জীবন বিমা এবং স্বাস্থ্য বিমার প্রিমিয়াম থেকে GST প্রত্যাহারের দাবিতে সরব বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Bandopadhyay)। বৃহস্পতিবার নিজের এক্স হ্যান্ডেলে (X-Handle) পোস্ট করে মমতা লেখেন, জনবিরোধী এই জিএসটি প্রত্যাহার না করলে তাঁরা পথে নেমে আন্দোলন করবেন। একই দাবিতে এদিন রাজ্যসভায় আওয়াজ তোলেন তৃণমূলের (TMC) দুই সাংসদ দোলা সেন (Dola Sen) এবং সাকেত গোখলে (Saket Gokhle)। খোদ মোদি সরকারের কেন্দ্রীয় সড়ক ও পরিবহণমন্ত্রী নীতীন গডকড়িও একই দাবিতে সরব হন।
কিছুদিন আগেই নাগপুর রেঞ্জের লাইফ ইনস্যুরেন্স কর্পোরেশন বা এলআইসি-র কর্মচারী ইউনিয়ন কেন্দ্রীয় মন্ত্রী গডকড়ির কাছে একটি স্মারকলিপি জমা দেয়। সেখানেই স্বাস্থ্য বিমায় জিএসটি প্রত্যাহারের কথা জানানো হয়। জীবনবিমার প্রিমিয়ামের উপরে জিএসটি চাপানো মানে জীবনের অনিশ্চয়তার উপরে জিএসটি চাপানো হচ্ছে। জীবনবিমা এবং স্বাস্থ্যবিমার প্রিমিয়ামের উপর জিএসটি তুলে নেওয়ার কথা জানিয়ে কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামনকে চিঠি দিয়েছেন নীতীন গডকড়ি। বিষয়টি নিয়ে গুরুত্ব সহকারে বিবেচনা করার আর্জি জানান তিনি।
বৃহস্পতিবার রাজ্যসভায় এই নিয়ে আওয়াজ তোলেন তৃণমূলের সাংসদ দোলা সেন। গডকড়িকে সমর্থনের কথা জানিয়ে দোলা বলেন, ‘‘আমি গডকড়ির প্রস্তাবকে সমর্থন করি। হয় কেন্দ্রীয় অর্থমন্ত্রী তা মানুন, না হলে পদত্যাগ করুন।’’ স্বাস্থ্য বীমার উপর জিএসটি নেওয়ার প্রতিবাদে রাজ্যসভায় সরব হন সাকেত গোখলেও। মোদি সরকারকে সরাসরি নিশানা করে তিনি বলেন, এটা কী ধরনের নীতি যে একজনকে স্বাস্থ্যের মৌলিক অধিকারের উপরেও জিএসটি দিতে হচ্ছে! তৃণমূল সভানেত্রীর পোস্ট থেকে স্পষ্ট, জনবিরোধী এই নীতি মোদি সরকার প্রত্যাহার না করলে তিনি এ নিয়ে আন্দোলনে নামবেন।
Our demand to Government of India is to roll back GST from life insurance and medical insurance premium on grounds of people’s health imperatives.
This GST is bad because it adversely affects the people’s ability to take care of their basic vital needs.
If Government of India…
— Mamata Banerjee (@MamataOfficial) August 1, 2024
