Thursday, August 21, 2025

শুক্রবার থেকে একেবারেই বন্ধ হয়ে গেল ভারত থেকে ইজরায়েলগামী উড়ান। বৃহস্পতিবার প্রাথমিকভাবে বন্ধ হওয়ার শুক্রবার এয়ার ইন্ডিয়ার পক্ষ থেকে বিজ্ঞপ্তি জানিয়ে বন্ধ করে দেওয়া হল টেল আভিভের বিমান। হামাস শীর্ষ নেতা ইসমাইল হানিয়ের হত্যার পরে ক্রমশ যুদ্ধের পরিস্থিতি তৈরি হচ্ছে মধ্য়প্রাচ্যে। যার মূল নিশানা ইজরায়েল হতে চলেছে। সেই দিকে নজর রেখেই সিদ্ধান্ত ভারতীয় উড়ান সংস্থার।

আমেরিকা থেকে ইজরায়েলগামী দুটি বিমান সংস্থা, জার্মানির বিমান সংস্থা, বেলজিয়াম, ইতালি, সুইজারল্যান্ডের বিমান সংস্থাও টেল আভিভে বিমান পরিবহন অনির্দিষ্টকালের জন্য বন্ধ করে দিয়েছে। এই পরিস্থিতিতে বৃহস্পতিবার দিল্লি থেকে টেল আভিভগামী বিমান বাতিল করে দেয় এয়ার ইন্ডিয়া। যাত্রীরা যথেষ্ট অসুবিধার মধ্যেও পড়েন।

তবে শুক্রবার থেকে বিমান পরিষেবা পুরোপুরি বন্ধ ঘোষণা করা হয়। এয়ার ইন্ডিয়া কর্তৃপক্ষ জানিয়েছে, মধ্য প্রাচ্যের বর্তমান অশান্ত পরিস্থিতির কথা মাথায় রেখে ৮ অগস্ট থেকে বন্ধ করা হল বিমান পরিষেবা। পরিস্থিতির উপর ক্রমাগত নজর রাখা হচ্ছে। বিমানের টিকিট কাটা যাত্রীদের ক্ষতিপূরণের বিষয়টিও বিবেচনা করেছেন বিমান সংস্থা। বিমানের যাত্রী ও কর্মীদের নিরাপত্তা প্রাথমিক লক্ষ্য বিমান সংস্থার, জানানো হয়েছে।

Related articles

প্রয়াত সিপিএম নেতা-প্রাক্তন মন্ত্রী দীনেশচন্দ্র ডাকুয়া

প্রয়াত সিপিএমের বর্ষীয়ান নেতা দীনেশচন্দ্র ডাকুয়া। বুধবার এনআরএস হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। বয়স হয়েছিল ৯৫ বছর।...

উপাচার্য নিয়োগের ইন্টারভিউয়ে ডাক মেলেনি! শীর্ষ আদালতে শান্তা দত্ত 

স্থায়ী উপাচার্য নিয়োগের ইন্টারভিউ পর্বে ডাক পাননি কলকাতা বিশ্ববিদ্যালয়ের অন্তর্বর্তী উপাচার্য শান্তা দত্ত। যোগ্য হয়েও তাঁকে সুযোগ দেওয়া...

১৫ দিনেই রেকর্ড সাফল্য! রাজ্যে সাড়া ফেলল ‘আমাদের পাড়া আমাদের সমাধান’ কর্মসূচি

মাত্র পনেরো দিনেই নজির গড়ল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নতুন কর্মসূচি, ‘আমাদের পাড়া আমাদের সমাধান’। রাজ্যের মানুষের হাতে উন্নয়নের...

ডুরান্ড অভিষেকেই ইতিহাস তৈরি ডায়মন্ড হারবারের, সেমিফাইনালেই বিদায় লাল-হলুদ ব্রিগেড

বড় ম্যাচ জিতে পরের ম্যাচে মুখ থুবড়ে পড়ার ইতিহাসের পুনরাবৃত্তি ঘটালো ইমামি ইস্টবেঙ্গল এফসি (EEBFC)। আর অন্যদিকে ডুরান্ড...
Exit mobile version