Saturday, August 23, 2025

রামকৃষ্ণ মিশনের (Ramakrishna Mission)জমি বেদখলের অভিযোগ ঘিরে শোরগোল। মাটিগাড়ায় মিশনের দশ একর জমির অন্যের নামে মিউটেশন করা হয়েছে বলে মিশন কর্তৃপক্ষের অভিযোগ। ইতিমধ্যেই গোটা বিষয়টি নিয়ে দার্জিলিংয়ের জেলাশাসকের কাছে চিঠি পাঠানোর পাশাপাশি মুখ্যমন্ত্রীর (CM) দৃষ্টি আকর্ষণ করা হয়েছে। রামকৃষ্ণ মিশনের তরফে এই ঘটনার কথা লিখিত ভাবে নবান্নকে (Nabanna)জানানো হয়েছে বলে খবর। স্থানীয় পুলিশের পাশাপাশি শিলিগুড়ির মেয়রের সঙ্গেও কথা বলেছেন মিশনের সন্ন্যাসীরা।

জানা যায় মাটিগাড়ায় রামকৃষ্ণ মিশনের ১০ একর জমি ছিল। কিছুটা কেনা এবং বাকিটা দানের। ১৯৯০ সাল থেকে সেখানে স্থায়ী, অস্থায়ী বসবাস শুরু হয়। সরকারি ভবন নির্মাণও শুরু হয়। এই সময় বেশ কিছুটা জমি বেদখল হয়ে যায়। সম্প্রতি নবান্নে মুখ্যমন্ত্রী জমি দখল নিয়ে দফায় দফায় কড়া বার্তা দিয়েছেন। এবার বেদখল হয়ে যাওয়া জমি পুনরুদ্ধারের চেষ্টায় রামকৃষ্ণ মিশন কর্তৃপক্ষ মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপ চাইছে। শুক্রবার শিলিগুড়ির মেয়র গৌতম দেবের (Gautam Deb)সঙ্গে দেখা করেন স্বামী বিনয়ানন্দ মহারাজ-সহ বেশ কয়েকজন দেখা করে আলোচনার মাধ্যমে সমস্যা সমাধানের অনুরোধ করেছেন বলে খবর।


Related articles

বৃষ্টি ভিজবে ডুরান্ড ফাইনাল, কলকাতায় হলুদ সতর্কতা!

পুজো কেনাকাটার উৎসাহ থেকে ডুরান্ড ফাইনালের (Durand Cup Final) আবেগকে দিব্যি ড্রিবল করে দিনভর গোল করতে তৈরি বৃষ্টি।...

নিউ গড়িয়ায় বৃদ্ধা-খুনে নয়া মোড়, গ্রেফতার আয়া ও তার পুরুষ সঙ্গী

রাতের বেলায় পুরুষ সঙ্গীকে নিয়ে আয়া এসেছিলেন নিউ গড়িয়ায়(New Garia) খুন হওয়া বৃদ্ধার বাড়িতে। কেন? ওই আয়া ঢুকেছিলেন...

উত্তরাখণ্ডে ফের মেঘ ভাঙা বৃষ্টি: বিধ্বস্ত থারালিতে নিখোঁজ অন্তত ৩

ফের বড়সড় বিপর্যয়ের মুখে উত্তরাখণ্ডের (Uttarakhand) চামোলি জেলা। মধ্যরাতে মেঘ ভাঙা বৃষ্টির জেরে থারালি এলাকায় হড়পা বানে (flash...

ডুরান্ড ফাইনালে ডায়মন্ডহারবারকে নিয়ে চড়তে পারদ

ডুরান্ড কাপের ফাইনালে মুখোমুখি ডায়মন্ডহারবার এফসি(DHFC) ও নর্থইস্ট ইউনাইটেড(North East United)। আর মাত্র কিছুক্ষণের অপেক্ষা। এরপরই যুবভারতী স্টেডিয়ামে...
Exit mobile version