভুল, দুজন বাদ দিয়ে বাকিদের জমানত বাজেয়াপ্ত হয়েছে। ভোট বিপর্যয়ের কারণ পর্যালোচনায় বসেছে বঙ্গ সিপিএম।

এবারের পর্যালোচনায় দলের অন্দরে ‘বিভীষণ’দের চিহ্নিত করছে সিপিএম (CPIM)। অন্য প্রার্থীকে ভোট দেওয়া থেকে দলের প্রার্থী আছে এমন বহু এলাকায় নিষ্ক্রিয় ছিলেন সিপিএম কর্মীরা। এমনই চাঞ্চল্যকর দাবি করা হল ভোট-পর্যালোচনা রিপোর্টে।

সামনেই বর্ধিত রাজ্য কমিটির বর্ধিত অধিবেশন। সেই অধিবেশনের আগেই লোকসভা ভোটের ফল ও দলের পরিস্থিতি প্রাথমিক পর্যালোচনা করেছেন সিপিএম শীর্ষ নেতৃত্ব। রিপোর্ট আকার তা প্রকাশ করা হয়েছে। রিপোর্টের ২১, ও ২২ নং পাতায় উল্লেখ, ‘পার্টি লাইনের বিরুদ্ধে গিয়ে কিছু দলের প্রার্থীকে পার্টি সদস্য, কর্মীর সমর্থন করেছেন বা ভোট দিয়েছেন। নির্দিষ্ট প্রার্থীকে বা দলকে সমর্থনের পিছনে স্থানীয় সংস্থার নির্বাচন ইত্যাদির মতো সংকীর্ণ স্বার্থ কাজ করেছে। এমন সংসদীয় সবিধাবাদেরও উদাহরণ রয়েছে’।

এদিকে দলের সভা-সমাবেশে ভিড় হলেও নিচুতলায় সংগঠন সামলানো বা বুথ আগলে রাখার মতো কর্মী যে নেই, প্রাথমিক ভোট-পর্যালোচনা রিপোর্টে তাও উঠে এসেছে। রিপোর্ট এও স্বীকার করে নেওয়া হয়েছে, ‘সাধারণ মানুষের সঙ্গে পার্টি কার্যত বিচ্ছিন্ন।

আরও পড়ুন: বেআইনি হোর্ডিং নিয়ে বিধাননগর পুরসভার রিপোর্ট তলব হাই কোর্টের

 

Related articles

সাত লুকের ‘বহুরূপ’ সোহমের, চ্যালেঞ্জ নিয়ে চমকে দিলেন অভিনেতা

যা কখনও হয়নি তা এখন হবে, এবার হবে। সেলিব্রেটিদের রিল - রিয়েলের আলাদা রূপ আর লুক নিয়ে কম...

উন্মুক্ত শৌচমুক্ত ৯৪ পুরসভা, স্বচ্ছতার শংসাপত্র বাংলাকে

শহরাঞ্চলে আর খোলা শৌচের দৃশ্য নেই। পুরসভাগুলির উদ্যোগ এবং পুর দফতরের তদারকিতে উন্মুক্ত শৌচমুক্ত হয়েছে কলকাতা সহ রাজ্যের...

ফাঁকা কেন্দ্রগুলিতে দ্রুত ইআরও–এইআরও নিয়োগের নির্দেশ কমিশনের 

ফাঁকা পড়ে থাকা একাধিক বিধানসভা কেন্দ্রে দ্রুত ইলেক্টোরাল রেজিস্ট্রেশন আধিকারিক (ইআরও) এবং অ্যাসিসটেন্ট ইলেক্টোরাল রেজিস্ট্রেশন আধিকারিক (এইআরও) নিয়োগের...

নথিভুক্ত অথচ নিষ্ক্রিয় রাজনৈতিক দলগুলিকে শুনানিতে তলব করল কমিশন 

নির্বাচন কমিশনের নির্দেশে ফের সক্রিয় হল রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতর। নথিভুক্ত হলেও কার্যত নিষ্ক্রিয় রাজনৈতিক দলগুলিকে শুনানিতে...
Exit mobile version