Sunday, May 4, 2025

প্রাকৃতিক দুর্যোগের তছনছ হয়ে গেছে ছবির মত ওয়েনাড় (Wayanad)। নিশ্চিহ্ন রাস্তাঘাট, বিচ্ছিন্ন যোগাযোগ। যেন এক নিমেষে বদলে গেছে রাজ্যের ম্যাপ। ক্ষতির পরিমাণ জানতে ড্রোন উড়িয়ে সার্ভে করা হচ্ছে। দশটা পর্যন্ত পাওয়া খবর অনুযায়ী মৃতের সংখ্যা বেড়ে ২৯৩। রাতের মধ্যেই এই সংখ্যাটা ৩০০ ছাড়াবে বলে আশঙ্কা করা হচ্ছে। ধ্বংসস্তূপে আটকে থাকা মৃতদেহ খুঁজে বের করতে স্নিফার ডগ ব্যবহার করা হচ্ছে। বৃহস্পতিবারও ভারী বৃষ্টি হয়েছে ওয়েনাড় এবং সংলগ্ন এলাকায়। ভূমিধসের (Landslide ) কারণে কেরালার বাকি অংশ থেকে একপ্রকার বিচ্ছিন্ন হয়ে গিয়েছে ওয়েনাড়ের বেশ কয়েকটি গ্রাম। ভেসে গিয়েছে যাতায়াতের রাস্তা। বিধ্বস্ত ওয়েনাড়ে ২ সাংসদের প্রতিনিধি দল পাঠাচ্ছেন বাংলার মুখ্যমন্ত্রী (CM)।

৩০ জুলাই ভারী বৃষ্টির জেরে ধস নামে ওয়েনাড়ে। চলছে মৃত্যু মিছিল, ঘর ছাড়া কয়েক হাজার পরিবার। বিপর্যস্তদের পাশে থাকার বার্তা দিয়েছেন বাংলার মুখ্যমন্ত্রী। যদিও এত বড় ঘটনার পর দায় এড়াতে কেরালা সরকারের উপর দোষ চাপাতে ব্যস্ত কেন্দ্র। বুধবার অমিত শাহ (Amit Shah) দাবি করেন, রাজ্যকে আগেই সতর্ক করা হয়েছিল। যদিও শাহের এই দাবি খারিজ করেছেন পিনারাই বিজয়ন। তিনি স্পষ্ট জানিয়েছেন, ধসের সম্ভাবনা নিয়ে কেন্দ্রের তরফে কেরালাকে কোনও সতর্কবার্তা পাঠানো হয়নি। ক্ষতিগ্রস্তদের পাশে আছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বৃহস্পতিবার বিকেলে নিজের এক্স হ্যান্ডলে তিনি লেখেন,“কেরালার ওয়েনাড ভূমিধসের খবরে আমরা খুবই উদ্বিগ্ন। এটা সত্যিই মারাত্মক বিপর্যয়। মানবিক কারণে, আমরা ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনের জন্য আমাদের দুই সাংসদ – সাকেত গোখলে এবং সুস্মিতা দেবের একটি দল পাঠাচ্ছি। তাঁরা সেখানে দুই দিন থাকবেন এবং ক্ষতিগ্রস্ত পরিবারগুলিকে সর্বাত্মক সাহায্য-সহযোগিতা করবেন।আমি মৃতদের পরিবারের প্রতি আমার সমবেদনা জানাই। ক্ষতিগ্রস্তদের সহনুভূতি জানাই।“ এদিন বিধ্বস্ত এলাকা পরিদর্শন করেন লোকসভায় বিরোধী দলনেতা রাহুল গান্ধী এবং সর্বভারতীয় সাধারণ সম্পাদক প্রিয়ঙ্কা গান্ধী।


Related articles

চল্লিশ চাঁদের আয়ু, উৎপল সিনহার কলম

আমার কবিতা অসহায় যত পাগলি মেয়ের প্রলাপ আমার কবিতা পোড়া ইরাকের ধ্বংসে রক্তগোলাপ আমার কবিতা মেধা পাটেকর শাহবানু থেকে গঙ্গা আমার কবিতা অলক্ষ্মীদের বেঁচে...

রোমারিও শেফার্ডের ঝোড়ো ইনিংস, ধোনিদের হারাল বিরাটরা

শেষ মুহূর্তে রোমারিও শেফার্ডের(Romario Shepherd) একটা ঝোরো ইনিংস। আর সেটাই যেন কলকাতা রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর(RCB) জয়ের রাস্তাটা প্রশস্ত...

যেতে পারেন: দিলীপ নিয়ে কর্মীদের ‘অস্বস্তিকর’ পোস্টে ব্যবস্থা নেওয়ার বার্তা শমিকের

দিলীপ ঘোষের সময়েই পরিসংখ্যানে বাংলায় বিজেপি সবথেকে ভালো অবস্থানে ছিল। সেই নেতার দিঘার জগন্নাথ মন্দির উদ্বোধনে যাওয়াকে ঘিরে...

লন্ডনে অ্যাডামাস টেক কনসালট্যান্সির অফিস উদ্বোধন বাবুল সুপ্রিয়র

বিশেষ সংবাদদাতা, লন্ডন: কলকাতার বাঙালির হাতে তৈরি কলকাতার সংস্থার অফিস উদ্বোধন লন্ডনে (London)। শনিবার, অ্যাডামাস টেক কনসালট্যান্সি, ইউ...
Exit mobile version