শহরে এফএনপি কেকস-এর নয়া স্টোর নজর কাড়ছে

এখানে মিলছে চকোলেটের নানান কেকের সম্ভার

শহরের বুকে নতুন স্টোরের উদ্বোধন হল এফএনপি কেকস-এর। ক্যামাক স্ট্রিটে এই স্টোর চালু হয়েছে। সংস্থার অন্যতম কর্ণধার পূজা সিংঘানিয়া জানান, এটি তাদের তৃতীয় আউটলেট। তাদের আরও দুটি স্টোর লেকটাউনে আছে বলে জানিয়েছেন তিনি। তারা নিজেরাও কেক তৈরি করছেন। তাদের কেক এর একটা অন্য স্বাদ আছে বলে দাবি। এই স্টোরে বিভিন্ন স্বাদের বিভিন্ন ধরনের কেক পাওয়া যাবে। দামও রাখা হয়েছে ক্রেতাদের সাধ্যের মধ্যে। এরই পাশাপাশি, বিয়ে বাড়ি থেকে তত্ত্ব সাজানো থেকে বাড়ি সাজানো, সব পরিষেবাই তারা দিচ্ছেন। যেকোনো ধরনের মেলায় সাজানো। এখানে মিলছে চকোলেটের নানান কেকের সম্ভার।

বর্তমানে তাদের জনপ্রিয় ‘এক্সপ্রেস ডেলিভারি’ যা এক ঘণ্টার মধ্যে আপনার কাছে পৌঁছে দেবে আপনার চাহিদা অনুযায়ী কেক। শুধু তাই নয় রাত বারোটা হোক বা ভোরের সূর্য ওঠার মুহূর্ত, এমনকি মধ্যরাতে আপনার চাহিদা অনুযায়ী কেক-ফুল ডেলিভারি দেওয়ার জন্য তৈরি এখানকার কর্মীরা। ঘণ্টায় ঘণ্টায় ডেলিভারির পাশাপাশি সবচেয়ে বেশি ডেলিভারি সঠিক সময়ে দেওয়ার জন্য গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডসে তাদের নাম উঠেছে বলে জানান তিনি। ব্র্যান্ডেড কেক, ব্র্যান্ডেড চকলেট, কর্পোরেট ব্র্যান্ডেড ফ্লাওয়ার সহজেই মিলবে এই স্টোরে।

তাদের নয়া সংযোজন ‘গিটারিস্ট অন কল’।প্রিয়জনকে সারপ্রাইজ দিতে চাইলে আপনার ব্র্যান্ডেড ফ্লাওয়ার গিটারিস্টের হাত দিয়ে পৌঁছে দিতে পারবেন।এমনকী, ২০ থেকে ৫০ মিনিটের পারফরমেন্সও দিচ্ছেন তারা। এরই পাশাপাশি, দেশের যে কোনও প্রান্তে কেক বা ফুল পাঠিয়ে প্রিয়জনকে শুভেচ্ছা জানানোর জন্য অবশ্যই আপনাকে আসতে হবে তাদের স্টোরে। তাই আর দেরি না করে আপনার ভরসা হয়ে উঠুক এফএনপি কেকস।