Sunday, November 9, 2025

ইস্টবেঙ্গলের ১০৫তম প্রতিষ্ঠা দিবস পালিত হল ক্লাব প্রাঙ্গণে। ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্রে মূল অনুষ্ঠানে আকর্ষণের কেন্দ্রে ছিলেন সৌরভ গঙ্গোপাধ্যায় এবং মহম্মদ সামি। এদিন ভারত গৌরব সম্মান দেওয়া হয় সৌরভকে। প্রাইড অফ বেঙ্গল সম্মান পান সামি। পিকে ব্যানার্জি মেমোরিয়াল সম্মান দেওয়া হয় কোচ কার্লেস কুয়াদ্রাতকে। ড. রমেশ চন্দ্র সেন মেমোরিয়াল ‘জীবনকৃতী সম্মান’ পান রঞ্জিত মুখোপাধ্যায়। বোমকেশ বোস মেমোরিয়াল ‘জীবনকৃতি সম্মান’ জানানো হয় প্রশান্ত ব্যানার্জিকে। বছরের সেরা ফুটবলার হিসাবে সম্মানিত হন নন্দকুমার সেকার। উদীয়মান ফুটবলারের পুরস্কার পান প্রভসুখন গিল। অজয় বোস মেমোরিয়াল সাংবাদিক সম্মান দেওয়া হয় রাজদীপ সারদেশাইকে। পুষ্পেন সরকার মেমোরিয়াল সাংবাদিক সম্মান পান সরোজ চক্রবর্তী। বর্ষসেরা ক্রিকেটারের সম্মান দেওয়া হয় সাত্যকি দত্তকে। সেরা সমর্থক হন মুকুল গঙ্গোপাধ্যায় এবং গনেশ দাস। দুই রেফারি সুকৃতি কুমার দত্ত এবং জয়ন্ত বন্দ্যোপাধ্যায়কে সংবর্ধিত করা হয়। উপস্থিত ছিলেন সৌরভ গাঙ্গুলী, অরূপ বিশ্বাস , স্নেহাশিস গাঙ্গুলী,বিকাশ পাঁজি, অ্যালভিটো,দেবাশিস কুমার, সুব্রত দত্ত,ফিরহাদ হাকিম,ক্লাবের ভাইস প্রেসিডেন্ট রাহুল টোডি,মনোরঞ্জন ভট্টাচার্য, শ্যাম থাপা,সুজিত বসু, প্রসেনজিৎ চট্টোপাধ্যায় সহ বিশিষ্টরা।

এর আগে বৃহস্পতিবার সকালে প্রতিবারের মতো এবারও পতাকা উত্তোলন করা হয়। ক্লাব কর্তারা ছাড়াও ছিলেন ইস্টবেঙ্গলের প্রাক্তন ফুটবলাররা। চিরাচরিত প্রথা মেনে সকালে ক্লাব তাঁবুতে ক্লাবের প্রধান প্রতিষ্ঠাতা সুরেশ চন্দ্র চৌধুরী, শৈলেশ বসু এবং ড. রমেশ সেনের প্রতিকৃতিতে মাল্যদান করা হয়। একইসঙ্গে প্রদীপ প্রজ্জ্বলন করা হয়। এরপর কেক কেটে ক্লাবের ১০৫ তম জন্মদিন পালিত হয়।উপস্থিত ছিলেন ক্লাব সভাপতি মুরারি লাল লোহিয়া, সচিব রূপক সাহা, ফুটবল সচিব সৈকত গাঙ্গুলি, অর্থ সচিব সদানন্দ মুখার্জি, শীর্ষকর্তা দেবব্রত সরকার। এছাড়াও ছিলেন একাধিক প্রাক্তন ফুটবলার। এই তালিকায় ছিলেন ভাস্কর গাঙ্গুলি, মিহির বসু, বিকাশ পাঁজি, অতনু ভটাচার্য, অমিত ভদ্র, অমিতাভ চন্দ্র, সঞ্জয় মাঝি, সৌমিক দে, আলভিটো ডি কুনহা, মেহতাব হোসেন, দীপঙ্কর রায়, রহিম নবি, চন্দন দাস, মাধব দাস, প্রশান্ত চক্রবর্তী প্রমুখ। এছাড়াও ছিল ইস্টবেঙ্গল ক্লাবের জুনিয়ার ফুটবলাররা। ছিলেন সদস্য, সমর্থকরাও।


Related articles

টাকা পেয়েও কাজে দেরি! ‘বাংলার বাড়ি’ নিয়ে কড়া প্রশাসন, রিপোর্ট চাইল নবান্ন

প্রথম দফায় ১ লক্ষ ২০ হাজার টাকা পাওয়ার পরও বহু উপভোক্তা এখনও ‘বাংলার বাড়ি’ প্রকল্পের কাজ শুরু করেননি।...

ঝুলনের চোখে বাংলার সেরা ক্রিকেটার রিচা, মহিলা ক্রিকেটের প্রশংসায় পঞ্চমুখ সৌরভ

বাংলার বিশ্বকাপ জয়ী একমাত্র ক্রিকেট তারকা রিচা ঘোষের (Richa Ghosh) সম্বর্ধনা অনুষ্ঠানে শনিবার ইডেন গার্ডেন্সে বিশেষ অনুষ্ঠানের আয়োজন...

সৌরভ ছাড়া অন্য কারও ICC সভাপতি থাকার কথা নয়: বললেন ‘ঠোঁটকাটা’ মমতা

ছিল বিশ্বজয়ী ক্রিকেটার রিচা ঘোষের (Richa Ghosh) সংবর্ধনা অনুষ্ঠান। শনিবার ইডেনে সেই অনুষ্ঠানে বোমা ফাটালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের...

বঙ্গ রাজনীতিতে নতুন দল! চেয়ারম্যান হিসাবে নিজের নাম ঘোষণা হুমায়ুন কবীরের

বারবার দল বিরোধী কথাবার্তা। দলের পদক্ষেপ নিয়ে প্রকাশ্যে সমালোচনা। এবার মুখোশ খুলল হুমায়ুন কবীরের। তিনি এবার নিজেই দল...
Exit mobile version