জমি বেদখলের অভিযোগ, মুখ্যমন্ত্রীকে চিঠি রামকৃষ্ণ মিশনের

রামকৃষ্ণ মিশনের (Ramakrishna Mission)জমি বেদখলের অভিযোগ ঘিরে শোরগোল। মাটিগাড়ায় মিশনের দশ একর জমির অন্যের নামে মিউটেশন করা হয়েছে বলে মিশন কর্তৃপক্ষের অভিযোগ। ইতিমধ্যেই গোটা বিষয়টি নিয়ে দার্জিলিংয়ের জেলাশাসকের কাছে চিঠি পাঠানোর পাশাপাশি মুখ্যমন্ত্রীর (CM) দৃষ্টি আকর্ষণ করা হয়েছে। রামকৃষ্ণ মিশনের তরফে এই ঘটনার কথা লিখিত ভাবে নবান্নকে (Nabanna)জানানো হয়েছে বলে খবর। স্থানীয় পুলিশের পাশাপাশি শিলিগুড়ির মেয়রের সঙ্গেও কথা বলেছেন মিশনের সন্ন্যাসীরা।

জানা যায় মাটিগাড়ায় রামকৃষ্ণ মিশনের ১০ একর জমি ছিল। কিছুটা কেনা এবং বাকিটা দানের। ১৯৯০ সাল থেকে সেখানে স্থায়ী, অস্থায়ী বসবাস শুরু হয়। সরকারি ভবন নির্মাণও শুরু হয়। এই সময় বেশ কিছুটা জমি বেদখল হয়ে যায়। সম্প্রতি নবান্নে মুখ্যমন্ত্রী জমি দখল নিয়ে দফায় দফায় কড়া বার্তা দিয়েছেন। এবার বেদখল হয়ে যাওয়া জমি পুনরুদ্ধারের চেষ্টায় রামকৃষ্ণ মিশন কর্তৃপক্ষ মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপ চাইছে। শুক্রবার শিলিগুড়ির মেয়র গৌতম দেবের (Gautam Deb)সঙ্গে দেখা করেন স্বামী বিনয়ানন্দ মহারাজ-সহ বেশ কয়েকজন দেখা করে আলোচনার মাধ্যমে সমস্যা সমাধানের অনুরোধ করেছেন বলে খবর।