Tuesday, November 4, 2025

গতকাল শ্রীলঙ্কার বিরুদ্ধে জেতা ম্যাচ হাতছাড়া করেছে ভারতীয় দল। একরান করতে না পারায় শেষমেষ হয় ম্যাচ টাই। সৌজন্যে ব্যাটিং ব্যর্থতা। রোহিত শর্মা, কেএল রাহুল, অক্ষর প্যাটেল ছারা কেউ ব্যাটে রান করতে পারেননি। আর এতেই হতাশ ভারত অধিনায়ক। ম্যাচ শেষে হতাশা ঝড়ে পড়ল রোহিতের গলা থেকে।

ম্যাচ শেষে রোহিত বলেন, “ লক্ষ্য অসম্ভব কিছু ছিল না। লক্ষ্যে পৌঁছনোর জন্য আমাদের ভাল ব্যাট করতে হত। আমরা কিছু সময় ভাল ব্যাট করেছি। ধারাবাহিক ভাবে ভাল খেলতে পারিনি। একটা সময় আমরাই সুবিধাজনক জায়গায় ছিলাম। পর পর দুটো উইকেট হারিয়ে চাপে পড়ে যাই। কে এল রাহুল এবং অক্ষর প্যাটেলের জুটি আমাদের লড়াইয়ে ফিরিয়েছিল। তবু আমাদের শেষটা হতাশাজনক হয়েছে। কখনও কখনও এরকম হয়। শ্রীলঙ্কা শেষ দিকে বেশ ভাল খেলেছে। সব মিলিয়ে ম্যাচের ফল ঠিকই আছে। ”

এখানেই না থেমে রোহিত আরও বলেন, “ গোটা ম্যাচেই পিচ মোটামুটি একই রকম আচরণ করেছে। এই ২২ গজে ব্যাটিং একটু কঠিন ছিল। নামলাম আর মারতে শুরু করলাম, তেমন পিচ নয়। খেটে রান করতে হয় এই ধরনের পিচে। তবে ভাল লড়াই হয়েছে। দু’দলই কখনও না কখনও সুবিধাজনক জায়গায় থেকেছে। শেষে একটা কথাই বলব, আমাদের আর একটা রান করা উচিত ছিল।”

আরও পড়ুন- বিপাকে আনোয়ার , পাঁচদিন সময় ইস্টবেঙ্গল , দিল্লি এফসিকে


Related articles

মুখ্যমন্ত্রীকে কুকথা! সমনের বিরোধিতায় বিজেপির কৌস্তভের আবেদন খারিজ হাই কোর্টে

হাই কোর্টের নির্দেশে আরও বিপাকে বিজেপি নেতা তথা আইনজীবী কৌস্তভ বাগচী। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ব্যক্তিগত বিষয় তুলে অনলাইনে...

বাংলার একজনও যোগ্য ভোটারের নাম বাদ গেলে কেন্দ্রের বিজেপি-সরকার ভেঙে দেব: হুঁশিয়ারি মমতার

"বাংলার একজনও যোগ্য ভোটারের নাম বাদ গেলে কেন্দ্রে বিজেপির সরকার ভেঙে দেব"- মঙ্গলবার বাংলার ভোটাধিকার রক্ষার্থে আয়োজিত মহামিছিলের...

যুদ্ধবিধ্বস্ত সুদানে বন্দি ওড়িশার শ্রমিক, মস্করা করে ভিডিও প্রকাশ!

পরিযায়ী শ্রমিক হিসাবে কাজ করতে গিয়েছিলেন পরিবারের প্রতিপালনের জন্য। কিন্তু সেখানে গিয়ে যে রাষ্ট্রবিরোধী আন্দোলনকারীদের হাতে পণবন্দি (hostage)...

আগামীর লড়াই বিজেপি-কে শূন্য করার লড়াই: SIR চক্রান্তের প্রতিবাদ-মঞ্চ থেকে হুঙ্কার অভিষেকের

SIR চক্রান্তের প্রতিবাদে মঞ্চ থেকে এক যোগে নির্বাচন কমিশন ও বিজেপি-কে তীব্র আক্রমণ করেন তৃণমূলের (TMC) সর্বভারতীয় সাধারণ...
Exit mobile version