প্যারিস অলিম্পিক্সে তৃতীয় পদকের সামনে মানু ভাকের

এদিন মহিলাদের ২৫ মিটার পিস্তল ইভেন্টের দ্বিতীয় হয়ে ফাইনালে মানু।

২০২৪ প্যারিস অলিম্পিক্সে তৃতীয় পদকের সামনে ভারতীয় শুটার মানু ভাকের। এদিন অলিম্পিক্সে মহিলাদের ২৫ মিটার পিস্তল ইভেন্টের ফাইনালে উঠলেন তিনি।এর আগে এই অলিম্পিক্সে ব্যক্তিগত বিভাগে এবং মিক্সড ইভেন্টে ব্রোঞ্জ পদক জয় করেছেন মানু। যা নিয়ে গড়েছেন অনন্য নজিরও। আবার মানুর সামনে আরও এক পদক জয়ের হাতছানি। মহিলাদের ২৫ মিটার পিস্তল ইভেন্টের ফাইনালে উঠলেন তিনি। মানু যোগ্যতা অর্জন পর্বে দ্বিতীয় স্থান পান। তবে মানু পারলেও ভারতের আর এক প্রতিযোগী এশা সিং শেষ করেন ১৮ নম্বরে ।

এদিন মহিলাদের ২৫ মিটার পিস্তল ইভেন্টের দ্বিতীয় হয়ে ফাইনালে মানু। ৬০০-র মধ্যে ৫৯০ স্কোর করেন তিনি। প্রিসিসন রাউন্ডের পর মানু ছিলেন তৃতীয় স্থানে। তাঁর স্কোর ছিল ৩০০-র মধ্যে ২৯৪। র‌্যাপিড রাউন্ডের পর তিনি দ্বিতীয় স্থানে উঠে আসেন। এই রাউন্ডে তিনি স্কোর করেন ২৯৬। প্রথম হয়েছেন হাঙ্গেরির ভেরোনিকা মেজর। তাঁর স্কোর ৫৯২ স্কোর । এদিকে ফাইনালে উঠতে পারলেন না ভারতের এশা সিং। ৫৮১ স্কোর করে যোগ্যতা অর্জন পর্বে ১৮ নম্বরে শেষ করেন তিনি।

প্যারিস অলিম্পিক্সে দুরন্তে ফর্মে মানু ভাকের। ব্যক্তিগত বিভাগে ব্রোঞ্জ পদক জয়ের পর এবং মিক্সড ইভেন্টে সরবজ্যোত সিংকে সঙ্গী করে ফের ব্রোঞ্জ জয় করেন মানু। তৈরি করেন ইতিহাস। এক অলিম্পিক্সে দুটি পদক জয় করে। আর এবার আরও এক পদকের সামনে মানু।

আরও পড়ুন- গত ন’বছরে হয়নি পদোন্নতি, অলিম্পিক্সে পদক জয় করতেই রেলের চাকরিতে উন্নতি স্বপ্নিলের