Friday, November 7, 2025

টানা বৃষ্টিতে ‘রুদ্রমূর্তি’ হিমাচল-উত্তরাখণ্ডের! মৃতের সংখ্যা বাড়ার আশঙ্কা, চলছে উদ্ধারকাজ

Date:

লাগাতার বৃষ্টির (Rain) তাণ্ডবে রীতিমতো বিপর্যস্ত উত্তর ভারত। দিল্লি, হিমাচল প্রদেশের (Himachal Pradesh) পর এবার বৃষ্টিতে ভাসল উত্তরাখণ্ডও (Uttarakhand)। মেঘভাঙা বৃষ্টির জেরে ইতিমধ্যে ধসে প্রাণ হারিয়েছেন বহু মানুষ। নিখোঁজ বহু। তাঁদের খোঁজে তল্লাশি চলছে। শেষ পাওয়া খবর হিমাচল প্রদেশে মৃত্যু হয়েছে ৪ জনের। নিখোঁজ কমপক্ষে ৫০। উত্তরাখণ্ডে মৃত্যু হয়েছে ১৪ জনের। তবে উত্তরাখণ্ড পুলিশ জানিয়েছে, বৃহস্পতিবার হেলিকপ্টার করে ৭৩৭ জন পুণ্যার্থীকে উদ্ধার করা হয়েছে। এখনও পর্যন্ত ২৬৭০ জনকে উদ্ধার করে সোনপ্রয়াগে নিয়ে যাওয়া হয়েছে। উদ্ধারকাজ চালাচ্ছে জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনী (NDRF), রাজ্য বিপর্যয় মোকাবিলা বাহিনী (SDRF), জেলা পুলিশ এবং প্রশাসন।

বৃহস্পতিবার থেকে টানা বৃষ্টিতে মালানা বাঁধ ভেঙে পড়তেই ভাসল তোশ-মণিকরণ। মুহূর্তে গুঁড়িয়ে গেল রাস্তা। জলে ধুয়ে গেছে হোটেল, বাড়ি। কুলু, সিমলা এবং মান্ডি জেলায় বাড়িঘর, রাস্তা, সেতু একে একে ধসে পড়েছে। দেশের বাকি অংশ থেকে একেবারে বিচ্ছিন্ন মানালি। পরিস্থিতি এতটাই খারাপ যে, সেনা এবং বায়ুসেনার সাহায্য চেয়েছে হিমাচল প্রদেশ সরকার।

এদিকে ভাসছে হরিদ্বার, দেরাদুন, চামোলি। নদীগুলির জলস্তর বিপদসীমার কাছে। আপাতত কেদারনাথ যাত্রা স্থগিত রাখা হয়েছে। তবে স্বস্তির খবর, বৃহস্পতিবার বিকেলের পর রাজ্যের বেশিরভাগ জায়গায় আর নতুন করে বৃষ্টি হয়নি। কিন্তু উদ্ধারকাজে রীতিমতো মাথা খারাপ হওয়ার জোগাড় উদ্ধারকারীদের। রাজ্য পুলিশের ডিজি অভিনব কুমার জানিয়েছেন, ভারী বৃষ্টির মধ্যেও উদ্ধারকাজ চালানো হচ্ছে। পুণ্যার্থী এবং পর্যটকদের কাছে আবেদন করা হয়েছে, তাঁরা যেন এই দুর্যোগপূর্ণ আবহাওয়ায় কোনও রকম ঝুঁকি না নেন।


Related articles

মোদি সরকারের দু-গালে জোর থাপ্পড়! ১০০ দিনের কাজ নিয়ে হাই কোর্টের নির্দেশ নিয়ে কড়া প্রতিক্রিয়া তৃণমূলের

আদালতে জোর ধাক্কা খেয়েছে কেন্দ্রের বিজেপি সরকার। প্রতিহিংসামূলক রাজনীতি করে দীর্ঘদিন ধরে প্রাপ্য আটকে রেখে বাংলাকে বঞ্চিত করছে...

পুত্র সন্তানের মা ক্যাটরিনা, নায়িকাকে বেবি কেয়ার টিপস বলিউড অভিনেত্রীদের!

শুক্রের সকালে ফুটফুটে পুত্র সন্তানের জন্ম দিয়েছেন ক্যাটরিনা কাইফ (Kattina Kaif)। আনন্দে আত্মহারা ভিকি কৌশল(Vicky Kaushal)। সেলেব দম্পতি...

SIR আতঙ্কে একের পর এক মৃত্যু! শেওড়াফুলির যৌনকর্মীর ঝুলন্ত দেহ উদ্ধার

SIR আতঙ্কে একের পর এক মৃত্যু। হুগলির (Hooghli) ডানকুনির পরে এবার শেওড়াফুলি। শেওড়াফুলির (Shaoraphuli) গড়বাগানে যৌনকর্মীর (Sex Worker)...

জন-গণ-মন: রবীন্দ্রনাথকে অপমানের পরিকল্পিত চক্রান্ত! বিজেপি সাংসদের পদত্যাগ দাবি তৃণমূলের

জাতীয় সঙ্গীত নিয়ে রচয়িতা রবীন্দ্রনাথকে পরিকল্পিত অপমানের বিরুদ্ধে গর্জে উঠল বাংলার শাসকদল তৃণমূল। শুক্রবার, তৃণমূল ভবন থেকে সাংবাদিক...
Exit mobile version