Tuesday, November 4, 2025

লাগাতার বৃষ্টিতে কালিম্পংয়ে ধস! ফের বন্ধ জাতীয় সড়ক, বিপর্যস্ত যান চলাচল

Date:

বৃহস্পতিবারের পর শুক্রবারও ভারী বৃষ্টির জেরে রীতিমতো আতঙ্ক বাড়ছে উত্তরবঙ্গে (North Bengal)। বৃষ্টি বাড়তেই চরম দুর্ভোগ পর্যটক থেকে শুরু করে নিত্যযাত্রীদের। ইতিমধ্যে ২৮ মাইল, ২৯ মাইল, রবিঝোরা-সহ একাধিক জায়গায় ধস নেমে বিপর্যস্ত জনজীবন। বন্ধ হয়ে পড়েছে যান চলাচলও। বুধবারই ৪০ দিন পর জাতীয় সড়ক (NH 10) দিয়ে ছোট গাড়ি চলাচল শুরু করে। কিন্তু এরপরেই নতুন করে ভূমিধসের (Landslide) জেরে বন্ধ হয়েছে ১০ নম্বর জাতীয় সড়ক। ফলে সিকিমের সঙ্গে যোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন হয়ে গিয়েছে বলে খবর। ১০ নং জাতীয় সড়কের ২৮ মাইলে নতুন করে ধসের জেরেই এমন বিপত্তি।

অন্যদিকে কালিম্পংয়ে চলছে মুষলধারায় বৃষ্টি। সেকারণেই ধস নেমে কার্যত জনজীবন ব্যাহত। ১০ নং জাতীয় সড়ক বন্ধ হওয়ার কারণে বিকল্প রুট হিসেবে শিলিগুড়ি-রোহিণী, কার্শিয়াং-জোরবাংলো, পেশক-তিস্তাবাজার, কালিম্পং-রংপো-গ্যাংটক, শিলিগুড়ি-সেবক রাস্তাগুলি চালু আছে। এদিকে আবহাওয়ার পূর্বাভাস বলছে, শুক্রবার থেকে উত্তরবঙ্গে ভারী বৃষ্টি শুরু হবে। আর সেইমতো সকাল থেকেই মুষলধারে চলছে বৃষ্টি। দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ারে ভারী বৃষ্টিপাত শুরু হয়েছে বলে খবর। আগামী সোমবার পর্যন্ত সেখানে ভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। যার ফলে নতুন করে বাড়ছে আতঙ্ক।

কালিম্পংয়ের জেলা শাসক জানান, বৃষ্টির জেরে কয়েকটি এলাকায় ধস নেমেছে। নতুন কিছু জায়গা থেকে বোল্ডার পড়তে থাকায় ঝুঁকি নেওয়া হয়নি। এদিন বৃষ্টির কারণে ধসের মাটি-পাথর সরানোর ক্ষেত্রে সমস্যা হয়। শুক্রবার ওই কাজ শেষ হলে পরিস্থিতি বুঝে তারপরই জাতীয় সড়কের ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হবে। তবে শুক্রবারও দার্জিলিংয়ের পাশাপাশি কালিম্পং ও সিকিমে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এর ফলে আগামী ২৪ ঘণ্টায় নতুন করে রাস্তা দিয়ে যান চলাচল শুরু হবে কি না, তা নিয়ে প্রশ্ন থেকেই যাচ্ছে।


Related articles

ফের ডবল ইঞ্জিনের রাজ্যে রেললাইনে বাংলার পরিযায়ী শ্রমিকের ক্ষতবিক্ষত দেহ!

ফের বিজেপি শাসিত মহারষ্ট্রে বাঙালি পরিযায়ী শ্রমিকের (Migrant Labour) মৃত্যু। মুম্বইয়ে রেল লাইনের ধার থেকে উদ্ধার দেহ। মৃতের...

ফের SIR আতঙ্কে বাংলায় আত্মহত্যার অভিযোগ! উলুবেড়িয়ায় মৃত্যু ৩০বছরের যুবকের

SIR, আর তার পথ ধরে NRC- কেন্দ্রের এই নীতির আতঙ্কে একের পর এক প্রাণহানির ঘটনা ঘটছে বাংলায়। এবার...

পাখির চোখ মহিলা ভোটব্যাঙ্ক: ক্ষমতায় এলে ৩০ হাজার টাকার আর্থিক সহায়তার প্রতিশ্রুতি তেজস্বীর

পথিকৃত বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। তাঁর মস্তিষ্কপ্রসূত লক্ষ্মীর ভাণ্ডার বিভিন্ন ভাবে দিচ্ছে দেশের অন্যান্য কয়েকটি রাজ্যের...

প্রয়াণ দিবসে সুব্রতকে স্মরণ, দীর্ঘদিনের সৈনিককে শ্রদ্ধার্ঘ্য অভিষেকের

দক্ষ প্রশাসক, বর্ষীয়ান নেতা সুব্রত মুখোপাধ্যায়ের( Subrata Mukharjee) আজ প্রয়াণ দিবস। তাঁর প্রয়াণ দিবসে উল্লেখযোগ্য রাজনৈতিক ব্যক্তিত্ব ও...
Exit mobile version