Monday, November 3, 2025

টি-২০ সিরিজ জয় অতীত। এবার সামনে একদিনের সিরিজ । আগামিকাল শ্রীলঙ্কার বিরুদ্ধে একদিনের ম্যাচ খেলতে নামছে টিম ইন্ডিয়া। শুক্রবার শ্রীলঙ্কার বিরুদ্ধে প্রথম একদিনের ম্যাচ। দলে ফিরেছেন রোহিত শর্মা-বিরাট কোহলিররা। অধিনায়কের আর্মব্যান্ড পরবেন হিটম্যান । তার আগে নিজের পরিকল্পনা জানালেন রোহিত।

টি-২০ বিশ্বকাপ জয়ের পর দেশের জার্সি গায়ে নামছেন রোহিত শর্মা। তবে এই ম্যাচে নামার আগে টি-২০ জয় নিয়ে ভাবতে চান না ভারত অধিনায়ক। বরং রোহিতের ফোকাস শ্রীলঙ্কা ম্যাচ ঘিরে। এই নিয়ে তিনি বলেন, “ বিশ্বকাপ জিতে দেশে ফেরার অনুভূতি আলাদা। দিল্লি ও মুম্বইয়ে যা সংবর্ধনা পেয়েছি তা ভুলব না। কিন্তু এবার বিশ্বকাপ থেকে আমাদের বেরাতে হবে। আর সে সব ভাবলে চলবে না। সামনের দিকে এগোতে হবে। ক্রিকেট এগিয়ে চলেছে। আমাদেরও তাল মিলিয়ে এগোতে হবে। টি-২০ বিশ্বকাপ শেষ। এবার আমাদের ভাবতে হবে সামনে কী আছে। সামনেও বড় প্রতিযোগিতা আছে। সেখানে ভাল খেলতে হবে। যে মানসিকতা নিয়ে আমরা খেলছি সেই মানসিকতা নিয়েই খেলব।”

টিম ইন্ডিয়ার নতুন কোচ হয়েছেন গৌতম গম্ভীর। এই সিরিজ থেকেই দেখা যাবে রোহিত-গম্ভীর জুটি। গম্ভীরের দর্শন যে আলাদা, আগ্রাসী তা জানাতে ভুললেন না রোহিত। তিনি বলেন, “ গৌতি ভাই নিজে অনেক দিন খেলেছে। ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটেও যুক্ত ছিল। তাই ও অন্যদের থেকে আলাদা ভাবে কোচিং করাবে, সেটাই স্বাভাবিক। প্রত্যেকের কাজ করার ধরন আলাদা। গৌতি ভাইয়ের সঙ্গে আমিও কিছুদিন খেলেছি। ও দলের কাছে কী চায় সে বিষয়ে ওর স্পষ্ট ধারণা আছে।”

আরও পড়ন- প্রতিষ্ঠা দিবসের দিনই দলবদলে বড় চমক লাল-হলুদের


Related articles

ঝুলনকে নিয়েই সাফল্যের উদযাপন স্মৃতিদের, বাঙালির গর্ব বিশ্বকাপজয়ী রিচা

পঙ্কজ রায় থেকে সৌরভ গঙ্গোপাধ্যায় বা ঝুলন গোস্বামী, ক্রিকেট বিশ্বের দরবারে বাংলার মুখ অনেকেই। কিন্তু সৌরভ-ঝুলনদের পাশে ছিল...

মায়ানগরীতেই স্বপ্নপূরণ, এক নজরে ব্যাটে বলে ধামাকাদার ম্যাচের স্কোর বোর্ড

মুম্বইকে বলা হয় মায়ানগরী। কত স্বপ্ন এখানে সফল হয়। এই মুম্বইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে ২০১১ সালে ২ এপ্রিল ওয়ানডে...

ক্রিকেটে বিশ্ব চ্যাম্পিয়ন ভারতের মেয়েরা: শুভেচ্ছা প্রধানমন্ত্রী, মুখ্যমন্ত্রীর ও ক্রীড়ামন্ত্রীর

রবিবারের মধ্যরাতে রচিত হল নতুন ইতিহাস। প্রথমবার বিশ্ব চ্যাম্পিয়ন ভারতের মহিলা ক্রিকেট ব্রিগেড। ইতিহাস রচনা হওয়ার রাতে ভারতীয়...

দীপ্তি-শেফালিদের হাত ধরেই বিশ্ব জয়ের তৃপ্তি, ইতিহাস সৃষ্টি হরমনপ্রীতদের

বিশ্বসেরা ভারত(India)। মহিলাদের একদিনের বিশ্বকাপে দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে চ্যাম্পিয়ন টিম ইন্ডিয়া। মুম্বই ইতিহাস সৃষ্টি ভারতীয় মহিলা দলের। প্রোটিয়াদের ...
Exit mobile version