Sunday, November 9, 2025

রাজ্য বিজেপির সংগঠনে ব্যাপক রদবদল সময়ের অপেক্ষা। বিশেষ করে বর্তমান সভাপতি সুকান্ত মজুমদার কেন্দ্রীয় প্রতিমন্ত্রী হওয়ায়, বিজেপির “এক ব্যক্তি এক পদ” নীতিতে তাঁর আসনে অন্য অন্য কেউ যে বসবেন, তা বলার অপেক্ষা রাখে না। সেক্ষেত্রে বেশ কয়েকটি নাম উঁকিঝুঁকি মারছে। তার মধ্যে অন্যতম প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষ (Dilip Ghosh)। জাতীয় হোক কিংবা রাজ্য, বিজেপি সভাপতি নির্ণয়ে চিরকালই সংঘ পরিবারের বিশেষ ভূমিকা থাকে।

দিলীপ ঘোষকে (Dilip Ghosh) ফের বঙ্গ বিজেপির সভাপতি হিসাবে চাইছে আরএসএস। সূত্রের খবর, রাজ্য সভাপতি হিসেবে দিলীপের নামই দিল্লির নেতাদের কাছে প্রথম পছন্দ হিসাবে সুপারিশ করেছে সংঘ। এই মুহূর্তে দিলীপ ঘোষ কোনও সাংগাঠনিক পদে নেই। তিনি কোনও জনপ্রতিনিধিও নয়। আর এই নতুন সমীকরণের ইঙ্গিতই কিন্তু দিচ্ছে বেশ কিছু ঘটনা।

এই যেমন হঠাৎ করেই দিলীপ বন্দনায় মেতে উঠেছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। গত কয়েক বছরে যিনি দিলীপ ঘোষকে ক্রমাগত কোণঠাসা করেছেন, সেই শুভেন্দু অধিকারী বিধানসভায় সম্প্রতি দিলীপের জন্মদিনে মিষ্টি মুখ করাচ্ছেন। আবার গত, বৃহস্পতিবার জন্মদিনে সল্টলেকে বিজেপি দপ্তরে দিলীপকে মিষ্টিমুখ করিয়েছেন রাজ‌্য বিজেপি নেতারা। ফলে এই ছবি জন্ম দিয়েছে রাজ‌্য বিজেপিতে নতুন সমীকরণের।

গেরুয়া শিবিরের খবর, বড় কোনও অঘটন না ঘটলে পরবর্তী সভাপতির তালিকায় পয়লা নম্বরে রয়েছেন দিলীপ ঘোষ। এরপর শোনা যাচ্ছে রাজ‌্যসভার সাংসদ তথা দলের মুখপাত্র শমীক ভট্টাচার্যর নামও। নাম উঠে আসছে রানাঘাটের সাংসদ জগন্নাথ সরকারেরও।

আরও পড়ুন: জবরদখল হটাতে গিয়ে কারামন্ত্রীর হুমকির মুখে মহিলা আধিকারিক, তীব্র নিন্দা-ভর্ৎসনা কুণালের

 

Related articles

বেঁচে থাকলে রবীন্দ্রনাথ-নজরুলকে অনুপ্রবেশকারী বলে দাগিয়ে দিত! পুরুলিয়ার সভা থেকে বিজেপিকে আক্রমণ দেবাংশুর

ভাগ্যিস রবীন্দ্রনাথ, নজরুল বেঁচে নেই। নইলে বিজেপি রবীন্দ্রনাথকে রোহিঙ্গা ও নজরুলকে অনুপ্রবেশকারী বলে দাগিয়ে দিত। শনিবার পুরুলিয়া শহরের...

টাকা পেয়েও কাজে দেরি! ‘বাংলার বাড়ি’ নিয়ে কড়া প্রশাসন, রিপোর্ট চাইল নবান্ন

প্রথম দফায় ১ লক্ষ ২০ হাজার টাকা পাওয়ার পরও বহু উপভোক্তা এখনও ‘বাংলার বাড়ি’ প্রকল্পের কাজ শুরু করেননি।...

ঝুলনের চোখে বাংলার সেরা ক্রিকেটার রিচা, মহিলা ক্রিকেটের প্রশংসায় পঞ্চমুখ সৌরভ

বাংলার বিশ্বকাপ জয়ী একমাত্র ক্রিকেট তারকা রিচা ঘোষের (Richa Ghosh) সম্বর্ধনা অনুষ্ঠানে শনিবার ইডেন গার্ডেন্সে বিশেষ অনুষ্ঠানের আয়োজন...

সৌরভ ছাড়া অন্য কারও ICC সভাপতি থাকার কথা নয়: বললেন ‘ঠোঁটকাটা’ মমতা

ছিল বিশ্বজয়ী ক্রিকেটার রিচা ঘোষের (Richa Ghosh) সংবর্ধনা অনুষ্ঠান। শনিবার ইডেনে সেই অনুষ্ঠানে বোমা ফাটালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের...
Exit mobile version