Thursday, August 21, 2025

লাগাতার বৃষ্টিতে কালিম্পংয়ে ধস! ফের বন্ধ জাতীয় সড়ক, বিপর্যস্ত যান চলাচল

Date:

বৃহস্পতিবারের পর শুক্রবারও ভারী বৃষ্টির জেরে রীতিমতো আতঙ্ক বাড়ছে উত্তরবঙ্গে (North Bengal)। বৃষ্টি বাড়তেই চরম দুর্ভোগ পর্যটক থেকে শুরু করে নিত্যযাত্রীদের। ইতিমধ্যে ২৮ মাইল, ২৯ মাইল, রবিঝোরা-সহ একাধিক জায়গায় ধস নেমে বিপর্যস্ত জনজীবন। বন্ধ হয়ে পড়েছে যান চলাচলও। বুধবারই ৪০ দিন পর জাতীয় সড়ক (NH 10) দিয়ে ছোট গাড়ি চলাচল শুরু করে। কিন্তু এরপরেই নতুন করে ভূমিধসের (Landslide) জেরে বন্ধ হয়েছে ১০ নম্বর জাতীয় সড়ক। ফলে সিকিমের সঙ্গে যোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন হয়ে গিয়েছে বলে খবর। ১০ নং জাতীয় সড়কের ২৮ মাইলে নতুন করে ধসের জেরেই এমন বিপত্তি।

অন্যদিকে কালিম্পংয়ে চলছে মুষলধারায় বৃষ্টি। সেকারণেই ধস নেমে কার্যত জনজীবন ব্যাহত। ১০ নং জাতীয় সড়ক বন্ধ হওয়ার কারণে বিকল্প রুট হিসেবে শিলিগুড়ি-রোহিণী, কার্শিয়াং-জোরবাংলো, পেশক-তিস্তাবাজার, কালিম্পং-রংপো-গ্যাংটক, শিলিগুড়ি-সেবক রাস্তাগুলি চালু আছে। এদিকে আবহাওয়ার পূর্বাভাস বলছে, শুক্রবার থেকে উত্তরবঙ্গে ভারী বৃষ্টি শুরু হবে। আর সেইমতো সকাল থেকেই মুষলধারে চলছে বৃষ্টি। দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ারে ভারী বৃষ্টিপাত শুরু হয়েছে বলে খবর। আগামী সোমবার পর্যন্ত সেখানে ভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। যার ফলে নতুন করে বাড়ছে আতঙ্ক।

কালিম্পংয়ের জেলা শাসক জানান, বৃষ্টির জেরে কয়েকটি এলাকায় ধস নেমেছে। নতুন কিছু জায়গা থেকে বোল্ডার পড়তে থাকায় ঝুঁকি নেওয়া হয়নি। এদিন বৃষ্টির কারণে ধসের মাটি-পাথর সরানোর ক্ষেত্রে সমস্যা হয়। শুক্রবার ওই কাজ শেষ হলে পরিস্থিতি বুঝে তারপরই জাতীয় সড়কের ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হবে। তবে শুক্রবারও দার্জিলিংয়ের পাশাপাশি কালিম্পং ও সিকিমে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এর ফলে আগামী ২৪ ঘণ্টায় নতুন করে রাস্তা দিয়ে যান চলাচল শুরু হবে কি না, তা নিয়ে প্রশ্ন থেকেই যাচ্ছে।


Related articles

যোগীরাজ্যের পাঠ্যপুস্তকে বাদ কেন রবীন্দ্রনাথকে? সাংসদ ঋতব্রতর প্রশ্নে অস্বস্তিতে কেন্দ্র

উত্তরপ্রদেশের দ্বাদশ শ্রেণির পাঠ্যপুস্তক থেকে রবীন্দ্রনাথ ঠাকুরকে কি বাদ দেওয়া হয়েছে? তৃণমূলের রাজ্যসভার সাংসদ ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের প্রশ্নে স্পষ্টতই...

প্রয়াত সিপিএম নেতা-প্রাক্তন মন্ত্রী দীনেশচন্দ্র ডাকুয়া

প্রয়াত সিপিএমের বর্ষীয়ান নেতা দীনেশচন্দ্র ডাকুয়া। বুধবার এনআরএস হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। বয়স হয়েছিল ৯৫ বছর।...

উপাচার্য নিয়োগের ইন্টারভিউয়ে ডাক মেলেনি! শীর্ষ আদালতে শান্তা দত্ত 

স্থায়ী উপাচার্য নিয়োগের ইন্টারভিউ পর্বে ডাক পাননি কলকাতা বিশ্ববিদ্যালয়ের অন্তর্বর্তী উপাচার্য শান্তা দত্ত। যোগ্য হয়েও তাঁকে সুযোগ দেওয়া...

১৫ দিনেই রেকর্ড সাফল্য! রাজ্যে সাড়া ফেলল ‘আমাদের পাড়া আমাদের সমাধান’ কর্মসূচি

মাত্র পনেরো দিনেই নজির গড়ল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নতুন কর্মসূচি, ‘আমাদের পাড়া আমাদের সমাধান’। রাজ্যের মানুষের হাতে উন্নয়নের...
Exit mobile version