আদালতে চলল গুলি! ‘পুলিশ’ শ্বশুরের হাতে খুন জামাই

জামাই তাঁকে শৌচাগারের পথ দেখিয়ে দিতে মধ্যস্থতার ঘর থেকে বেরিয়ে আসেন। সেই সময়ই আদালত চত্বরে গুলির আওয়াজ শোনা যায়

0
1

চণ্ডিগড় আদালত চত্বরে হঠাৎ গুলি চলার আওয়াজে যখন হকচকিয়ে গিয়েছে উকিল থেকে মামলাকারী বাদি-বিবাদি পক্ষ, তখন সেখানেই পড়ে শেষ হয়ে গেল এক আইআরএস আধিকারিকের জীবন। শ্বশুরের বন্দুকের গুলিতে হাসপাতালে নিয়ে যাওয়ার পথেই মৃত্যু হয় তাঁর। তবে আদালত চত্বরের উকিলদের তৎপরতায় ধরা পড়ে যান অভিযুক্ত শ্বশুর।

চণ্ডিগড়ের মালবিন্দর সিং সিধু পঞ্জাব পুলিশের প্রাক্তন কর্মী। পারিবারিক বিবাদ চলছিল জামাই হরপ্রিত সিংয়ের সঙ্গে। হরপ্রিত সেচ দফতরে কর্মরত একজন ইন্ডিয়ান রেভেনিউ অফিসার। মালবিন্দরের মেয়ের বিবাহ বিচ্ছেদ সংক্রান্ত মামলায় দুপক্ষের মধ্যে সদ্ভাব ছিল না। শনিবার বিচ্ছেদ মামলার চতুর্থ শুনানি ছিল। দুপক্ষই সপরিবারে উপস্থিত ছিল।

এরই মধ্যে মালবিন্দর শৌচাগারে যাওয়ার পথ খুঁজতে থাকেন। জামাই তাঁকে শৌচাগারের পথ দেখিয়ে দিতে মধ্যস্থতার ঘর থেকে বেরিয়ে আসেন। সেই সময়ই আদালত চত্বরে গুলির আওয়াজ শোনা যায়। মোট পাঁচটি গুলি চালান মালবিন্দর। তার মধ্যে দুটি লাগে হরপ্রিতের। আদালতের কর্মী ও আইনজীবীরা মিলে তাঁকে হাসপাতালে নিয়ে যেতে গেলে পথেই তাঁর মৃত্যু হয়।