Tuesday, December 16, 2025

জলমগ্ন রাস্তায় বাইক আটকে মহিলার শ্লীলতাহানির অভিযোগ! যোগীরাজ্যের ছবি দেখলে চমকে উঠবেন

Date:

Share post:

আইনশৃঙ্খলা পরিস্থিতি তলানিতে! সময় যত গড়াচ্ছে মহিলাদের প্রতি লাগাতার হেনস্থা, অত্যাচারের ঘটনায় রীতিমতো সরগরম যোগীরাজ্য (Yogi state)। একের পর এক শ্লীলতাহানি, ধর্ষণের ঘটনা ঘটলেও সেদিকে নজর নেই উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের (Yogi Adityanath)। আইন আছে, আছে প্রশাসনও। তবে রাজ্যের ‘গডফাদার’ যোগী আদিত্যনাথ এসব বিষয়ে গুরুত্ব দিতে নারাজ। নারী নিরাপত্তা নিয়ে মুখ্যমন্ত্রী পদে বসার পর থেকেই একের পর এক অভিযোগ এলেও সেদিকে গুরুত্ব না দিয়ে পরিস্থিতি আরও ভয়াবহ করে তুলেছেন খোদ মুখ্যমন্ত্রী। পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছেছে নারী নিরাপত্তা ও সুরক্ষা উত্তরপ্রদেশের রাজপথ তো দূর অলিগলিতেও তার ছিটেফোঁটা নেই। তবে এবার এমন এক ন্যক্কারজনক ঘটনা সামনে এল, যা দেখে রীতিমতো হাড়হিম অবস্থা দেশবাসীর। ইতিমধ্যে সেই মর্মান্তিক ভিডিও ভাইরাল হয়েছে। যদিও ভিডিওর সত্যতা যাচাই করেনি এখন বিশ্ববাংলা সংবাদ।

ঠিক কি ঘটেছিল?

লাগাতার বৃষ্টির জেরে রীতিমতো জলমগ্ন লখনউ। হাঁটু সমান জলে সমস্যা বাড়ছে স্থানীয়দের। এরমধ্যেই ঘটে গেল এক হাড়হিম করা ঘটনা। সূত্রের খবর, বাইকে করে যাওয়ার সময় জলমগ্ন রাস্তায় এক মহিলার সঙ্গে চূড়ান্ত অভব্যতার অভিযোগ একদল যুবকের। মহিলা বাইকে চেপে কাছে আসতেই একদল যুবক তাঁদের দিকে আচমকা জল ছেটাতে শুরু করে। শুধু তাই নয়, এক ব্যক্তি বাইক বসে থাকা ওই মহিলাকে টেনে জলে ফেলার চেষ্টা করে বলে অভিযোগ। শ্লীলতাহানিও করা হয় তাঁর। এরপরই টানাটানির জেরে ওই মহিলা বাইক থেকে রাস্তার মাঝেই পড়ে যান। অভিযোগ, সেই সময় তরুণীকে এক যুবক জাপটে ধরার চেষ্টা করেন। তাঁকে টেনে তোলা হয় জল থেকে। পরবর্তীতে জলে পড়েন ওই বাইক আরোহীও। পরে পরিস্থিতি বেগতিক দেখে ঘটনাস্থল থেকে চম্পট অভিযুক্তদের। এ রকম পরিস্থিতি যখন চলছে, পথচারীদের মধ্যে কেউ পুলিশকে খবর দেন। খবর পেয়েই পুলিশ এসে তরুণী এবং তাঁর সঙ্গীকে উদ্ধার করে।

ঘটনাকে কেন্দ্র করে রীতিমতো অশান্ত হয়ে উঠেছে লখনউ। তবে ভিডিওটি সামনে আসতেই নিজেদের পিঠ বাঁচাতে তদন্তে নেমেছে পুলিশ। ভাইরাল ভিডিয়োটি দেখে পুলিশ বাইক আরোহী পুরুষ ও মহিলাকে হয়রানির সঙ্গে জড়িত অভিযুক্তদের চিহ্নিত করার প্রক্রিয়া চালাচ্ছে।লখনউয়ের পাশেই রয়েছে গোমতি নদী। লাগাতার বৃষ্টিতে নদীর জল ফুলেফেঁপে ওঠায় রীতিমতো জল জমেছে লখনউয়ের বিস্তীর্ণ এলাকায়।

নদীর জল এতটাই ভয়াবহ পর্যায়ে পৌঁছেছে যে লখনউতে বিধানসভায় বর্তমানে হাঁটু সমান জল। বর্তমানে বিধানসভায় চলছে বাজেট অধিবেশন। তার মধ্যেই জমা জল নিয়ে রাজনীতি শুরু হয়েছে।

spot_img

Related articles

খসড়া ভোটার তালিকা প্রকাশ কমিশনের, দেখা যাচ্ছে বাদ যাওয়া নামের তালিকা 

মঙ্গলের সকালে প্রকাশিত হল বঙ্গে এসআইআরের খসড়া ভোটার তালিকা। কমিশনের দুই ওয়েবসাইট https://ceowestbengal.wb.gov.in/SIR এবং https://voters.eci.gov.in/ এ ক্লিক করলে...

সাতসকালে মা উড়ালপুলে বড় দুর্ঘটনা, গাড়ি -বাইকের সঙ্গে সংঘর্ষ চারচাকার! 

মঙ্গলের সকালে মা উড়ালপুলে (Maa Flyover Accident) একের পর এক গাড়িকে ধাক্কা মারল চারচাকা। প্রথমে ডিভাইডারে ধাক্কা মারার...

পাঞ্জাবে ম্যাচ চলাকালীন কবাডি খেলোয়াড়কে গুলি করে খুন! 

সেলফি তোলার নাম করে কবাডি প্লেয়ারের কাছাকাছি এসে তাঁকে গুলি করে খুন (Kabaddi player shot dead )! চাঞ্চল্যকর...

মোটা অঙ্কের বাজেট নিয়ে মিনি নিলামে নামছে কেকেআর, দল পেতে পারেন ঈশ্বরণ

মঙ্গলবার আবুধাবিতে ২০২৬ সালের আইপিএলের মিনি নিলাম(IPL Mini Auction)। ৭৭টি জায়গার জন্য নিলামে উঠবেন ৩৫০ ক্রিকেটার। এই ৩৫০...